Get Mystery Box with random crypto!

আন নুসরাহ - النصرة

टेलीग्राम चैनल का लोगो talibtimes2bn — আন নুসরাহ - النصرة
टेलीग्राम चैनल का लोगो talibtimes2bn — আন নুসরাহ - النصرة
चैनल का पता: @talibtimes2bn
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 3.02K
चैनल से विवरण

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ☝
নিয়মিত মজলুম উম্মাহ ও মুজাহিদীনের যাবতীয় খবরাখবর জানতে আমাদের "আন নুসরাহ || AN Nusrah" চ্যানেলের সাথেই থাকুন ইং শা আল্লাহ।

نحن الذین بایعوا محمدا
علی الجھاد مابقینا ابدا

Ratings & Reviews

3.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

1

3 stars

0

2 stars

1

1 stars

0


नवीनतम संदेश 4

2022-01-26 19:30:05 কিভাবে গান শোনা বাদ দেব?

গান শোনা ছাড়ার জন্য নিজের ইচ্ছা শক্তি অনেক গুরুত্বপূর্ন । আমি আমার নিয়তের উপর কতটা খালেছ এটা জরুরি। কাজেই পাক্কা নিয়ত থাকতে হবে ।
তারপর দরকার আল্লাহ সুবহানু তায়লার সাহায্য । আল্লাহ সুবহানু তায়লার কাছে বেশী বেশী দুয়া করা তিনি যেন আমাকে সাহায্য করেন । গান ছাড়ার জন্য আপনাকে আপনার ফোন,পিসি ,মেমরি আশে পাশে যত ডিভাইস আছে তার সব গান ডিলিট করতে হবে। শয়তানের ধোকার দুই একটা পছন্দের গান রেখে দেবো ,এটা করা যাবে না।
গান তো কেটে ফেললাম এখন তার বদলে কি শুনব?
এটা একটা গুরুত্ব পূর্ন প্রশ্ন। এক্ষত্রে সাজেস্ট করা যায়।

১/ লেকচারঃ
এই টাইম টাতে বেশী বেশী লেকচার শুনুন ।যা আপনার ইমান তাজা করতে সহায়তা করবে।লেকচার হিসেবে প্রাথমিক অবস্থায় এগুলা শোনা যায়ঃ
* হেয়ার আফটার সিরিজ।প্রথমিক ভাবে যারা দ্বীনে আসেন তাদের জন্য এর থেকে উপকারি কিছু আছে কিনা জানা নেই।
*এটার সাথে সাথে নবী কাহিনি শুনতে পারেন । নবী গন হচ্ছেন আমাদের পর্থিকৃৎ আমাদের আইডল রাদের থেকে শিক্ষা নেয়া আমাদের জন্য জরুরি ।তাছাড়া ঘটনা গুলো অনেকটা গল্পের মত হওয়াতে শুনতে ভালো লাগেব।
* ইংরেজিতে পারদর্শী হলে ভালো কোন সিরাহ শুনতে পারেন ,সেই সাথে সাহাবাদের জিবনি ।আমি এ ব্যাপারে প্রিফার করব শাইখ আওলাকির লেকচার।
* শাইখ আব্দুল্লাহ জাহাঙ্গীর এর কিছু লেকচার ও শুনতে পারেন।
* মাওলানা যুলফিকার আহমেদ এর কিছু সর্ট উর্দু বয়ান আছে খুব তাছির করে।
* শাইখ তামিম আল আদনানির লেকচার গুলা খুবি ইফেকটিভ । সাথে সুন্দর ভিডিও ভালো লাগবে ।

২/ কোরআন তিলাওয়াতঃ
কোরআন আপনার অন্তরকে প্রশান্ত করবে। অন্তরকে নরম করবে। এ ক্ষেত্রে একবারে বড় সুরা গুলা শুনার ধৈর্য্য নাও থাকতে পারেন ছোট ছোট হার্ড টাচিং আয়াত শুনুন।

৩/ নাশিদঃ
অল্প কিছু মিউজিক বিহিন নাশিদ শুনতে পারেন। যত কম শোনা যায় ।এ ব্যাপারে রনাজ্ঞন ,নওসাদ মাহফুজ, আবু আলী সাজেস্ট করা যায়।
# আরেকটা জরুরি কাজ হচ্ছে যেসব ফ্রেন্ড গান শোনে তাদের থেকে দূরে থাকা ।
# পরিবারে সাথে সময় কাটাতে পারেন ।
# বই পড়ার অভ্যাস গড়ুন।
# নাটক ,সিনেমা ,টিভি দেখা ত্যাগ করুন।

এর পরেও যদি শয়তান ধোকা দেয় , তাহলে শাস্তির ব্যাবস্থা রাখুন । মানে ধরুন আপনি ভুলে গান শুনে ফেলেছেন ।প্রতিটা গানের জন্য দুই রাকাত করে নফল সলাত আদায় করুন।

এটা আপনার ডেস্কের সামনে লিখে রাখতে পারেন বা একটা চার্ট বানাতে পারেন । সপ্তাহ শেষে হিসাব করুন কয় রাকাত সলাত আদায় করেছেন ।
.
.
লেখা: সাজ্জাদুর রহমান শাওন।


@Talibtimes2bn
387 views16:30
ओपन / कमेंट
2022-01-26 19:29:49
346 views16:29
ओपन / कमेंट
2022-01-25 19:04:46
সিরিয়া!
আল-হাসাকাহ
শিল্প_কারাগার

আল-সিনা কারাগারের ভিতর থেকে একটি নতুন ভিডিও, সমগ্র বিশ্বের চোখের সামনে PKK মিলিশিয়া এবং আন্তর্জাতিক জোটের দখলদারদের দ্বারা নির্মমভাবে হত্যা করা বিপুল সংখ্যক বন্দীকে দেখানো হয়েছে।
বন্দিরা বেসামরিক নাগরিক বলে উল্লেখ করে, তাদের অনেককে শিশুসহ মিথ্যা অজুহাতে গ্রেপ্তার করা হয়েছিল
375 views16:04
ओपन / कमेंट
2022-01-25 19:04:23
সিরিয়া!

আজ, 25 জানুয়ারী মঙ্গলবার, পূর্ব গ্রামাঞ্চলের কাবাসিন রোড আল-বাব-এ নির্মাণ সামগ্রী (ব্লক) তৈরির কারখানার অভ্যন্তরে অজানা-সৃষ্ট বিস্ফোরণে একজন শিশু নিহত এবং আরও 4 জন শিশু আহত হয়েছে।
426 views16:04
ओपन / कमेंट
2022-01-25 12:31:55 বি‌য়ে কোন কো‌চিং সেন্টার না যে সারা‌দিন মাষ্টা‌রি করে শেখা‌বেন।
.
অ‌নে‌কে পরামর্শ দেন যে, আপ‌নি তো দ্বীনদার তাই এমন একজন বি‌য়ে করুন যি‌নি আপনার সা‌ন্নি‌ধ্যে এ‌সে প‌রিবর্তন হ‌য়ে দ্বীনদার হবার সুযোগ পা‌বে।

কথাটা সুন্দর। কিন্তু এটা খুবই দুরূহ।কারণ, যি‌নি দ্বীন মান‌বেন তি‌নি এ বিষ‌য়ে আগ থে‌কে সি‌রিয়াস হ‌বেন। দ্বী‌নি বিষ‌য়ে আ‌পোষ কর‌বেন না।
বি‌য়ের আ‌গে সেক্যুলার লাই‌ফ প্রাক‌টিস ক‌রে এ‌সে বি‌য়ের পর আপনার সা‌ন্নি‌ধ্যে এ‌সে রাতারা‌তি প‌রিবর্তন হ‌বে - এটা খুব ক‌ঠিন, ত‌বে হ‌তেও পা‌রে,সেটা ভিন্ন কথা। কারণ হিদায়াত চাই‌লে পা‌বে , না চাই‌লে?
.
তার ২০-৩০ বছ‌রের জীব‌নে পা‌পের প্র‍্যাকটিস কি? তার প্রভাব কি? এটা স্মরণ রাখ‌তে হ‌বে। রসূল ﷺ এমনটা ব‌লে‌ছেন, যে ব্য‌ক্তি ধারাবা‌হিক গোনাহে লিপ্ত হয়, তাওবাহও ক‌রে না তার অন্ত‌রে কা‌লো দাগ প‌ড়ে যায় ।
এক সময় তার অন্তর কল‌সির মত উ‌ল্টে যায়, ভাল কোন কাজ আর তার অন্ত‌রে প্র‌বেশ ক‌রে না যে‌মন উ‌ল্টে যাওয়া কল‌সি‌তে পা‌নি প্র‌বেশ ক‌রে না।
.
আর বি‌য়েটা বু‌ঝে চলার জীবন, এটা কো‌চিং সেন্টার না যে বি‌য়ে ক‌রে এ‌নে মাষ্টা‌রের মত ক‌রে বুঝা‌লে তি‌নি বু‌ঝে যা‌বেন আর ‌তি‌নি রা‌বেয়া বসরী অথবা মাওলানা তা‌রিক জা‌মিল হ‌য়ে যা‌বেন।
এরা ভার‌তীয় নায়ক‌ / না‌য়িকা‌দের দে‌খে দে‌খে স্বপ্নটা ওরকম ব‌ু‌নে‌ছে, এ‌সে যখন দে‌খে এ তো মোল্লা টাইপ তখন নাইন‌টি ডি‌গ্রি প‌ল্টি নেয়।
আর খুব সঙ্গত যে , স্বামী / স্ত্রী এ‌কে অপর‌কে প্র‌তিদ্ব‌ন্দ্বী হি‌সে‌বে মনে ম‌নে সেটআপ ক‌রে নেয়, প‌রিপূরক হি‌সে‌বে না, তাই কোন কথা নি‌জের জন্য ওতটা প‌জি‌টিভ ম‌নে ক‌রে না।
.
‌বি‌য়ে কর‌তে হয় সংসার গঠন কর‌তে। যেমন সংসার গঠন কর‌তে চান তেমন ক‌র্মী বাছাই ক‌রে নিন।
আপ‌নি কর‌বেন ফুল বাগান,নি‌য়ে আস‌লেন কাঠ‌মি‌স্ত্রি, তা‌ কি হ‌বে?
দ্বীনদার প‌রিবার গঠন কর‌তে চাই‌লে আপ‌নি দ্বীনদার মানুষ বাছাই করুন। সন্তা‌নের বাবা অথবা সন্তা‌নের মা কেমন হ‌বে,এটা বি‌বেচনা করুন;এরপর ভাবুন আপনার স্ত্রী বা স্বামী আপনার কতটা সু‌খের উপাদান হ‌বে।

রসূলুল্লাহ ﷺ ব‌লেছেন,
মানুষ চার‌টি বিষয় দে‌খে বি‌য়ে ক‌রে থা‌কেঃ-
১) সৌন্দর্য্য,
২) সম্পদ,
৩) বংশ এবং
৪) দ্বীনদারী।
.
রসূল ﷺ ব‌লেন,
তু‌মি দ্বীনদারী দে‌খে বি‌য়ে কর‌লে সফল হ‌বে।
বুঝ‌লেন এবার?

রসূল ﷺ যদি আপনার জীব‌নের পরামর্শক হয়,ত‌বে আর কি লাগে?
যতো প‌রিবা‌রে আগুন জ্বল‌ছে,খোজ নি‌য়ে দেখা যা‌বে,উপ‌রের বিষয়গু‌লো অ‌নেকটা মি‌লে যায়।
অতএব,নবীনরা ভুল কর‌বেন না আশা ক‌রি إن شاء الله

- মুফতি জোবায়ের হোসেন
127 views09:31
ओपन / कमेंट
2022-01-25 09:49:44 রমাদানে যারা সব রোজা রাখেন তাদের মধ্যে পর্ন দেখার হার কমে যায়।

গত বছর আমাদের পেইজ থেকে করা একটা জরিপে আমরা দেখতে পাই,
- রমাদানে শতকরা ৯৩ জনের ক্ষেত্রেই পর্ন দেখার হার কমে যায়।
- এর মধ্যে শতকরা ২১ জনের পর্ন দেখার হার শূন্যে নেমে আসে।
- এ ছাড়াও শতকরা ৬৬ জনের পর্ন দেখার হার অন্য মাসের তুলনায় অর্ধেকেরও নীচে নেমে আসে।

এ পরিবর্তনের রহস্য কী?
.
১) তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা:
আল্লাহ্‌ সুবাহানাহু ওয়া তা'আলা বলেছেন, “হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের ওপর রোযা ফরজ করা হয়েছে, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।” [সূরা বাকারা: ১৮৩]

অর্থাৎ, রমাদানে রোযা রাখার প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন করা।

তাকওয়া মানে কি?

আল্লাহর ভয়ে সকল প্রকার গুনাহ থেকে সর্বদা নিজেকে গুটিয়ে শরীর ও মনকে পাপ থেকে অক্ষত রেখে দুনিয়ার জীবন পাড়ি দেয়াই হচ্ছে তাকওয়া।

রোযায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা খাবার এবং পানাহার থেকে দূরে থাকি। এ সময়ে বাসায় কেউ না দেখলেও আমরা খাই না। কারণ, আমাদের মধ্যে আল্লাহ ভীতি কাজ করে। আল্লাহর ভয়ে একটি নির্দিষ্ট সময় খাবার গ্রহণ থেকে দূরে থাকার এই অভ্যাস অন্য মাসগুলোতে আমাদের আল্লাহর ভয়ে পাপ থেকে দূরে থাকতে সহায়তা করে।
.
২) যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে থাকে:
যৌনাকাঙ্ক্ষা যে কোনো সময়ই জাগ্রত হতে পারে। কিন্তু যাদের বিয়ে করার সামর্থ্য নেই তাদের জন্য যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে, রোজা রাখা।

আবদুল্লাহ্ ইবনু মাস‘ঊদ (রা:) বলেন, “রসূলের ﷺ সঙ্গে আমরা কতক যুবক ছিলাম; আর আমাদের কোনো কিছু ছিল না। এই অবস্থায় আমাদেরকে রসূল ﷺ বলেন, হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কেননা, বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হিফাজত করে এবং যার বিয়ে করার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। কেননা, রোজা তার যৌনতাকে দমন করবে।”
[সহীহ বুখারী: ৫০৬৬]
.
৩) মন আল্লাহমুখী থাকে:
রোজায় অন্য মাসের তুলনায় ইবাদত বেশি করা হয়। কুরআন তিলাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবীহ, তাহাজ্জুদে সময় পার হয়। বেশির ভাগ সময় ইবাদতে মসগুল থাকায় মন আল্লাহর দিকে ঝুঁকে থাকে। তাই পাপে লিপ্ত হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়।
.
৪) শয়তানকে আটকে রাখা হয়:
রাসূল ﷺ বলেন, রমাদান শুরু হলে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়। শয়তানকে শিকলবন্দী করা হয়। [সহীহ বুখারী: ১৮৯৯]

শয়তানকে বন্দী রাখায় রমাদানে মানুষের মধ্যে পাপে লিপ্ত হওয়ার প্রবণতা কম দেখা যায়।
.
তাই রমাদান ছাড়াও অন্যান্য মাসে, প্রতি সপ্তাহে কমপক্ষে দু’দিন রোজা রাখুন। সোম এবং বৃহস্পতিবার রোজা রাখলে এটা রসূলের ﷺ সুন্নতের সাথে মিলে যাওয়ায় অতিরিক্ত সাওয়াব পাবেন। রোজা রাখা অবস্থায় তাকওয়া বৃদ্ধি পাবে এবং যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে থাকবে। পর্ন আসক্তি থেকে মুক্তির ক্ষেত্রে এ দুটো জিনিস সবচেয়ে বেশি কাজে লাগে।

@RamadanReminder
197 views06:49
ओपन / कमेंट
2022-01-25 09:49:28
175 views06:49
ओपन / कमेंट
2022-01-25 09:48:34 বরকতময় রমজান মাস আসতেছে আলহামদুলিল্লাহ। বরকতময় রমজান মাসে বেশী বেশী আমলের জন্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ইনশাআল্লাহ

https://t.me/RamadanReminder
181 views06:48
ओपन / कमेंट
2022-01-24 18:14:24 ১৪৫৩ সালে উসমানী সুলতান মুহাম্মাদ আল ফাতিহ রহঃ পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কন্সটান্টিনোপল বিজয় করার পর এশিয়া, আফ্রিকার পর ইউরোপেও ৭ম শতাব্দীর ইসলামী শাসন প্রবেশ করে।
....এবং মধ্যযুগের অবসান ঘটে।
.
অর্থাৎ, ইসলামের স্বর্ণযুগের প্রত্যাবর্তনের কথা বলামাত্রই, মধ্যযুগে ফিরে যাওয়ার আশংকার ফেনা তুলে জনমানসে বিভ্রান্তি উদ্রেক করা নিরেট মূঢ়তা বৈ কিছুই না।
.
বরং Dark Ages, Middle Ages বা Renaissance এর সময় চিহ্নিত হয়েছে তৎকালীন ইউরোপিয়ান সমাজব্যবস্থার আলোকে।
ইতিহাসের সাধারণ জ্ঞান রাখা ব্যাক্তিও জানেন, ইউরোপের ইতিহাসের আলোচনাতেই মূলত এই পরিভাষাগুলো ব্যবহার করা হয়; যেমন মুসলিমদের ইতিহাসকে রাশেদুন, উমাইয়া, আব্বাসী বা উসমানী ইত্যাদি স্তরে ভাগ করা হয়ে থাকে।
.
অতএব, পশ্চিমাদের আদর্শিক ক্রীতদাস, অন্ধানুরাগী, কপি-পেস্ট সেক্যুলারদের গৎবাঁধা বক্তব্যকে ডাস্টবিনে ছুড়ে ফেলা সুস্থ ইতিহাস চর্চার মৌলিক দাবী।

~মুহতারাম Hasan Abdus Salam হাফিঃ

@Talibtimes2bn
156 views15:14
ओपन / कमेंट
2022-01-24 17:42:00 মুসলিম বিশ্বের সংবাদ
ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের সংবাদ
লেখনি ও প্রকাশনা
ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের ডকুমেন্টারি ও ফিল্ম
আল-ফিরদাউস ব্লগের নিউজ

জয়েন করুন ও শেয়ার করুন, ইনশাআল্লাহ!

https://t.me/absufian
176 views14:42
ओपन / कमेंट