Get Mystery Box with random crypto!

১৪৫৩ সালে উসমানী সুলতান মুহাম্মাদ আল ফাতিহ রহঃ পূর্ব রোমান সাম | আন নুসরাহ - النصرة

১৪৫৩ সালে উসমানী সুলতান মুহাম্মাদ আল ফাতিহ রহঃ পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কন্সটান্টিনোপল বিজয় করার পর এশিয়া, আফ্রিকার পর ইউরোপেও ৭ম শতাব্দীর ইসলামী শাসন প্রবেশ করে।
....এবং মধ্যযুগের অবসান ঘটে।
.
অর্থাৎ, ইসলামের স্বর্ণযুগের প্রত্যাবর্তনের কথা বলামাত্রই, মধ্যযুগে ফিরে যাওয়ার আশংকার ফেনা তুলে জনমানসে বিভ্রান্তি উদ্রেক করা নিরেট মূঢ়তা বৈ কিছুই না।
.
বরং Dark Ages, Middle Ages বা Renaissance এর সময় চিহ্নিত হয়েছে তৎকালীন ইউরোপিয়ান সমাজব্যবস্থার আলোকে।
ইতিহাসের সাধারণ জ্ঞান রাখা ব্যাক্তিও জানেন, ইউরোপের ইতিহাসের আলোচনাতেই মূলত এই পরিভাষাগুলো ব্যবহার করা হয়; যেমন মুসলিমদের ইতিহাসকে রাশেদুন, উমাইয়া, আব্বাসী বা উসমানী ইত্যাদি স্তরে ভাগ করা হয়ে থাকে।
.
অতএব, পশ্চিমাদের আদর্শিক ক্রীতদাস, অন্ধানুরাগী, কপি-পেস্ট সেক্যুলারদের গৎবাঁধা বক্তব্যকে ডাস্টবিনে ছুড়ে ফেলা সুস্থ ইতিহাস চর্চার মৌলিক দাবী।

~মুহতারাম Hasan Abdus Salam হাফিঃ

@Talibtimes2bn