Get Mystery Box with random crypto!

আন নুসরাহ - النصرة

टेलीग्राम चैनल का लोगो talibtimes2bn — আন নুসরাহ - النصرة
टेलीग्राम चैनल का लोगो talibtimes2bn — আন নুসরাহ - النصرة
चैनल का पता: @talibtimes2bn
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 3.02K
चैनल से विवरण

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ☝
নিয়মিত মজলুম উম্মাহ ও মুজাহিদীনের যাবতীয় খবরাখবর জানতে আমাদের "আন নুসরাহ || AN Nusrah" চ্যানেলের সাথেই থাকুন ইং শা আল্লাহ।

نحن الذین بایعوا محمدا
علی الجھاد مابقینا ابدا

Ratings & Reviews

3.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

1

3 stars

0

2 stars

1

1 stars

0


नवीनतम संदेश 6

2022-01-22 10:59:00
মিডিয়া !!!
মিডিয়া হলো আজকের রাসায়নিক অস্ত্র!
এটি মানুষের চিন্তাভাবনা এবং জনসাধারণের মন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কাফের ফ্রন্ট, যা একটি মিডিয়া যুদ্ধ। নাস্তিকতা, দুর্নীতি, পতিতাবৃত্তি, বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকৃতি, অনাচার এবং ঔপনিবেশিকতার, মূলে রয়েছে মিডিয়া।এবং বিশ্বের মানুষ (বিশেষ করে মুসলমান) যতদিন তারা তাদের নোংরা( গনতন্ত্র) রাজনীতি এবং তাদের কলঙ্কিত অর্থনীতি অব্যাহত রাখবে ততদিন তারা নিজেরা বিভ্রান্তিতে থাকবে।

"আসুন, আমরা মুসলমানরা, মিডিয়ার জ্ঞান, সঠিকভাবে কাজে লাগায়,এবং মিডিয়ার জ্ঞানের দ্বারা তাদের এই কৌশলকে ধ্বংস করতে হবে এবং এই নেকড়েদের চক্রান্তকে ব্যর্থ করতে প্রস্তুত হতে হবে ।"


@mawlobadi
243 views07:59
ओपन / कमेंट
2022-01-22 06:35:07 গাদ্দার পাকি আর্মির ঘাঁটিতে টিটিপি মুজাহিদদের বীরত্বপূর্ণ হামলা

পাকিস্তান ভিত্তিক জনপ্রিয় ইসলামি প্রতিরোধ বাহিনী ‘টিটিপি’ গত ১০-১৫ জানুয়ারি দেশটির গাদ্দার সামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটির উপর বেশ কিছু বীরত্বপূর্ণ অভিযান চালিয়েছেন। যাতে কমপক্ষে ২০ গাদ্দার সেনা হতাহত হয়েছে।

তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র কর্তৃক গত ১০ জানুয়ারি জারি করা টুইটার বার্তা থেকে জানা যায়, প্রতিরোধ যোদ্ধারা খাইবার প্রদেশের ডেরা ইসমাইল-খান জেলায় দেশটির গাদ্দার সামরিক বাহিনীর উপর ২টি পৃথক হামলা চালিয়েছেন। যাতে ১ সেনা সদস্য নিহত এবং অন্য ১ পুলিশ সদস্য আহত হয়েছে। সেই সাথে প্রতিরোধ যোদ্ধারা দুটি অস্ত্রও গনিমত পেয়েছেন।

এরপর ১২ জানুয়ারি মুখপাত্রের জারি করা অপর এক বার্তা থেকে জানা যায়, দক্ষিণ ওয়াজিরিস্তানের গোরগোরা সীমান্ত এলাকায় মুজাহিদগণ গাদ্দার সেনাদের একটি সামরিক কনভয়ে অতর্কিত হামলা চালান। হামলায় মুজাহিদগণ RPG7 এবং অন্যান্য হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেন। মুজাহিদদের এই হামলায় অন্তত ৩ গাদ্দার সেনা আহত হয়।

এমনিভাবে ১৩ তারিখে জারি করা বিবৃতিতে বলা হয়, টিটিপির মুজাহিদগণ উত্তর ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় ২টি পৃথক হামলা চালিয়েছেন। এর মধ্যে ওয়াজিরিস্তানে মুজাহিদদের স্নাইপার হামলায় ৩ গাদ্দার সেনা নিহত হয়।

অপরদিকে বান্নু জেলার মান্দাই এলাকায় এক গাদ্দার এম.আই অফিসারকে গুলি করেন মুজাহিদগণ। এতে ঐ গাদ্দার অফিসার গুরুতর আহত হয়।

অন্যদিকে ১৪ জানুয়ারি মুখপাত্র মুহাম্মদ খোরাসানী তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে জারি করা বিবৃতিতে জানান, মুজাহিদগণ খাইবার ও জানি-খাইল জেলায় শত্রুদের গাড়িবহরে ২টি সফল হামলা চালিয়েছেন।

যাতে এক এফ.সি কর্মকর্তা ও এক সেনা সদস্য আহত হয়, সেই সাথে অন্য এক সেনা সদস্য নিহত হয়।

অপরদিকে মুহাম্মদ খোরাসানী ১৫ তারিখে জারি করা বিবৃতিতে বলেন, মুজাহিদগণ উত্তর ওয়াজিরিস্তানে এফসি কর্মীদের একটি গাড়িতে সফল বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। যাতে গাড়িটি ধ্বংস হয়ে যায়। এসময় গাড়িতে থাকা কমপক্ষে ২ সদস্য নিহত এবং অপর ১ সদস্য গুরুতর আহত হয়েছে।

একই এলাকায় গাদ্দার সেনাদের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালান মুজাহিদগণ। যাতে ৩ গাদ্দার সৈন্য নিহত এবং অন্য ২ সৈন্য আহত হয়।
এদিন জেলাটির আসাদ-খাইল এলাকায় গাদ্দার সেনাবাহিনীর একটি টহল দলকে টর্গেট করে বোমা হামলা চালান মুজাহিদগণ। এতে বেশ কিছু সৈন্য নিহত ও আহত হয়েছে বলে জানা যায়।
118 views03:35
ओपन / कमेंट
2022-01-22 06:35:02 নাইজেরিয়ায় ফের আল-কায়েদার হামলা, হতাহত ৩০ এরও বেশি দস্যু

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় চলতি মাসে দ্বিতীয় বারের মত বড় ধরনের হামলা চালিয়েছেন ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এতে ১৫ এরও বেশি দস্যু নিহত হয়েছে বলে জানা গেছে।

বিবরণ অনুযায়ী, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলিয় কাদুনা রাজ্যে গত ১৬ জানুয়ারি বড়ধরণের একটি হামলা চালানো হয়েছে। যার মাধ্যমে ১৫ এরও বেশি দস্যুকে হত্যা করা হয়েছে। সেই সাথে আহত করা হয়েছে নিহত দস্যুদের সংখ্যার চাইতেও অধিক সংখ্যককে।

সূত্রটি আরও জানিয়েছে যে, রাজ্যটির দামারি শহরে পরিচালিত এই অভিযানের সময় দস্যুদের ১৪ টিরও বেশি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন ইসলামি প্রতিরোধ যোদ্ধারা।

অপরদিকে অভিযান শেষে প্রতিরোধ যোদ্ধারা বেশ কয়েকটি মোটরসাইকেল ও অস্ত্র অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পাশাপাশি অনেক নগদ অর্থ ও কয়েকটি মোবাইল তাঁরা গনিমত লাভ করেন।

এদিকে আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী জামা’আত আনসারুল মুসলিমিন ফি বিলাদ আস-সুদান (আনসারু) বরকতময় এই হামলার দায় স্বীকার করে একটি লিখিত বিবৃতি প্রকাশ করেছে। সেই সাথে দলটি তাদের বরকতময় এই অভিযান শেষে প্রাপ্ত গণিমতেরও কিছু ছবি প্রকাশ করেছে।

উল্লেখ্য যে, আনসারু সম্প্রতি এক বিবৃতীতে আল-কায়েদার সাথে অফিসিয়ালি নিজেদের সম্পর্কের জানান দিয়েছে। এরপর এটি ছিল নাইজেরিয়ায় আনসারুর দ্বিতীয় হামলা।

বিশ্লেষকরা মনে করেন, আল-কায়েদা সংশ্লিষ্ট এই প্রতিরোধ বাহিনীটি দীর্ঘদিন ধরে নাইজেরিয়ায় চলে আসা বিশৃঙ্খলার নিষ্পত্তি করতে সম্প্রতি দেশটির গাদ্দার সামরিক বাহিনীর পাশাপাশি আঞ্চলিক মিলিশিয়া গ্রুপ ও দস্যুদের উপরও হামলা চালাতে শুরু করেছেন। এসব সন্ত্রাসী মিলিশিয়াদের জুলুমের ফলে অতিষ্ঠ হয়ে পড়েছেন দেশটির জনগণ। এভাবে আল-কায়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ যোদ্ধারা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এবং দেশটির ভবিষ্যত কর্তৃত্বের বিকল্প হিসাবে নিজেদেরকে উপযুক্ত প্রমাণ করছেন।
109 views03:35
ओपन / कमेंट
2022-01-21 23:59:35 শিশুদের ইসলামি চরিত্র শেখানোর প্রতি মা-বাবার অবহেলা:
– মুফতী সালমান মাসরুর হাফিজাহুল্লাহ্

একজন মুরব্বি, মা-বাবার জন্য কর্তব্য হলো, নিজের শিশুদেরকে ছোট্ট থেকে ইসলামি আকিদা, কালচার, শিষ্টাচার ও ইসলামি চরিত্র শিখিয়ে বড় করে তুলা। ছোট থাকাবস্থায়ই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখা। কার সাথে ওঠাবসা করছে, কার সাথে খেলছে, কী পড়ছে, কী লিখছে, তার আচার- আচরণ কেমন, এসব বিষয়ের প্রতি খুবই গুরুত্ব দেয়া। কিন্তু কয়জন মা-বাবা এ কাজটা করে?! আমরা সমাজের দিকে তাকালে দেখি বাচ্চাদের শৈশবে অনেক মা-বাবা, মুরব্বিরা উত্তম চরিত্র শেখায় না এবং যখন বড় হয় তখন আফসোস করে, হায়! আমার ছেলেটা তো নষ্ট হয়ে গেলো! কারো কথা মানেনা, ভালো কথা শুনেনা।

এজন্যে বড় হওয়ার আগেই আমাদের বাচ্চাদের আকিদা নির্মাণ করতে হবে, আমল ঠিক করতে হবে, উত্তম চরিত্র শেখাতে হবে। না হয় বড় হয়ে আফসোস করে কোন লাভ নেই। আমরা নিজেদের শিশুদের খাবার-দাবার, চিকিৎসার প্রতি গুরুত্ব দিলেও তাদের আকিদা, আখলাক, আমল ঠিক করার প্রতি তেমন গুরুত্ব দিই না। এটা আমাদের মারাত্মক ভুল, এর জন্যে আল্লাহর নিকট আমাদের জবাবদিহি করতে হবে।

আল্লাহ আমাদের বুঝে আমল করার তাওফিক দান করুন।
171 views20:59
ओपन / कमेंट
2022-01-21 22:17:28 এড মুক্ত ইমু!
যারা ইমু ব্যাবহার করেন এটা ব্যাবহার করতে পারেন!
172 views19:17
ओपन / कमेंट
2022-01-21 22:12:23 বুরকিনা ফাঁসোতে মুসলিম বীর যোদ্ধাদের হামলায় ৫ ফরাসি ক্রুসেডার সৈন্য হতাহত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাঁসোর ইয়াতেঙ্গা অঞ্চলে ক্রুসেডার ফ্রান্সের একটি কনভয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যাতে ১ ফরাসি ক্রুসেডার সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গত ১৮ জানুয়ারি মঙ্গলবার, বুরকিনা ফাঁসোর উত্তরাঞ্চলীয় ইয়াতেঙ্গা অঞ্চলে দখলদার ফরাসি সেনাদের একটি সামরিক কনভয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। যার ফলশ্রুতিতে ক্রুসেডার বাহিনীর একটি সাঁজোয়া যান ধ্বংস হয়ে যায়। এসময় সাঁজোয়া যানটিতে থাকা ১ ক্রুসেডার সেনা নিহত এবং অপর ৪ ক্রুসেডার সেনা আহত হয়।

সূত্রমতে, ক্রুসেডার বাহিনীর উপর হামলাটি এমন সময় চালানো হয়েছে, যখন ক্রুসেডারদের একটি সামরিক বহর রাজ্যটির উয়াহিগুয়া বিমানবন্দর থেকে বের হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল।

সূত্রটি এও নিশ্চিত করেছে যে, বরকতময় এই হামলার একদিন আগেও ফরাসি সেনাদের লক্ষ্য করে উয়াহিগুয়া বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। যেখানে আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’এর বীর যোদ্ধারা কয়েক রাউন্ড রকেট হামলা চালিয়েছেন। যেগুলো বিমানবন্দরের ভিতরে ঘিয়ে আঘাত করেছিল। শত্রু নিয়ন্ত্রিত অঞ্চল হওয়ায় উক্ত হামলায় হতাহতের সঠিক তথ্য জানা যায়নি।

পশ্চিম আফ্রিকায় আল-কায়েদার প্রতিরোধ যোদ্ধাদের হামলার পর স্থানীয় মিডিয়াগুলো ফরাসি সৈন্যদের উপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ফ্রান্স এখনও এবিষয়ে আনুষ্ঠানিক কোন বিবৃতি প্রকাশ করেনি।

উল্লেখ্য যে, ক্রুসেডার ফ্রান্স ২০১৮ সালের অক্টোবরে প্রথমবারের মত বুরকিনা ফাঁসোর সীমান্তে মুজাহিদদের বিরুদ্ধে বিমান হামলা চালানো শুরু করেছিল। এরপর ২০১৯ সাল থেকে দেশটির স্থল পথে মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। কিন্তু তাদের আকাশ ও স্থলপথের কোন অভিযানই সফলতার মুখ দেখেনি।

বিপরীতে আল-কায়েদা যোদ্ধারা এখন বুরকিনা ফাঁসোর সীমান্ত ছাড়িয়ে গিনি, টোগো ও আইভোরি-কোস্টেও ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। অচিরেই হয়তো জোড়পূর্বক খ্রিস্টানায়িত এসব অঞ্চল নিয়ে পশ্চিম আফ্রিকায় এক বিশাল ও সমৃদ্ধ ইসলামি ইমারত কায়েম হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকগণ।
174 views19:12
ओपन / कमेंट
2022-01-21 22:01:48
সিরিয়ার আলেপ্পো প্রদেশে প্রবল তুষারপাত শরণার্থীদের তাঁবুতে আঘাত করেছে, তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে,এখন পর্যন্ত একজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
154 views19:01
ओपन / कमेंट
2022-01-21 21:58:20
আমির আল-মুমিনীন মোল্লা আখতার মোহাম্মদ মনসুর রহঃ অপর পুত্র,জ্ঞানের মুকুট মৌলভী (মিসবাহুল্লাহ মনসুর সাহেব)
155 views18:58
ओपन / कमेंट
2022-01-21 21:26:26 https://t.me/osamaumor
176 views18:26
ओपन / कमेंट
2022-01-21 20:08:23 সবাই সাবস্ক্রাইব কইরেন ইনশাআল্লাহ

https://t.me/beauty_ofislam
216 views17:08
ओपन / कमेंट