Get Mystery Box with random crypto!

শিশুদের ইসলামি চরিত্র শেখানোর প্রতি মা-বাবার অবহেলা: – মুফতী স | আন নুসরাহ - النصرة

শিশুদের ইসলামি চরিত্র শেখানোর প্রতি মা-বাবার অবহেলা:
– মুফতী সালমান মাসরুর হাফিজাহুল্লাহ্

একজন মুরব্বি, মা-বাবার জন্য কর্তব্য হলো, নিজের শিশুদেরকে ছোট্ট থেকে ইসলামি আকিদা, কালচার, শিষ্টাচার ও ইসলামি চরিত্র শিখিয়ে বড় করে তুলা। ছোট থাকাবস্থায়ই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখা। কার সাথে ওঠাবসা করছে, কার সাথে খেলছে, কী পড়ছে, কী লিখছে, তার আচার- আচরণ কেমন, এসব বিষয়ের প্রতি খুবই গুরুত্ব দেয়া। কিন্তু কয়জন মা-বাবা এ কাজটা করে?! আমরা সমাজের দিকে তাকালে দেখি বাচ্চাদের শৈশবে অনেক মা-বাবা, মুরব্বিরা উত্তম চরিত্র শেখায় না এবং যখন বড় হয় তখন আফসোস করে, হায়! আমার ছেলেটা তো নষ্ট হয়ে গেলো! কারো কথা মানেনা, ভালো কথা শুনেনা।

এজন্যে বড় হওয়ার আগেই আমাদের বাচ্চাদের আকিদা নির্মাণ করতে হবে, আমল ঠিক করতে হবে, উত্তম চরিত্র শেখাতে হবে। না হয় বড় হয়ে আফসোস করে কোন লাভ নেই। আমরা নিজেদের শিশুদের খাবার-দাবার, চিকিৎসার প্রতি গুরুত্ব দিলেও তাদের আকিদা, আখলাক, আমল ঠিক করার প্রতি তেমন গুরুত্ব দিই না। এটা আমাদের মারাত্মক ভুল, এর জন্যে আল্লাহর নিকট আমাদের জবাবদিহি করতে হবে।

আল্লাহ আমাদের বুঝে আমল করার তাওফিক দান করুন।