Get Mystery Box with random crypto!

Bangladesh Islami Chhatrashibir

टेलीग्राम चैनल का लोगो bangladeshislamichhatrashibir — Bangladesh Islami Chhatrashibir B
टेलीग्राम चैनल का लोगो bangladeshislamichhatrashibir — Bangladesh Islami Chhatrashibir
चैनल का पता: @bangladeshislamichhatrashibir
श्रेणियाँ: धर्म
भाषा: हिंदी
ग्राहकों: 13.62K
चैनल से विवरण

Official Telegram Channel of Bangladesh Islami Chhatrashibir.
Social Media Link :
Facebook : www.fb.com/bangladeshislamichhatrashibir
Twitter : www.twitter.com/info_shibir
Youtube : www.youtube.com/IslamiChhatrashibir

Ratings & Reviews

2.50

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

1

2 stars

1

1 stars

0


नवीनतम संदेश 28

2021-09-30 18:12:50
উচ্চ মাধ্যমিক আইসিটি অলিম্পিয়াড ২০২১ এর ফলাফল
1.4K views15:12
ओपन / कमेंट
2021-09-27 18:06:29 দেশজুড়ে একদিনে একযোগে ১ লক্ষ ৪৭ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রামাণ্যচিত্র
তারিখ : ২০ জুলাই ২০২১

টার্গেট : ১,৪৭,০০০টি
বাস্তবায়ন : ১,৫২,৭১৭টি
3.0K views15:06
ओपन / कमेंट
2021-09-24 16:04:28 সড়ক দুর্ঘটনায় শিবির নেতা আব্দুল্লাহ আল মামুনের ইন্তেকালে ছাত্রশিবিরের শোক

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবিরের সদস্য মেধাবী ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোক বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, মেধাবী ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন আজ শুক্রবার সকাল ১১টায় মটরসাইকেল দূর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে সংগঠন একজন নিবেদিত প্রাণ দায়িত্বশীলকে হারালো। তার ইন্তেকালে শুধু ছাত্রশিবির নয় বরং জাতিও একজন সম্ভাবনাময় মেধাবী, সৎ ও দক্ষ নাগরিককে হারিয়েছে। দাখিল পরীক্ষায় এ+ পাওয়া আব্দুল্লাহ আল মামুন তিন বোনের একমাত্র ভাই ও বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান ছিলেন। তার মত মেধাবী ও একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে পরিবার- পরিজনের নিদারুন শোক ও কষ্টের বিষয়টি আমরা গভীরভাবে অনুভব করছি। ইসলামী আন্দোলনের প্রতি আব্দুল্লাহ আল মামুনের ভালবাসা ও কর্মস্পৃহা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর এই বেদনাদায়ক ইন্তেকালে ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তি গভীরভাবে শোকাহত। ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে তার ত্যাগ ও প্রচেষ্টা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ প্রিয় আব্দুল্লাহ আল মামুনের সন্তপ্ত পরিবার-পরিজন ও সাথীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আব্দুল্লাহ আল মামুনের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

উল্লেখ্য আব্দুল্লাহ আল মামুন গতকাল ২৩ সেপ্টেম্বর বিকাল ৫.৩০ টায় ভয়াবহ মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হন। পরে খুলনা গাজী মেডিকেল কলেজে ‘আই সি ইউ’ তে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ইন্তেকাল করেন। তিনি সাতক্ষীরা জেলার সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের চুপড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে ছিলেন।
1.1K viewsedited  13:04
ओपन / कमेंट
2021-09-24 16:04:19
1.1K views13:04
ओपन / कमेंट
2021-09-23 18:53:37 উচ্চ মাধ্যমিক আইসিটি অলিম্পিয়াড ২০২১

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা
----------------------------------------------
১। পরীক্ষা অনলাইনে হবে। পরীক্ষায় অংশগ্রহণের লিংক :
https://tinyurl.com/ICTOlympiad2021
২। পরীক্ষার তারিখ ও সময় :
২৪ সেপ্টেম্বর ২০২১ (শুক্রবার) সকাল ১০টা-১০:৪৫টা। প্রয়োজনীয় তথ্য পূরণের সুবিধার্থে সকাল ৯:৫৫টা থেকে লিংক ওপেন থাকবে।
৩। পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় : ৪৫ মিনিট। মোট প্রশ্ন : ৫০টি। পূর্ণমান : ৫০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
৪। পরীক্ষায় লগ ইন করতে রেজিস্ট্রেশনের সময়ে পরীক্ষার্থীর পক্ষ থেকে প্রদান করা ৬ অঙ্কের পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। সঠিক পাসওয়ার্ড ছাড়া পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
৫। পরীক্ষা পদ্ধতিতে কোনো টাইমার অপশন থাকবে না। তাই যথাসময়ে পরীক্ষা সম্পন্ন করতে ঘড়ির সহযোগিতা নেওয়া প্রয়োজন।
৬। পরীক্ষা দিতে জিমেইলে লগিন থাকার প্রয়োজন নাই। তবে কারিগরি ত্রুটির কারণে পরীক্ষা চলাকালীন প্রদানকৃত উত্তরগুলো হারানোর শঙ্কা থাকলে জিমেইলে লগিন করে পরীক্ষা দেওয়া যেতে পারে। এতে পরীক্ষার্থীর জন্য ভালো হবে।
৭। পরীক্ষা সাবমিট করার আগ পর্যন্ত যেকোনো উত্তর এডিট করা যাবে। সাবমিট করা সম্পন্ন হলে এডিট করার আর সুযোগ থাকবে না।
৮। নির্দিষ্ট সময়ের মধ্যে (৪৫ মিনিট) সাবমিট করে পরীক্ষা সম্পন্ন করতে হবে। সাবমিট করতে না পারলে পরীক্ষা গৃহীত হবে না।
৯। মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবসহ ইন্টারনেট সাপোর্ট করে এমন যেকোনো ডিভাইস দিয়ে পরীক্ষা দেওয়া যাবে। তবে ল্যাপটপ ও ডেস্কটপ থেকে পরীক্ষা দেওয়া বেশি সুবিধাজনক। মোবাইল ও ট্যাবে কোনো অবস্থাতেই অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করা যাবে না, গুগল ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করতে হবে। তবে গুগল ক্রোম ব্যবহার করাই উত্তম।
১০। ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২১।

পরীক্ষা দেওয়ার পদ্ধতি :
১। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে যথাযথ লিংকে প্রবেশ করুন।
২। আপনার নাম, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণি/বর্ষ, রেজিস্ট্রেশনের সময়ে দেওয়া পাসওয়ার্ড, মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা লিখুন। এরপর Next এ ক্লিক করুন।
৩। এরপর নির্দেশনা সম্বলিত পেইজ ওপেন হবে। নির্দেশনাটি ভালো করে পড়ে Next এ ক্লিক করুন।
৪। সবগুলো প্রশ্ন (৫০টি) এক পেইজেই প্রদর্শিত হবে। অপশনগুলোর বাম পাশে ক্লিক করে সঠিক উত্তর বাছাই করতে হবে।
৫। ৫০টি প্রশ্ন প্রদর্শিত হওয়ার পর Submit বাটন আসবে। তাতে ক্লিক করলে পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে।
৬। সর্বশেষ ধন্যবাদ সম্বলিত পেইজ দেখতে পেলে আপনার পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হবেন।

কারিগরি ত্রুটি দূরীকরণে করণীয় :
১। ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা।
২। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা।
৩। মোবাইল ব্যবহার করলে ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ রাখা।
৪। অপেরা মিনি ব্রাউজার ব্যবহার না করা, গুগল ক্রোম বা ফায়ারফক্স ব্যবহার করা।
৫। জিমেইলে লগিন অবস্থায় থাকা।
৬। পরীক্ষা চলাকালীন অন্য কোনো লিংকে ক্লিক না করা।
৭। পরীক্ষা চলাকালীন রিলোড না দেওয়া।
৮। পরীক্ষা শেষ হওয়ার আগে ব্রাউজার ক্লোজ না করা।

বিজয়ী নির্ধারণের প্রক্রিয়া :
১। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পরীক্ষার্থী ধারাবাহিকভাবে মেধা তালিকায় ওপর থেকে নিচে অবস্থান করবেন।
২। প্রাপ্ত নম্বর সমান হয়ে গেলে যার সঠিক উত্তরের সংখ্যা বেশি হবে তিনি মেধাক্রমে ওপরে থাকবেন।
৩। প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর সংখ্যা সমান হলে যিনি কম সময়ে উত্তর দিয়েছেন তিনি মেধাক্রমে ওপরে স্থান পাবেন।
557 views15:53
ओपन / कमेंट
2021-09-23 18:53:13
538 views15:53
ओपन / कमेंट
2021-09-22 17:12:24 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি "শহীদ মীর কাশেম আলী" স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ.জ.ম ওবায়েদুল্লাহ ও আব্দুল জব্বার, কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলামসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েটবৃন্দ। ইউটিউবে দেখতে ক্লিক করুন
2.1K views14:12
ओपन / कमेंट
2021-09-21 11:15:48 লাকসামে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী হামলা ও পুলিশের মিথ্যা মামলা এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লা লাকসামে শিবির-জামায়াত সমর্থিত লোকজনের ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পর উল্টো ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের নামে পুলিশের মিথ্যা মামলা এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, ক্ষমতাসীন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ভোটার বিহীন একতরফা প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র বাস্তবায়নে আবারো মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। গত ৮ সেপ্টেম্বর লাকসামে আওয়ামী সন্ত্রাসীরা কোন কারণ ছাড়াই জামায়াত সমর্থিত লোকজনের ব্যবসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় সন্ত্রাসীরা ১টি হাসপাতাল, ১টি স্কুল ভাংচুর করে এবং ১টি মাইক্রোবাস জ্বালিয়ে দেয়। এভাবে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান, ৬টি বাড়ি, ২টি গাড়িসহ ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষতিসাধন করে। এ সময় তারা ৮ জন নেতা-কর্মীকে আহত করে। এ তান্ডবে ভাড়াটে সন্ত্রাসীদের নেতৃত্ব দেয় আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা যা বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়। কিন্তু পুলিশ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার বা কোন ব্যবস্থা না নিয়ে উল্টো ১৫ সেপ্টেম্বর বুধবার সকালে তিন জন শিবির কর্মীকে এবং জামায়াতের তিন জন কর্মীকে গ্রেফতার করে এবং পরবর্তীতে ক্যাম্পাস থেকে দুই জন ছাত্রশিবির কর্মীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মিথ্যা মামলা দায়ের করে।

ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, পুলিশ তাদের পবিত্র দায়িত্ববোধের তোয়াক্কা না করে আওয়ামী সন্ত্রাসীদের আজ্ঞাবহ সেবাদাসের ভূমিকা পালন করছে। পুলিশ রাজনৈতিকভাবে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছে। পুলিশের এই দায়িত্বহীন কর্মকান্ড রাজনৈতিক প্রতিহিংসামূলক। জনগণের টাকায় পালিত হয়ে দলীয় সন্ত্রাসী ও সেবাদাসের ভূমিকা পালন করায় পুলিশের প্রতি জনগণের নূন্যতম কোন আস্থা নেই, যা লজ্জাজনভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত সত্য। আমরা পুলিশের এই জঘন্য অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, আমরা অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত শিবির ও জামায়াতের কর্মীদের নি:শর্ত মুক্তি ও চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করছি। একইসাথে এমন ঘৃন্য কর্মকান্ড থেকে বিরত থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি।
2.5K viewsedited  08:15
ओपन / कमेंट
2021-09-21 11:15:44
2.1K views08:15
ओपन / कमेंट
2021-09-18 20:15:37 উচ্চ মাধ্যমিক আইসিটি অলিম্পিয়াড ২০২১

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

বর্তমান যুগকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। তাই এ বিষয়ে উৎকর্ষ অর্জন অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে আগ্রহী এবং পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রদের নিয়ে আয়োজন করছে "উচ্চ মাধ্যমিক আইসিটি অলিম্পিয়াড ২০২১"।

অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে : ২৪ সেপ্টেম্বর ২০২১
পরীক্ষার লিংক : https://tinyurl.com/ICTOlympiad2021
সময় : সকাল ১০টা-১০:৪৫টা (৪৫ মিনিট)

যারা অংশগ্রহণ করতে পারবে :
— এইচএসসি/আলিম ১ম ও ২য় বর্ষের ছাত্র

রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২১
রেজিস্ট্রেশনের লিংক : https://tinyurl.com/RegICTOlympiad21

পুরস্কার :
১ম পুরস্কার : ১০,০০০ টাকা
২য় পুরস্কার : ৫,০০০ টাকা
৩য় পুরস্কার : ৩,০০০ টাকা
১ম তিনজনসহ পরবর্তী সাতজন বিজয়ীর প্রত্যেকের জন্য থাকবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট।

পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা :
১. অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য অবশ্যই ওপরে উল্লেখিত নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন করতে হবে।
২. লিংকে রেজিস্ট্রেশনের তথ্য পূরণ শেষে ডেমো এক্সাম দেওয়ার সুযোগ রয়েছে।
৩. রেজিস্ট্রেশনের সময় নির্ধারিত ঘরে একটি ৬ অঙ্কের পাসওয়ার্ড প্রদান করতে হবে, যেটি পরীক্ষার সময় প্রতিযোগীর পরিচয় নিশ্চিত করতে চাওয়া হবে।
৪. আইটি বিষয়ক মৌলিক জ্ঞান এবং উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে প্রশ্ন করা হবে।
৫. পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় : ৪৫ মিনিট। মোট প্রশ্ন : ৫০টি। পূর্ণমান : ৫০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
৬. পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ২৩ সেপ্টেম্বর রাত ৯টায় অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া হবে।


যেকোনো ধরনের তথ্যের জন্য bics.ictolympiad@gmail.com এই ইমেইলে
অথবা
স্থানীয় প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।
1.9K views17:15
ओपन / कमेंट