Get Mystery Box with random crypto!

Bangladesh Islami Chhatrashibir

टेलीग्राम चैनल का लोगो bangladeshislamichhatrashibir — Bangladesh Islami Chhatrashibir B
टेलीग्राम चैनल का लोगो bangladeshislamichhatrashibir — Bangladesh Islami Chhatrashibir
चैनल का पता: @bangladeshislamichhatrashibir
श्रेणियाँ: धर्म
भाषा: हिंदी
ग्राहकों: 13.62K
चैनल से विवरण

Official Telegram Channel of Bangladesh Islami Chhatrashibir.
Social Media Link :
Facebook : www.fb.com/bangladeshislamichhatrashibir
Twitter : www.twitter.com/info_shibir
Youtube : www.youtube.com/IslamiChhatrashibir

Ratings & Reviews

2.50

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

1

2 stars

1

1 stars

0


नवीनतम संदेश 24

2021-12-31 07:42:21
সম্মানিত ভাইয়েরা,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নব মনোনীত সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ খোলা হয়েছে।

অফিসিয়াল ফেইসবুক পেইজ : https://www.facebook.com/RazebOfficial
অফিসিয়াল টুইটার একাউন্ট : https://twitter.com/RazebOfficial

নিজে যুক্ত থাকুন, ছড়িয়ে দিন সবার কাছে।
5.4K viewsedited  04:42
ओपन / कमेंट
2021-12-30 14:09:59
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় GPA-5 প্রাপ্তসহ সকল কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
824 views11:09
ओपन / कमेंट
2021-12-30 12:32:45 ২০২২ সেশনের জন্য ছাত্রশিবিরের সেট-আপ সম্পন্ন

কেন্দ্রীয় সভাপতি : রাশেদুল ইসলাম
সেক্রেটারি জেনারেল : রাজিবুর রহমান

আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২২ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারাদেশে অনলাইনে সদস্যদের ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন রাজিবুর রহমান।

গতকাল ২৯ ডিসেম্বর বিকাল ৩.৩০টায় ছাত্রশিবিরের সহকারি নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল এর সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ এর পরিচালনায় শহীদ আব্দুল মালেক মিলনায়তনে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথ পাঠ করান তিনি। গত ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে ২৮ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে ২০২২ সেশনের জন্য রাজিবুর রহমানকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

উল্লেখ্য নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম এর পূর্বে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।

নব মনোনীত সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান এর পূর্বে কেন্দ্রীয় দপ্তর বিভাগ, কেন্দ্রীয় সাহিত্য ও দাওয়াহ বিভাগ, কেন্দ্রীয় প্রকাশনা বিভাগ, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম বিভাগ ও রংপুর মহানগর শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান। অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ। এছাড়াও দেশ-বিদেশ থেকে ইসলামিক স্কলারগণ ও ইসলামী ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে সারাদেশের সদস্যবৃন্দ অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত বলেন, ছাত্রশিবির জাতির জন্য এক নিয়ামতপূর্ণ সংগঠনের নাম। প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা কুরআনকে বুকে ধারণ করে সময়ের বাঁকে বাঁকে সর্বোচ্চ ত্যাগের নজির পেশের মাধ্যমে আল্লাহর রহমতে আজ এ পর্যায়ে এসেছে। ইসলামী ছাত্রশিবির সময়ের পরিক্রমায় এমন একটি জায়গায় পৌঁছেছে যেন মনে হচ্ছে আজ আবার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন তাকওয়ার নিয়ামত সকলের ভাগ্যে জুটে না, যার কপালে জুটে সে বড়ই ভাগ্যবান। আজ ক্যাম্পাসগুলো সরকারি দলের ছাত্র সংগঠনের ক্যান্টনমেন্টে পরিনত হয়েছে। তারা মাদকসহ সকল অনৈতিকতার মধ্যে ডুবে আছে, তাই ছাত্রশিবিরকে আবার জেগে উঠতে হবে, নতুন করে ভাবতেও হবে। ইসলামী আন্দোলন সাময়িক সময়ের জন্য নয়, এটি একটি হীরার মুকুট; যে মাথা থেকে ফেলে দেয় সে সর্বহারা।

তিনি নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি, নব মনোনীত সেক্রেটারি জেনারেলসহ সকল পর্যায়ের জনশক্তিদের জন্য আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল, জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর নিকট দোয়ার আবেদন জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
1.2K viewsedited  09:32
ओपन / कमेंट
2021-12-30 12:32:32
1.1K views09:32
ओपन / कमेंट
2021-12-16 20:36:50 বিজয়ের ৫০ বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীর শুভেচ্ছা বক্তব্য
1.7K views17:36
ओपन / कमेंट
2021-12-15 17:56:45
✿✿ বিজয়ের ৫০ বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচি ✿✿

বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা।
যদ্ধাহত অসচ্ছল পরিবারকে সহযোগিতা প্রদান।
বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের সংবর্ধনা প্রদান।
মক্তিযোদ্ধা পরিবারের সাথে যোগাযোগ।
মক্তিযোদ্ধা সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
মক্তিযোদ্ধা পরিবারে ফ্রি চিকিৎসা প্রদান।
দরিদ্র ও মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
রচনা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা।
সবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ।
ফরি ব্লাড গ্রুপিং ও ফ্রি ব্লাড ডোনেশন প্রোগ্রাম।
মেডিকেল ক্যাম্প।
শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর ও দেয়ালিকা প্রকাশ।
বিজয় সংগীত ও ভিডিও ডকুমেন্টারি প্রকাশ।
শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল।
393 views14:56
ओपन / कमेंट
2021-12-10 19:35:22 গ্রেপ্তারকৃত শিবির নেতৃবৃন্দকে জড়িয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের বানোয়াট এবং ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গ্রেপ্তারকৃত শিবির নেতৃবৃন্দকে জড়িয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের মিথ্যাচার এবং ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, দেশের শীর্ষস্থানীয় নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাবিবুর রহমান ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন যে দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন তাতে আমরা বিস্মিত। এগুলো নিকৃষ্ট ও সুপরিকল্পিত মিথ্যাচার। র‍্যাব কর্মকর্তা তার পরিকল্পিত মিথ্যাচারে উল্লেখ করেছেন, শিবির নেতৃবৃন্দ সাম্প্রতিক নিরাপদ সড়ক আন্দোলন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা ও ডিজেলের মূল্যে বৃদ্ধির প্রতিবাদের কর্মসূচিতে উস্কানি দিয়েছেন। কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই তিনি সরকারের লেখা স্ক্রিপ্ট অনুযায়ী বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্যের সাথে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বা সত্যতার লেশমাত্র সম্পর্ক নেই। নেতৃবৃন্দের কাছ থেকে মোবাইল, ল্যাপটপকেও উদ্ধার দেখানো হয়েছে। অথচ তা একান্তই তাদের ব্যক্তিগত জিনিস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ পদে থেকে অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত নিরপরাধ নেতৃবৃন্দকে জড়িয়ে এমন বক্তব্য লজ্জাজনক এবং দায়িত্বহীনতার নিকৃষ্ট নজির। মূলত আপামর ছাত্রজনতার অংশগ্রহণ ও সমর্থনের যৌক্তিক ও ন্যায্যদাবী নিরাপদ সড়ক আন্দোলনকে বিতর্কিত করা এবং অযৌক্তিকভাবে ডিজেলের দাম বৃদ্ধি করে জনগণকে নিষ্পেষণের বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে তিনি সরকারের নির্দেশনা মোতাবেক এ বক্তব্য দিয়েছেন। দেশবাসীর কাছে পরিষ্কার যে আওয়ামী সরকার তাদের প্রতি মানুষের সীমাহীন ধিক্কার ও ঘৃণাকে আড়াল করতে তার মতো কিছু দলীয় পুলিশ-র‍্যাব কর্মকর্তাদের ব্যবহার করছে।

আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ছাত্রশিবির নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সাধারণ ছাত্রদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। যে কোনো যৌক্তিক, ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রশিবিরের অবস্থান পরিষ্কার। ছাত্রশিবিরের নেতাকর্মীরা নিজেরাই নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষে ও ডিজেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে। যার স্বাক্ষী এদেশের আপামর ছাত্রজনতা।

শিবির নেতৃবৃন্দ বলেন, কোনো গোষ্ঠীর ক্রীড়নক হয়ে দায়িত্ব ভুলে মিথ্যাচার করা পবিত্র দায়িত্বের প্রতি চরম প্রতারণা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ পদে বসা ব্যক্তিই যদি এমন দায়িত্বহীন ভূমিকা পালন করেন তাহলে তার অধস্তনদের ভূমিকা কী হবে তা নিয়ে জাতি শঙ্কিত। জাতি আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়। এমন দায়িত্বহীন ভূমিকা অব্যাহত রাখলে জনগণের অনাস্থা ছাড়া তারা আর কিছুই অর্জন করতে পারবে না। যা কোনো ভাবেই কাঙ্ক্ষিত নয়।

নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলার পবিত্র দায়িত্বে নিয়োজিত থেকে মিথ্যাচার না করতে এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
3.5K views16:35
ओपन / कमेंट
2021-12-10 19:35:11
2.9K views16:35
ओपन / कमेंट
2021-12-10 11:26:29
ছাত্রদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পরিবেশনায় গান

'ছাত্র'
কথা ও সুর : শফিক আদনান



3.7K views08:26
ओपन / कमेंट
2021-12-09 18:31:44 ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ও প্রচার সম্পাদকসহ ৫ জনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার আহবান জানিয়ে ছাত্রশিবিরের বিবৃতি

রাজধানীর স্বামীবাগে ছাত্রশিবিরের একটি মেস থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ও প্রচার সম্পাদকসহ ৫ জন ছাত্রনেতাকে বিনা কারণে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মু্ক্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, সরকারের চলমান লজ্জাজনক অবস্থান আড়াল করার জন্য সুপরিকল্পিতভাবে কোন কারণ ছাড়াই আবাসস্থল থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ও প্রচার সম্পাদককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এভাবে বাসা থেকে শিবির নেতৃবৃন্দকে গ্রেপ্তারের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। মূলত সরকারের মন্ত্রী এমপিদের নিকৃষ্ট আচরণ এবং বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় খুনি ছাত্রলীগ সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড ও কারাদণ্ডের রায় নিয়ে সারাদেশে যখন নিন্দা ও ঘৃণার ঝড় উঠেছে তখন এমন লজ্জাজনক চিত্র থেকে দেশবাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই নিরাপরাধ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে সরকার। আমরা এ দায়িত্বহীন অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও তাদের নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। অবিলম্বে তাদের মুক্তি দিয়ে শুভ বুদ্ধির পরিচয় দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
1.9K views15:31
ओपन / कमेंट