Get Mystery Box with random crypto!

Bangladesh Islami Chhatrashibir

टेलीग्राम चैनल का लोगो bangladeshislamichhatrashibir — Bangladesh Islami Chhatrashibir B
टेलीग्राम चैनल का लोगो bangladeshislamichhatrashibir — Bangladesh Islami Chhatrashibir
चैनल का पता: @bangladeshislamichhatrashibir
श्रेणियाँ: धर्म
भाषा: हिंदी
ग्राहकों: 13.62K
चैनल से विवरण

Official Telegram Channel of Bangladesh Islami Chhatrashibir.
Social Media Link :
Facebook : www.fb.com/bangladeshislamichhatrashibir
Twitter : www.twitter.com/info_shibir
Youtube : www.youtube.com/IslamiChhatrashibir

Ratings & Reviews

2.50

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

1

2 stars

1

1 stars

0


नवीनतम संदेश 26

2021-11-23 18:06:30 ☆ ☆ জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২১ ☆ ☆

পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা
--------------------------------------------------

➠ পরীক্ষার তারিখ ও সময় :
২৬ নভেম্বর ২০২১ (শুক্রবার) সকাল ১০টা-১১টা।

➠ সিরাত পাঠ প্রতিযোগিতার গ্রুপ ও বিষয় :
⇢ ক গ্রুপ-
দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ছাত্র
বই : রসূলুল্লাহর (সা.) বিপ্লবী জীবন
লেখক : আবু সলীম মুহাম্মদ আবদুল হাই
প্রকাশনী : খায়রুন প্রকাশনী
⇢ খ গ্রুপ-
স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র
বই : মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ (সা.)
লেখক : নঈম সিদ্দিকী
প্রকাশনী : শতাব্দী/বইমেলা প্রকাশনী

➠ পরীক্ষায় অংশগ্রহণের লিংক-
ক গ্রুপ : https://tinyurl.com/SiratPath21GroupKa
খ গ্রুপ : https://tinyurl.com/SiratPath21GroupKha

➠ প্রতিযোগিতার নিয়মাবলি :
⇢ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ ও সময় : ২৫ নভেম্বর ২০২১, রাত ১০টা।
রেজিস্ট্রেশন লিংক : http://siratpath21reg.shibir.org.bd
⇢ পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় : ৬০ মিনিট। মোট প্রশ্ন : ১০০টি। পূর্ণমান : ১০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
⇢ পরীক্ষায় লগ ইন করতে রেজিস্ট্রেশনের সময়ে পরীক্ষার্থীর পক্ষ থেকে প্রদান করা ৬ অঙ্কের পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। সঠিক পাসওয়ার্ড ছাড়া পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
⇢ পরীক্ষা পদ্ধতিতে কোনো টাইমার অপশন থাকবে না। তাই যথাসময়ে পরীক্ষা সম্পন্ন করতে ঘড়ির সহযোগিতা নেওয়া প্রয়োজন।
⇢ পরীক্ষা দিতে জিমেইলে লগিন থাকার প্রয়োজন নাই। তবে কারিগরি ত্রুটির কারণে পরীক্ষা চলাকালীন প্রদানকৃত উত্তরগুলো হারানোর শঙ্কা থাকলে জিমেইলে লগিন করে পরীক্ষা দেওয়া যেতে পারে। এতে পরীক্ষার্থীর জন্য ভালো হবে।
⇢ পরীক্ষা সাবমিট করার আগ পর্যন্ত যেকোনো উত্তর এডিট করা যাবে। সাবমিট করা সম্পন্ন হলে এডিট করার আর সুযোগ থাকবে না।
⇢ নির্দিষ্ট সময়ের মধ্যে (৬০মিনিট) সাবমিট করে পরীক্ষা সম্পন্ন করতে হবে। সাবমিট করতে না পারলে পরীক্ষা গৃহীত হবে না।
⇢ মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবসহ ইন্টারনেট সাপোর্ট করে এমন যেকোনো ডিভাইস দিয়ে পরীক্ষা দেওয়া যাবে। তবে ল্যাপটপ ও ডেস্কটপ থেকে পরীক্ষা দেওয়া বেশি সুবিধাজনক। মোবাইল ও ট্যাবে কোনো অবস্থাতেই অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করা যাবে না, গুগল ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করতে হবে। তবে গুগল ক্রোম ব্যবহার করাই উত্তম।
⇢ ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ : ৫ ডিসেম্বর ২০২১।

➠ পরীক্ষা দেওয়ার পদ্ধতি :
১. প্রথমে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে নিজ গ্রুপের যথাযথ লিংকে প্রবেশ করুন।
২. প্রয়োজনীয় তথ্যগুলোর সাথে রেজিস্ট্রেশনের সময়ে দেওয়া পাসওয়ার্ডটি দিন। এরপর Next এ ক্লিক করুন।
৩. এরপর নির্দেশনা সম্বলিত পেইজ ওপেন হবে। নির্দেশনাটি ভালো করে পড়ে Next এ ক্লিক করুন।
৪. সবগুলো প্রশ্ন (১০০টি ) এক পেইজেই প্রদর্শিত হবে। অপশনগুলোর বাম পাশে ক্লিক করে সঠিক উত্তর বাছাই করতে হবে।
৫. ১০০টি প্রশ্ন প্রদর্শিত হওয়ার পর Submit বাটন আসবে। তাতে ক্লিক করলে পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে।
৬. সর্বশেষ ধন্যবাদ সম্বলিত পেইজ দেখতে পেলে আপনার পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হবেন।

➠ কারিগরি ত্রুটি দূরীকরণে করণীয় :
⇢ ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা।
⇢ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা।
⇢ মোবাইল ব্যবহার করলে ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ রাখা।
⇢ অপেরা মিনি ব্রাউজার ব্যবহার না করা, গুগল ক্রোম বা ফায়ারফক্স ব্যবহার করা।
⇢ জিমেইলে লগিন অবস্থায় থাকা।
⇢ পরীক্ষা চলাকালীন অন্য কোনো লিংকে ক্লিক না করা।
⇢ পরীক্ষা চলাকালীন রিলোড না দেওয়া।
⇢ পরীক্ষা শেষ হওয়ার আগে ব্রাউজার ক্লোজ না করা।

➠ বিজয়ী নির্ধারণের প্রক্রিয়া :
১. সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পরীক্ষার্থী ধারাবাহিকভাবে মেধা তালিকায় ওপর থেকে নিচে অবস্থান করবেন।
২. প্রাপ্ত নম্বর সমান হয়ে গেলে যার ভুল উত্তরের সংখ্যা কম হবে তিনি মেধাক্রমে ওপরে থাকবেন।
৩. প্রাপ্ত নম্বর ও ভুল উত্তর সংখ্যা সমান হলে যিনি কম সময়ে উত্তর দিয়েছেন তিনি মেধাক্রমে ওপরে স্থান পাবেন।
1.2K views15:06
ओपन / कमेंट
2021-11-23 18:06:20
1.0K views15:06
ओपन / कमेंट
2021-11-21 12:19:48 শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবির প্রতি সমর্থন জানিয়ে ছাত্রশিবিরের বিবৃতি

শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবির প্রতি সমর্থন এবং শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের খারাপ আচরণের প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, আগামী বাংলাদেশের কর্ণধার শিক্ষার্থীদের প্রতি সরকার ও পরিবহন কর্তৃপক্ষের দায়িত্বহীন আচরণ জাতির জন্য চরম লজ্জার বিষয়। সম্প্রতি যানবাহনে হাফ ভাড়ার দাবিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং বহু আগে থেকেই প্রতিষ্ঠিত। কিন্তু ডিজেলের দাম বৃদ্ধির পর নতুন করে ২৭% বেশি ভাড়া নির্ধারণের সুযোগে পরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে পুরো ভাড়া আদায় করা হচ্ছে। বাসে নিয়মিত হয়রানির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বাসে উঠতে দেওয়া হচ্ছে না। ডিজেলের মূল্যবৃদ্ধির অজুহাতে বাস শ্রমিকদের দুর্ব্যবহার আরো বেড়ে গেছে। হাফ ভাড়া নেওয়ার পরিবর্তে তাদের সাথে অশোভন আচরণে অতিষ্ঠ সাধারণ শিক্ষার্থীরা। গাড়ি থেকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। ভাড়া বাড়ানোর পর থেকে শ্রমিকদের অশোভন আচরণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। অথচ শুধু বাংলাদেশ নয় বরং প্রতিবেশী দেশ ভারতসহ পৃথিবীর প্রায় সব দেশেই যানবাহনে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে লজ্জাজনক চিত্র দেখতে হচ্ছে। প্রতিদিনই শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এসব ঘটনা সকল গণমাধ্যমে নিয়মিত প্রচার হচ্ছে। কিন্তু সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অদৃশ্য কারণে এমন গুরুত্বপূর্ণ বিষয়টিকে পাশ কাটিয়ে যাচ্ছে। দেশের লাখো শিক্ষার্থীদের প্রতি সরকারের এড়িয়ে যাওয়া মনোভাব এটাই প্রমাণ করে যে, শিক্ষার্থীদের প্রতি তাদের ন্যূনতম কোনো দায়বদ্ধতা নেই।

ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, সরকার বরাবরই শিক্ষার্থীদের সাথে বিমাতাসুলভ আচরণ করে আসছে। করোনাকালে সব কিছু স্বাভাবিকভাবে চললেও সরকারের নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাকেন্দ্রিক সকল কার্যক্রম দীর্ঘ দিন বন্ধ ছিলো। সে সময়ে শিক্ষার্থীদের ভয়াবহ বিপর্যয় ও দুর্দশার কথা কারো অজানা নয়। অসংখ্য শিক্ষার্থীর শুধু পড়াশোনারই ক্ষতি হয়নি বরং তারা মানবেতর জীবন যাপন করেছে। শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাও কারো অজানা নয়। করোনা পরিস্থিতিতে সরকার শিক্ষার্থীদের সাথে যে আচরণ করেছে তা ছাত্রসমাজ, অভিভাবক ও বিবেক সম্পন্ন প্রতিটি নাগরিকের হৃদয়ে আঘাত লেগেছে। সেই ক্ষতির বলয় থেকে শিক্ষার্থীরা এখনো বের হতে পারেনি। তার মধ্যেই শিক্ষার্থীদের পরিবহন ভাড়া না কমিয়ে তাদের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে। কোনোভাবেই শিক্ষার্থীদের সাথে এমন আচরণ মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীদের দাবি ন্যায্য, যুক্তিসংগত ও জনসমর্থিত। শিক্ষার্থীদের এ দাবির প্রতি আমরা অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি।

ছাত্রশিবির নেতৃবৃন্দ হুশিয়ার করে বলেন, সব রকম সামর্থ্য ও সুযোগ থাকার পরও করোনাকে পুঁজি করে এদেশের লাখো শিক্ষার্থীর অপূরণীয় ক্ষতি করা হয়েছে। এখন শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করতে না করতেই তাদের প্রতি অমানবিক আচরণ শুরু হয়েছে। শিক্ষার্থীদের প্রতি অব্যাহত দায়িত্বহীন ও অমানবিক আচরণ মেনে নেওয়া হবে না। অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।

ছাত্রশিবির নেতৃবৃন্দ সারা দেশের সকল পরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করার আহবান জানান।
1.3K views09:19
ओपन / कमेंट
2021-11-21 12:19:43
1.2K views09:19
ओपन / कमेंट
2021-11-13 17:00:52
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিক দু'আ ও শুভকামনা রইল।
1.8K viewsedited  14:00
ओपन / कमेंट
2021-11-13 16:27:38 ☆ ☆ জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২১ ☆ ☆

“নিশ্চয়ই রাসূল ﷺ এর জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ”- কুরআনের এই আয়াতকে সামনে রেখে তরুণ ছাত্রসমাজকে রাসূল ﷺ এর আদর্শে উজ্জীবিত করে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। তাই পবিত্র মাহে রবিউল আউয়ালকে সামনে রেখে রাসূলুল্লাহ ﷺ এর জীবন সম্পর্কে ভালোভাবে জানা ও মানার স্বার্থে নানাবিধ কর্মসূচির অংশ হিসেবে সাধারণ ছাত্রদের জন্য দেশব্যাপী "জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২১" আয়োজন করা হয়েছে।

➠ রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি : ২৫ নভেম্বর ২০২১ | রাত ১০টা পর্যন্ত

➠ পরীক্ষার তারিখ ও সময় : ২৬ নভেম্বর ২০২১ | সকাল ১০টা-১১টা

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করুন : http://siratpath21reg.shibir.org.bd

➠ সিরাত পাঠ প্রতিযোগিতার গ্রুপ ও বিষয় :
⇢ ক গ্রুপ :
দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ছাত্র
বই : রসূলুল্লাহর (সা.) বিপ্লবী জীবন
লেখক : আবু সলীম মুহাম্মদ আবদুল হাই
প্রকাশনী : খায়রুন প্রকাশনী
⇢ খ গ্রুপ :
স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র
বই : মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ (সা.)
লেখক : নঈম সিদ্দিকী
প্রকাশনী : শতাব্দী/বইমেলা প্রকাশনী

➠ পুরস্কারসমূহ- (গ্রুপভিত্তিক)
প্রথম পুরস্কার : ল্যাপটপ, ক্রেস্ট ও সনদ
দ্বিতীয় পুরস্কার : ২০,০০০/- (বিশ হাজার টাকা), ক্রেস্ট ও সনদ
তৃতীয় পুরস্কার : ১৫,০০০/- (পনেরো হাজার টাকা), ক্রেস্ট ও সনদ
চতুর্থ পুরস্কার : ১০,০০০/- (দশ হাজার টাকা), ক্রেস্ট ও সনদ
পঞ্চম পুরস্কার : ৭,০০০/- (সাত হাজার টাকা), ক্রেস্ট ও সনদ

➠ পরীক্ষা পদ্ধতি :
এমসিকিউ পদ্ধতিতে অনলাইনে অনুষ্ঠিত হবে।
মোট প্রশ্ন- ১০০টি, মোট সময়- ১ ঘণ্টা

➠ প্রতিযোগিতার নিয়মাবলি :
১. প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অবশ্যই নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন করতে হবে।
২. রেজিস্ট্রেশনের সময় পরবর্তী পৃষ্ঠায় একটি ৬ অঙ্কের পাসওয়ার্ড প্রদান করতে হবে, যেটি পরীক্ষার সময় প্রতিযোগীর পরিচয় নিশ্চিত করতে চাওয়া হবে।
৩. রেজিস্ট্রেশন ফরম সাবমিট করার পর ফরমেই "জাযাকাল্লাহ। আপনার রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন হয়েছে।" লেখাটি দেখে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হবেন।
৪. পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ২৩ নভেম্বর রাত ৯টায় অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া হবে।
2.1K views13:27
ओपन / कमेंट
2021-11-13 16:24:51
1.9K views13:24
ओपन / कमेंट
2021-11-02 10:25:05 শহীদ মুহাম্মদ শাহজাহান আলী’র পিতার ইন্তেকালে শিবিরের শোক

ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্র, পিপুলিয়া কামিল মাদরাসার নির্বাচিত সাবেক জিএস ও ছাত্রশিবিরের ১৩০তম শহীদ মুহাম্মদ শাহজাহান আলী’র শ্রদ্ধেয় পিতা মুহাম্মদ সিরাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবিরের ১৩০তম শহীদ মুহাম্মদ শাহজাহান আলী’র শ্রদ্ধেয় পিতা মুহাম্মদ সিরাজুল ইসলাম আজ ১ নভেম্বর ভোর ৫টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবক থেকে বঞ্চিত হলো। প্রিয় সন্তান শহীদ শাহজাহান আলীকে হারিয়েও তিনি ছিলেন দ্বীনের পথে অবিচল। শাহজাহান আলীর শহীদ হওয়ার পর তিনি বলেছিলেন, ‘আজ সন্তান হারিয়ে আমি বাকরুদ্ধ। আমার সন্তানের লাশ আমাকে কবরে শায়িত করতে হল। তারপরও আমি গর্ব বোধ করি আমি শহীদের পিতা। আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন আমার ছেলেকে শহীদ হিসেবে কবুল করে নেয় এবং তার রেখে যাওয়া সংগঠনটি কে যেন হেফাজত করে এই দোয়া করছি’। তিনি নিজেও ইসলামী আন্দোলনের সাথে আমৃত্যু সম্পৃক্ত ছিলেন। শহীদের গর্বিত পিতা হিসেবে তিনি দ্বীনের বিজয়ের জন্য স্বপ্ন দেখে গিয়েছেন জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত। আমাদের জন্য তিনি ছিলেন প্রেরণা। ছাত্রশিবিরের প্রতি তাঁর ভালবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা ছাত্রশিবির নেতাকর্মীরা কোন দিন ভুলবে না। তাঁকে হারিয়ে ছাত্রশিবিরের সকল জনশক্তি আজ শোকাহত।

আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, ২০০৬ সালের ২ নভেম্বর কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা সদরের রেল গেইট এলাকায় সন্ত্রাসী বাহিনীর গুলিতে নির্মম ভাবে শাহাদাত বরণ করেন শহীদ মুহাম্মদ শাহজাহান আলী।
3.6K viewsedited  07:25
ओपन / कमेंट
2021-11-02 10:24:50
3.0K views07:24
ओपन / कमेंट
2021-10-29 19:37:32 ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী'২১ নিয়ে ডকুমেন্টারি
2.3K views16:37
ओपन / कमेंट