Get Mystery Box with random crypto!

Bangladesh Islami Chhatrashibir

टेलीग्राम चैनल का लोगो bangladeshislamichhatrashibir — Bangladesh Islami Chhatrashibir B
टेलीग्राम चैनल का लोगो bangladeshislamichhatrashibir — Bangladesh Islami Chhatrashibir
चैनल का पता: @bangladeshislamichhatrashibir
श्रेणियाँ: धर्म
भाषा: हिंदी
ग्राहकों: 13.62K
चैनल से विवरण

Official Telegram Channel of Bangladesh Islami Chhatrashibir.
Social Media Link :
Facebook : www.fb.com/bangladeshislamichhatrashibir
Twitter : www.twitter.com/info_shibir
Youtube : www.youtube.com/IslamiChhatrashibir

Ratings & Reviews

2.50

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

1

2 stars

1

1 stars

0


नवीनतम संदेश

2022-08-30 15:51:39 বাগেরহাটে শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা এবং পুলিশের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি, সেক্রেটারিসহ নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা এবং পুলিশের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান বলেন, সরকার ও প্রশাসনের সরাসরি মদদে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ সন্ত্রাসীরা। গত ২৭শে আগস্ট খান জাহান আলী মাজার মোড়ে দাঁড়িয়ে থাকা ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি মো. আরিফ শেখ, সেক্রেটারি মাহফুজুর রহমান আকন্দ, প্রকাশনা সম্পাদক জায়েদ হাসানের ওপর কোন কারণ ছাড়াই হামলা করে ছাত্রলীগ সন্ত্রাসীরা। হামলায় নেতৃত্ব দেয় সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ পিয়াস। এসময় সন্ত্রাসীরা ছাত্রশিবিরের একটি মোটরসাইকেল ভেঙ্গে ফেলে। পরে সদর থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগ সন্ত্রাসীরা আবারও হামলা চালায় শিবির নেতৃবৃন্দের ওপর। কিন্তু পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো হামলার শিকার জেলা সভাপতি মো. আরিফ শেখকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রশাসনের সামনেই জঙ্গিবাদী ছাত্রলীগ সারাদেশে নিরপরাধ ছাত্রজনতার ওপর মধ্যযুগীয় বর্বরতা চালাচ্ছে। এতে আবারও প্রমাণ হয়েছে, জনগণের নিরাপত্তা নয় বরং ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের নির্দেশনা মোতাবেক নিরপরাধ ছাত্রদের নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানি করে বিরোধী মতের ছাত্রদের জীবন ধ্বংস করাকেই পুলিশ তাদের প্রধান কর্ম হিসেবে নিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনটি ক্যাম্পাসসহ সারাদেশে খুন, হামলা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, ইভটিজিং, র‌্যাগিংসহ নানাবিধ অপকর্ম করে যাচ্ছে। আর বরাবরই পুলিশ নীরব ভূমিকা পালনের মাধ্যমে ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যক্রমে মদদ যুগিয়েছে। সাধারণ ছাত্রদের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলা ও নির্যাতন ছাত্রসমাজ মেনে নেবে না। অবিলম্বে হামলার সাথে জড়িত চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেইসাথে গ্রেপ্তারকৃত জেলা সভাপতি আরিফ শেখকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
752 views12:51
ओपन / कमेंट
2022-08-30 15:51:29
728 views12:51
ओपन / कमेंट
2022-08-29 17:50:21
আমার কাছে এটা কোনো বিষয় নয় যে, আমি কোথায় মরতে যাচ্ছি এবং কীভাবে যালিমরা আমার মৃত্যুদণ্ড দেবে। আমিতো এতেই সন্তুষ্ট যে, আমি আল্লাহর একজন অনুগত বান্দা হিসাবে শাহাদতের পেয়ালা পান করতে যাচ্ছি।

-সাইয়্যেদ কুতুব শহীদ (রহ.)
[৮ অক্টোবর ১৯০৬- ২৯ আগস্ট ১৯৬৬]
1.8K views14:50
ओपन / कमेंट
2022-08-29 16:55:45 বিশেষ অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আমাদের সমাজে অন্যায় অবিচার জুলুম অমানবিকতার ধারা অব্যাহত আছে। ফলে মানুষই অন্য মানুষকে নির্বিচারে খুন, গুম ও নির্মম নির্যাতন করছে কিন্তু তাদের বিবেকে বাঁধছে না। ৯০ ভাগ মুসলমানের দেশে জাহেলিয়াতের সংস্কৃতি মদকে বৈধতা দেয়া হয়েছে। সাথে সাথে মদের প্রতিক্রিয়া নগ্নতা, বিশৃঙ্খলা, বেহায়াপনাকেও বৈধতা দেয়া হয়েছে। এর মাধ্যমে জাতিকে অনৈতিকতার স্রোতে ভাসিয়ে দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ জাহেলি সমাজ ব্যবস্থা পরিবর্তনে একটি সংগ্রাম দরকার। ছাত্রশিবির সেই সংগ্রামেরই নাম যারা কুরআনকে ধারন করে। এ নিকষ অন্ধকার থেকে ছাত্রসমাজকে কুরআনের আলোর পথ দেখাতে ছাত্রশিবিরের প্রচেষ্টাকে আরো গতিশীল করতে হবে। এ জন্য ছাত্রশিবিরের সাথীদের চারিত্রিক, নৈতিক ও ঈমানী শক্তিতে বলিয়ান হতে হবে।

সভাপতির বক্তব্যে রাশেদুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী খিলাফত কায়েমের দায়িত্ব আমরা পালন করছি। যে দায়িত্ব স্বয়ং আল্লাহ তায়ালা আমাদের দিয়েছেন। শুরুতে কয়েকটি পা দিয়ে যে কাফেলা যাত্রা শুরু করেছিল সে কাফেলা আজ মেধাবীদের এক বিশাল মিছিলে পরিণত হয়েছে। শহীদ সাব্বির, শহীদ হামিদের মিছিল আজ ২৩৪ জন শহীদের মিছিলে পরিণত হয়েছে। ৬ জন ভাইয়ের গুম ও অসংখ্য ভাইয়ের আহত, পঙ্গুত্ব আমাদের জন্য প্রেরণা। এ প্রেরণা নিয়েই আমরা কাজ করে চলেছি। ইসলামী আন্দোলন মানেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সর্বাত্বক প্রচেষ্টার নাম। সন্তুষ্টচিত্তে এ প্রচেষ্টায় আমাদের অটল থাকতে হবে। ছাত্রশিবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুস্বরণ করে এগিয়ে চলেছে। আমরা সচেতনতার সাথে আমাদের পথ, লক্ষ্য ও সফলতার প্রতি পূর্ণ আস্থাশীল। কাঙ্ক্ষিত নেতৃত্বের শুন্যতা পূরণে ইসলামের যথার্য জ্ঞান অর্জন, দক্ষতা অর্জন, দূরদর্শী হওয়া ও নিজেকে সত্যের সাক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, দেশের ছাত্রসমাজ নানাভাবে অমানিশার অন্ধকারের দিকে ছুটছে। এ ভয়াবহ পরিস্থিতি থেকে ছাত্রসমাজকে রক্ষার একমাত্র পথ তাদের কাছে ইসলামের আদর্শের আলোকবর্তিকা নিয়ে হাজির হওয়া। ইসলামী আদর্শই হচ্ছে ছাত্রশিবিরের আদর্শ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা ইসলামকে মেনে চলতে পারছি কি না তা সচেতনতার সাথে খেয়াল রাখতে হবে। প্রত্যেক ছাত্রের কাছে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। কোনো অহেতুক বিচরণ নয় বরং সোশ্যাল মিডিয়াকে ইসলামের জন্য ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, আমাদের সকল কর্মকান্ডের মূল ভিত্তি হতে হবে আল কুরআন আর মূল লক্ষ্য উদ্দেশ্যে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
1.8K viewsedited  13:55
ओपन / कमेंट
2022-08-29 16:55:45 উত্তম চরিত্র ও মেধার সমন্বয়ে কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরি করতে হবে
- ডা. শফিকুর রহমান, আমীরে জামায়াত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি সৎ, যোগ্য ও আদর্শিক নেতৃত্বের অভাব গভীরভাবে অনুভব করছে। এ নেতৃত্বের শুন্যতা পূরণে ছাত্রশিবিরকে উত্তম চরিত্র ও মেধার সমন্বয়ে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে হবে।

তিনি রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত ‘সাথী সম্মেলন ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমানের পরিচালনায় অধিবেশনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, মতিউর রহমান আকন্দ, নূরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন, ইয়াসিন আরাফাত ও সালাহউদ্দিন আইউবী। এসময় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমীরে জামায়াত বলেন, ছাত্রশিবির আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য একটি নেয়ামত। এ সংগঠন আল্লাহর মাগফিরাত আর জান্নাতের দিকে ডাক দিয়ে যাচ্ছে। ছাত্রশিবির রক্ত আর ত্যাগের ইতিহাসকে সাথে নিয়ে এগিয়ে চলেছে। চলার পথে কাফেলার অনেক সাথী রক্তমাখা পোষাকে মহান প্রভুর দরবারে হাজির হয়েছে। শহীদদের ও তাদের স্বজনদের অনেক স্বপ্ন ছিলো। কিন্তু শহীদেরা সকল স্বপ্ন আল্লাহর জন্য কুরবানী করে দিয়েছে। তারা আমাদের প্রেরণার মিনার। শহীদদের রেখে যাওয়া আমানতের হেফাজতকারী ব্যক্তিগতভাবে আমরা সবাই আর সমষ্টিগতভাবে সংগঠন। এ সংগঠন চলার বাঁকে বাঁকে বহু প্রতিকূলতা পেরিয়ে এ পর্যন্ত এসেছে। এখনো প্রতিবন্ধকতা আছে। কিন্তু আমাদের বিশ্রামের সুযোগ নেই। দাওয়াত অব্যাহত রাখতে হবে এবং সংগঠন বিস্তৃতির কাজে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। মহান আল্লাহ আমাদের সাথে আছেন।

তিনি বলেন, সময়ের আবর্তনে আমাদের মধ্যে নিত্য নতুন সমস্যা তৈরি হয়েছে। অনেকে সোশ্যাল মিডিয়ার সংক্রমণে আক্রান্ত হচ্ছে। অনেকে জীবনের মূল্যবান সময়গুলো মূল্যবান কাজে না লাগিয়ে অযথা নষ্ট করে দেন। ফলে অনেকের আমলে ঘাটতি হচ্ছে। মহান আল্লাহ তায়ালা যৌবনকালের হিসেব কঠিনভাবে আদায় করবেন। এ সময়টা দুনিয়া ও আখিরাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময় সমাজ পরিবর্তনের মূল নিয়ামক ছিলেন যুবকরা। যারা দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম ও আখিরাতে আল্লাহর সন্তুষ্টি কামনা করতেন। এ জন্য তারা সর্বোচ্চ ত্যাগ শিকার করেছেন। ময়দানের যোদ্ধা ছিলেন আর শেষ রাতে মহান রবের ইবাদতে মগ্ন থাকতেন। আমরা তাদেরই উত্তরসূরী। একটি জাতিকে নেতৃত্ব দিতে হলে মেধাবী নেতৃত্বের প্রয়োজন। এজন্য উত্তম চরিত্র ও মেধার সমন্বয় করতে হবে। মসজিদগুলোকে ক্যাম্পাসে পরিণত করতে হবে। বেনামাজিকে নামাজি বানাতে হবে। পুরো সমাজে ইসলামের আবাদ করতে হবে। এভাবেই আমরা পুরো বাংলাদেশে কুরআনের গোলাপ ফুটাবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইসলামী ছাত্রশিবির একটি বিপ্লবী চেতনার নাম। যে চেতনার ভিত্তি মহান আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গাইডবুক আল কুরআন। ছাত্রশিবির সেই বিপ্লবের কথা বলে যে বিপ্লব ঘুণে ধরা সমাজকে ভেঙ্গে দিবে, মিথ্যার দাফন করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে ও সকল সংকীর্ণতা তাড়িয়ে দিয়ে হেরার আলোকে উদ্ভাসিত করে তুলবে। সাথীদের মনে রাখতে হবে, তারা গতানুগতিক কোন ছাত্রসংগঠনের জনশক্তি নয় বরং তারা সমাজ বিপ্লব ও সত্য প্রতিষ্ঠার কর্মী। মানুষ ছাত্রশিবিরের একজন সাথীর কাছে যে চেতনা, যোগ্যতা ও সাহসিকতা প্রত্যাশা করে তা অর্জনে সাথীরা সচেষ্ট হলে অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশে কাঙ্ক্ষিত ইসলামী বিপ্লব সংগঠিত হবে ইনশাআল্লাহ।জাহেলিয়াত, অন্যায়, মিথ্যা ও নিজের মধ্যে ইসলাম বিরোধী কিছু থাকলে আমরা তা মানি না। পরিবর্তনের শুরু হবে নিজ থেকে এবং তা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হবে সমাজ ও রাষ্ট্রে। সুতরাং ছাত্রশিবিরের সাথীদের নৈতিকতা, আদর্শ ও চরিত্রের দিক থেকে অনন্য ব্যক্তিত্ব হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
1.6K views13:55
ओपन / कमेंट
2022-08-29 16:55:30
1.3K views13:55
ओपन / कमेंट
2022-08-29 14:23:00
মিশরের উত্তরাঞ্চলের ধর্মপরায়ণ, আল্লাহ ভীরু কৃষক পরিবারে ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন মিশরের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুর্শিদে আ'ম সাইয়্যেদ কুতুব শহীদ (রহ.)। তাফসিরে ফি যিলালিল কুরআন, ইসলামী সমাজ বিপ্লবের ধারা তাঁর অনন্য কীর্তি।

কর্মজীবনে অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন, এরপরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুল ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত হন, যা তৎকালীন মিশরে সম্মানজনক পদবী ছিলো। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় আধুনিক শিক্ষাপদ্ধতি নিয়ে পড়াশোনা করার জন্য৷ তিন বছর পরে ফিরে আসেন, সেখানে থাকা অবস্থায় তিনি বাস্তুবাদী সমাজের দুরাবস্থা লক্ষ্য করেন। যখন বুঝলেন ইসলামই একমাত্র সমাধান তখন তিনি ইখওয়ানুল মুসলিমের আদর্শ, উদ্দেশ্য, কর্মসূচি যাচাই করে ১৯৪৫ সালে সদস্য হন।

এর পরবর্তীতে জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন বছরের পর বছর। তাঁকে নানা প্রস্তাব দেওয়া হয়েছিলো যা তিনি ঘৃণা ভরে প্রত্যাখান করেন। দ্বীনের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় তিনি দেননি। যার ফলশ্রুতিতে ১৯৬৬ সালের ২৯ আগস্ট জালিম সরকার ফাসি কার্যকর করে। তিনি শাহাদাতের অমিও সুধা পান করে আল্লাহর মেহমান হয়ে যান।
1.7K views11:23
ओपन / कमेंट
2022-08-29 13:45:32
সিঙ্গেল ডিজিট সংবর্ধনার আয়োজন করে ছাত্রশিবির নীলফামারী শহর শাখা।
1.6K views10:45
ओपन / कमेंट
2022-08-29 11:28:10
সদস্যদের আয়াত-হাদীস মুখস্থকরণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম।
1.8K views08:28
ओपन / कमेंट
2022-08-28 19:33:47 শহীদ আব্দুল মালেক ভাইকে নিয়ে বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর ড. মীর আকরামুজ্জামের স্মৃতিচারণ
3.3K viewsedited  16:33
ओपन / कमेंट