Get Mystery Box with random crypto!

মিশরের উত্তরাঞ্চলের ধর্মপরায়ণ, আল্লাহ ভীরু কৃষক পরিবারে ১৯০৬ স | Bangladesh Islami Chhatrashibir

মিশরের উত্তরাঞ্চলের ধর্মপরায়ণ, আল্লাহ ভীরু কৃষক পরিবারে ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন মিশরের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুর্শিদে আ'ম সাইয়্যেদ কুতুব শহীদ (রহ.)। তাফসিরে ফি যিলালিল কুরআন, ইসলামী সমাজ বিপ্লবের ধারা তাঁর অনন্য কীর্তি।

কর্মজীবনে অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন, এরপরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুল ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত হন, যা তৎকালীন মিশরে সম্মানজনক পদবী ছিলো। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় আধুনিক শিক্ষাপদ্ধতি নিয়ে পড়াশোনা করার জন্য৷ তিন বছর পরে ফিরে আসেন, সেখানে থাকা অবস্থায় তিনি বাস্তুবাদী সমাজের দুরাবস্থা লক্ষ্য করেন। যখন বুঝলেন ইসলামই একমাত্র সমাধান তখন তিনি ইখওয়ানুল মুসলিমের আদর্শ, উদ্দেশ্য, কর্মসূচি যাচাই করে ১৯৪৫ সালে সদস্য হন।

এর পরবর্তীতে জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন বছরের পর বছর। তাঁকে নানা প্রস্তাব দেওয়া হয়েছিলো যা তিনি ঘৃণা ভরে প্রত্যাখান করেন। দ্বীনের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় তিনি দেননি। যার ফলশ্রুতিতে ১৯৬৬ সালের ২৯ আগস্ট জালিম সরকার ফাসি কার্যকর করে। তিনি শাহাদাতের অমিও সুধা পান করে আল্লাহর মেহমান হয়ে যান।