Get Mystery Box with random crypto!

উচ্চ মাধ্যমিক আইসিটি অলিম্পিয়াড ২০২১ পরীক্ষা সংক্রান্ত বিস্তা | Bangladesh Islami Chhatrashibir

উচ্চ মাধ্যমিক আইসিটি অলিম্পিয়াড ২০২১

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা
----------------------------------------------
১। পরীক্ষা অনলাইনে হবে। পরীক্ষায় অংশগ্রহণের লিংক :
https://tinyurl.com/ICTOlympiad2021
২। পরীক্ষার তারিখ ও সময় :
২৪ সেপ্টেম্বর ২০২১ (শুক্রবার) সকাল ১০টা-১০:৪৫টা। প্রয়োজনীয় তথ্য পূরণের সুবিধার্থে সকাল ৯:৫৫টা থেকে লিংক ওপেন থাকবে।
৩। পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় : ৪৫ মিনিট। মোট প্রশ্ন : ৫০টি। পূর্ণমান : ৫০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
৪। পরীক্ষায় লগ ইন করতে রেজিস্ট্রেশনের সময়ে পরীক্ষার্থীর পক্ষ থেকে প্রদান করা ৬ অঙ্কের পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। সঠিক পাসওয়ার্ড ছাড়া পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
৫। পরীক্ষা পদ্ধতিতে কোনো টাইমার অপশন থাকবে না। তাই যথাসময়ে পরীক্ষা সম্পন্ন করতে ঘড়ির সহযোগিতা নেওয়া প্রয়োজন।
৬। পরীক্ষা দিতে জিমেইলে লগিন থাকার প্রয়োজন নাই। তবে কারিগরি ত্রুটির কারণে পরীক্ষা চলাকালীন প্রদানকৃত উত্তরগুলো হারানোর শঙ্কা থাকলে জিমেইলে লগিন করে পরীক্ষা দেওয়া যেতে পারে। এতে পরীক্ষার্থীর জন্য ভালো হবে।
৭। পরীক্ষা সাবমিট করার আগ পর্যন্ত যেকোনো উত্তর এডিট করা যাবে। সাবমিট করা সম্পন্ন হলে এডিট করার আর সুযোগ থাকবে না।
৮। নির্দিষ্ট সময়ের মধ্যে (৪৫ মিনিট) সাবমিট করে পরীক্ষা সম্পন্ন করতে হবে। সাবমিট করতে না পারলে পরীক্ষা গৃহীত হবে না।
৯। মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবসহ ইন্টারনেট সাপোর্ট করে এমন যেকোনো ডিভাইস দিয়ে পরীক্ষা দেওয়া যাবে। তবে ল্যাপটপ ও ডেস্কটপ থেকে পরীক্ষা দেওয়া বেশি সুবিধাজনক। মোবাইল ও ট্যাবে কোনো অবস্থাতেই অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করা যাবে না, গুগল ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করতে হবে। তবে গুগল ক্রোম ব্যবহার করাই উত্তম।
১০। ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২১।

পরীক্ষা দেওয়ার পদ্ধতি :
১। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে যথাযথ লিংকে প্রবেশ করুন।
২। আপনার নাম, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণি/বর্ষ, রেজিস্ট্রেশনের সময়ে দেওয়া পাসওয়ার্ড, মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা লিখুন। এরপর Next এ ক্লিক করুন।
৩। এরপর নির্দেশনা সম্বলিত পেইজ ওপেন হবে। নির্দেশনাটি ভালো করে পড়ে Next এ ক্লিক করুন।
৪। সবগুলো প্রশ্ন (৫০টি) এক পেইজেই প্রদর্শিত হবে। অপশনগুলোর বাম পাশে ক্লিক করে সঠিক উত্তর বাছাই করতে হবে।
৫। ৫০টি প্রশ্ন প্রদর্শিত হওয়ার পর Submit বাটন আসবে। তাতে ক্লিক করলে পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে।
৬। সর্বশেষ ধন্যবাদ সম্বলিত পেইজ দেখতে পেলে আপনার পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হবেন।

কারিগরি ত্রুটি দূরীকরণে করণীয় :
১। ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা।
২। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা।
৩। মোবাইল ব্যবহার করলে ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ রাখা।
৪। অপেরা মিনি ব্রাউজার ব্যবহার না করা, গুগল ক্রোম বা ফায়ারফক্স ব্যবহার করা।
৫। জিমেইলে লগিন অবস্থায় থাকা।
৬। পরীক্ষা চলাকালীন অন্য কোনো লিংকে ক্লিক না করা।
৭। পরীক্ষা চলাকালীন রিলোড না দেওয়া।
৮। পরীক্ষা শেষ হওয়ার আগে ব্রাউজার ক্লোজ না করা।

বিজয়ী নির্ধারণের প্রক্রিয়া :
১। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পরীক্ষার্থী ধারাবাহিকভাবে মেধা তালিকায় ওপর থেকে নিচে অবস্থান করবেন।
২। প্রাপ্ত নম্বর সমান হয়ে গেলে যার সঠিক উত্তরের সংখ্যা বেশি হবে তিনি মেধাক্রমে ওপরে থাকবেন।
৩। প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর সংখ্যা সমান হলে যিনি কম সময়ে উত্তর দিয়েছেন তিনি মেধাক্রমে ওপরে স্থান পাবেন।