Get Mystery Box with random crypto!

২০১০ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান ফিরে | আযযাম আল গালিব

২০১০ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান ফিরে এসে প্রেসিডেন্ট ওবামাকে বলেছিলেন, ‘আফগানিস্তানে আমরা কী করছি, এ কথা যদি দশজনকে জিজ্ঞাসা করো, তাহলে দশ রকম জবাব পাবে।’ তাঁর সে কথার প্রতিধ্বনি করে ওবামার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য ডগলাস লিউট মন্তব্য করেছিলেন, ‘পুরো ব্যাপারই পাগলামি। এখানে আমরা কী করছি, সে সম্বন্ধে আমাদের বিন্দু-বিসর্গ ধারণা নেই।’ প্রতিবেদনটি অনুসারে, ২০০৫ সাল নাগাদ মার্কিন সরকার আফগানিস্তানে নতুন রাষ্ট্রব্যবস্থা নির্মাণে সে দেশের মোট জাতীয় উৎপাদনের (জিডিপির) ৪৫ শতাংশ খরচ করছিল। (প্রথম আলো)