Get Mystery Box with random crypto!

আফগান বিপর্যয়ের কারণ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, সে দেশে | আযযাম আল গালিব

আফগান বিপর্যয়ের কারণ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, সে দেশের সৈন্যদের লড়াই করার কোনো ইচ্ছাই ছিল না। কথাটা ঠিক। যে সরকার তাদের চোখে বৈধ নয়, আফগানরা কেন তার জন্য লড়াই করবে? খ্যাতনামা মার্কিন ঐতিহাসিক অ্যান্ড্রু বিসেভিচ দ্য নেশন পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, আফগান সৈন্যরা, যাদের পেছনে এন্তার অর্থ ঢালা হচ্ছিল, তারা কখনোই বিশ্বাস করেনি যে মার্কিন মদদপুষ্ট এই সরকারের জন্য লড়াই করা বা তার জন্য জান দেওয়ার কোনো মানে হয়। বিসেভিচ মনে করেন, যে লক্ষ্যে আমেরিকা আফগানিস্তানে আসে—গণতন্ত্র, বহুপাক্ষিকতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা—সেটাই ভুল ছিল। নব্বই দশকের গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়নের পতন ও শীতল যুদ্ধে পশ্চিমের বিজয়ের ফলে মার্কিনদের মনে এ ধারণা জন্মে যে তাদের অর্থনৈতিক ও সামরিক ক্ষমতার জোরে তারা যেকোনো স্থানে—তা যত নিকটে বা দূরে হোক না কেন—নিজেদের পছন্দমতো শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সক্ষম। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্য, অধ্যাপক বিসেভিচের কথায় ‘হিউব্রিস’। (প্রথম আলো)