Get Mystery Box with random crypto!

WBCS Preliminary পরীক্ষার বিগত ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত আসা | MTS (MULTI TASKING STAFF 2023)

WBCS Preliminary পরীক্ষার বিগত ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত আসা জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলি উত্তরসহ দেওয়া আছে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও

০১. ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিং এর পরিমাণ কত ?

উত্তরঃ ৫.২০।
এরকম গুরত্বপূর্ন GK এবং প্রতিদিন ফ্রী MockTest দিতে আমাদের টেলিগ্রাম join করুন
https://t.me/JOBS_DESTINATION01
০২. সোনার ঘনত্ব রুপার তুলনায় অস্বাভাবিক বেশি, কারণ –

উত্তরঃ রুপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি।

০৩. সিটিবিটি শব্দটি কীসের সঙ্গে যুক্ত ?

উত্তরঃ পরমাণু অস্ত্রের সঙ্গে।

০৪. টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ?

উত্তরঃ মাইক্রো তরঙ্গ।

০৫. প্রোটিন শনাক্তকরণ পরীক্ষা কোনটি ?

উত্তরঃ বাই ইউরেট পরীক্ষা।

০৬. প্রাকৃতিক নির্বাচন বাদের প্রবক্তা কে ?

উত্তরঃ চার্লস ডারউইন।

০৮. জাইমেল কলা প্রধানত সংশ্লিষ্ট –

উত্তরঃ উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহণের সঙ্গে।

০৯. মূল, কান্ড ও পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহ হল –

উত্তরঃ শৈবাল।

১০. পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের কোন অংশে অবস্থান করে ?

উত্তরঃ অন্ত্র।

১১. ADH -এর অভাবে কোন রোগ হয় ?

উত্তরঃ ডায়াবেটিস ইনসিপিডাস।

১২. একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ?

উত্তরঃ আলফা কণা।

১৩. কোন রাশির একক ডাইন সেকেন্ড ?

উত্তরঃ বল।

১৪. বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে কি ব্যবহৃত হয় ?

উত্তরঃ রবারের আচ্ছাদন।

১৫. বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত কোন দ্রব্যের সাথে সম্পর্কিত ?

উত্তরঃ বেঞ্জিন।

১৬. ব্যক্তবীজী উদ্ভিদে ত্রি-নিষেক ঘটার ফলে কি প্রস্তুত হয় ?

উত্তরঃ শস্য।

১৭. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ?

উত্তরঃ সাতটি।

১৮. পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেসের উত্পত্তিস্থল হল –

উত্তরঃ রক্ত।

১৯. বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন ?

উত্তরঃ অনুদৈর্ঘ্য।

২০. রাডার কোন কাজে ব্যবহৃত ?

উত্তরঃ স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা, দিক বা দ্রুতি নির্ণয় করতে।

২১. কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক ?

উত্তরঃ গামা রশ্মি।

২২. আলোকবর্ষ কীসের একক ?

উত্তরঃ দূরত্ব।

২৩. বায়ুমন্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে ?

উত্তরঃ আর্গন।

২৪. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি ?

উত্তরঃ সোনা।

২৫. সাধারণত বাড়িতে বৈদ্যুতিক তারের সংযোগ কিভাবে থাকে ?

উত্তরঃ সমান্তরাল সজ্জা।

২৬. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি ?

উত্তরঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।

২৭. ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ?

উত্তরঃ সোডিয়াম কার্বনেট।

২৮. লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে ?

উত্তরঃ ফুলের মুকুল।

২৯. কোন রোগটি প্রোটিনের অভাবে হয় ?

উত্তরঃ কোয়াশিওরকর।

৩০. ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় ?

উত্তরঃ ডার্মাটাইটিস।

৩১. পাচিত খাদ্যের শোষন কোথায় হয় ?

উত্তরঃ ক্ষুদ্রান্ত্রে।

৩২. প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি ?

উত্তরঃ স্নায়ু কোষ।

৩৩. পৃথিবীতে যদি কোন বায়ুমন্ডল না থাকে, তবে পৃথিবী হয়ে উঠত –

উত্তরঃ ভীষণ শীতল।

৩৪. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোন বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির –

উত্তরঃ ওজন বাড়ে।

৩৫. রাসায়নিক ভাবে অ্যাসপিরিন হল –

উত্তরঃ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড।

৩৬. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে ?

উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার।

৩৭. কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না, সেটি হল –

উত্তরঃ HF.

৩৮. পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে কি বলা হয় ?

উত্তরঃ অটোগ্যামি।

৩৯. কোষ বিভাজনের সময় DNA কোথায় সংশ্লেষিত হয় ?

উত্তরঃ ইন্টারফেজে।

৪০. স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি ?

উত্তরঃ ১২ জোড়া।

৪১. গ্রাব কিসের লার্ভা ?

উত্তরঃ গুবরে পোকা।
এরকম গুরত্বপূর্ন GK এবং প্রতিদিন ফ্রী MockTest দিতে আমাদের টেলিগ্রাম join করুন
https://t.me/JOBS_DESTINATION01
৪২. ডারউইন ও ওয়ালেশ দু’জনেই অনুপ্রাণিত হন কার লেখা “An Essay on the Principles of Population” বইটি পাঠ করে ?

উত্তরঃ ম্যালথাস।

৪৩. কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় কোন কলা থেকে ?

উত্তরঃ আবরণী কলা।

৪৪. ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে ?

উত্তরঃ ম্যাগনেসিয়াম।

৪৫. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ কি ?

উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড।

৪৬. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?

উত্তরঃ হাইড্রোজেন।

৪৭. ওজোন স্তর ক্ষয়ের জন্য নীচের কোনটি দায়ী ?

উত্তরঃ ক্লোরোফ্লুয়োরো কার্বন।

৪৮. সূর্যের উত্তাপ আমাদের কাছে কোন পদ্ধতিতে পৌঁছায় ?

উত্তরঃ বিকিরণ।

৪৯. সংরক্ষী বল নয় –

উত্তরঃ ঘর্ষণজনিত বল।

৫০. কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত ?

উত্তরঃ নাইট্রাস অক্সাইড।