Get Mystery Box with random crypto!

৫১. পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থটি ব্যবহার | MTS (MULTI TASKING STAFF 2023)

৫১. পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থটি ব্যবহার করা হয় ?

উত্তরঃ সীসা।

৫২. বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন কে ?

উত্তরঃ গ্রেগর জোহান মেন্ডেল।

৫৩. ব্যাকটেরিওফাজ কি ?

উত্তরঃ একটি ভাইরাস।

৫৪. কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?

উত্তরঃ ইলেকট্রন পরিবহন।

৫৫. সবচেয়ে শক্তিশালী তড়িৎধনাত্মক মৌল কোনটি ?

উত্তরঃ সিজিয়াম (Cs)।

৫৬. প্রাচীন সংবহন কলাতন্ত্রবিশিষ্ট উদ্ভিদের স্টিলির প্রকৃতি ছিল –

উত্তরঃ প্রোটোস্টিলি।

৫৭. কোন প্রাণীর ফাইলাম সব চাইতে পরের আবিষ্কার ?

উত্তরঃ লরিসিফেরা।

৫৮. ডিম পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম কী ?

উত্তরঃ একিডনা।

৫৯. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন এসিড ?

উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড।

৬০. দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে –

উত্তরঃ অবতল লেন্স দ্বারা।

৬১. লাল, নীল ও সবুজ, সমপরিমাণে মিশ্রণ করলে কোন রং ধারণ করে ?

উত্তরঃ সাদা।
এরকম গুরত্বপূর্ন GK এবং প্রতিদিন ফ্রী MockTest দিতে আমাদের টেলিগ্রাম join করুন
https://t.me/JOBS_DESTINATION01
৬২. তিমি মাছের প্রধান শ্বাসঅঙ্গের নাম কি ?

উত্তরঃ ফুলকা।

৬৩. ভিনিগারের রাসায়নিক নাম কি ?

উত্তরঃ লঘু অ্যাসিটিক অ্যাসিড।

৬৪. ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় ?

উত্তরঃ রিকেট।

৬৫. কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ?

উত্তরঃ জিপসাম।

৬৬. কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ?

উত্তরঃ ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বনভূমি।

৬৭. কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে ?

উত্তরঃ ইউরিয়া।

৬৮. বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় –

উত্তরঃ সালফার।

৬৯. আলোকবর্ষ কাকে বলে ?

উত্তরঃ শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে।

৭০. তারাদের ঝিকিমিকি করার কারণ হল –

উত্তরঃ এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি।

৭১. সিমেন্টের মূল উপাদান কোনটি ?

উত্তরঃ চুনাপাথর।

৭২. পিতল কোনটির মিশ্রণ ?

উত্তরঃ তামা ও দস্তা।

৭৩. বায়ো গ্যাসের উপাদান গুলি কি কি ?

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন।

৭৪. পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয় ?

উত্তরঃ ফার্মি।

৭৫. পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, কারণ এটি –

উত্তরঃ জারক।

৭৬. গাছপালা কি থেকে পুষ্টি সংগ্রহ করে ?

উত্তরঃ মাটি।

৭৭. তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয় ?

উত্তরঃ জীবাশ্ম।

৭৮. হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয় ?

উত্তরঃ পারমাণবিক সংযোজন বিক্রিয়া।

৭৯. পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয় –

উত্তরঃ ফ্লুরোসিস।

৮০. বৈদ্যুতিক বাল্বে কি গ্যাস থাকে ?

উত্তরঃ নাইট্রোজেন।
এরকম গুরত্বপূর্ন GK এবং প্রতিদিন ফ্রী MockTest দিতে আমাদের টেলিগ্রাম join করুন
https://t.me/JOBS_DESTINATION01
৮১. টি.ভি. রিমোট কন্ট্রোল কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ?

উত্তরঃ ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি।

৮২. রেফ্রিজারেটরে হিমায়িত স্থান উপরের দিকে রাখা হয় কারণ কী ?

উত্তরঃ পরিচলন স্রোত সংস্থাপন করা হয়।

৮৩. ডিলাটোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয় ?

উত্তরঃ পদার্থের মাত্রাগত পরিবর্তন।
JOIN https://t.me/JOBS_DESTINATION01
●☞𝗝𝗢𝗜𝗡➠ এখানে Click করুন
Share and Support Us