Get Mystery Box with random crypto!

প্রিলিতে নেগেটিভ মার্কিং কি করে কমাবে? পরীক্ষার্থীরা সব সময় চ | MTS (MULTI TASKING STAFF 2023)

প্রিলিতে নেগেটিভ মার্কিং কি করে কমাবে?

পরীক্ষার্থীরা সব সময় চেষ্টা করে বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়ার। এই প্রবণতা খুব ঝুঁকি পূর্ণ, কারণ এর মাধ্যমে নেগেটিভ মার্কিং এর সম্ভাবনা বেড়ে যায়। অনেক সময় দেখা গেছে সামান্য 0.33 নম্বরের জন্য কারও মেইনের টিকিট হাতছাড়া হয়েছে। তবে চিন্তার কিছু নেই, সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে এটি আয়ত্ত করা সম্ভব।

প্রিলি পরীক্ষা চলে দুপুর বারোটা থেকে বেলা আড়াইটে পর্যন্ত। এই আড়াই ঘন্টা ২০০ টি প্রশ্নের জন্য যথেষ্ট বলে আমি মনে করি। প্রশ্নপত্র হাতে পেয়ে প্রথম ১০ মিনিটে সবকটি প্রশ্ন পড়ে নাও। এর ফলে মোটামুটিভাবে তুমি আন্দাজ করতে পারবে যে কতগুলি প্রশ্নের উত্তর তোমার জানা এবং প্রশ্নপত্রের মান কি রকম।

এবারে তুমি সেই সমস্ত প্রশ্ন যার উত্তরটি সম্পর্কে তুমি ১০০ শতাংশ নিশ্চিত, সেই গুলির উত্তর দাও, Maths/GI বাদে। বেলা ১ টার মধ্যে, অর্থাৎ ৫০ মিনিটের মধ্যে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায়।

বেলা ১ টা থেকে ১ টা ৪৫ মিনিট পর্যন্ত, অর্থাৎ ৪৫ মিনিট যাবৎ ২৫ টি Maths/GI এর প্রশ্ন সমাধান কর। ধীরে সুস্থে এটি করবে, কারণ এই সময় সঠিক উত্তর কষলেও তাড়াহুড়োতে অনেকে OMR Sheet এ ভুল জায়গায় মার্ক করে ফেলে।

বেলা ১ টা ৪৫ এ পাঁচ মিনিট সময় নিয়ে গুণে দেখ কতগুলি প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারলে। সেই মুহূর্তে চারটি সম্ভাবনা দেখা যেতে পারে—

১) ১২৫- ১৩৫ এর বেশি সঠিক রয়েছে।
২) ১০০-১২৫ টি সঠিক।
৩) ৮০-১০০ টি সঠিক রয়েছে।
৪) ৮০ এর কম সঠিক।

প্রথম ক্ষেত্রে অতিরিক্ত ১০ টির বেশি প্রশ্নের উত্তর দিতে যাবে না। কারণ ১৩০ এর বেশি স্কোর হয়ে থাকলে মেইনের টিকিট পাকা। এই অবস্থায় শুধুমাত্র সেই ১০ টি প্রশ্নের উত্তর দাও যেখানে ২টি অপশনের মধ্যে সন্দেহ রয়েছে। ১০ টির মধ্যে ১০ টি ভুল হলেও তিন নম্বরের মতন নেগেটিভ হবে, যেটির রিস্ক নেওয়া যেতে পারে।

দ্বিতীয় ক্ষেত্রে ২০-৩০ টি প্রশ্নের উত্তর দিতে পার যেখানে কেবলমাত্র ২টি অপশনের মধ্যে সন্দেহ রয়েছে। এর অর্ধেক সঠিক ও অর্ধেক ভুল হলেও মোটামুটি ৮-১০ নম্বর যোগ হওয়ার সম্ভাবনা থাকে। বর্ডার কেস আর কি।

তৃতীয় ক্ষেত্রে বড়জোর ৪০ টি প্রশ্নের উত্তর দিতে পার। এক্ষেত্রে হালকা সম্ভাবনা রয়েছে, যদি কাট অফ ১০০ এর খুব বেশি না হয়।

চতুর্থ ক্ষেত্রের জন্য যতগুলি প্রশ্নে ২ টি অপশনের মধ্যে সন্দেহ রয়েছে সেগুলিতে মার্ক কর। বেলা ২ টা ১০ মিনিটে অর্থাৎ ২০ মিনিটের মধ্যে সেইগুলি মার্ক করে দেখে নাও ১২০ এর বেশি অ্যাটেম্পট করা হয়েছে কিনা। যদি এর পরে আরও কয়েকটি প্রশ্নের মধ্যে ২ টি অপশন নিয়ে সন্দেহ থাকে তাহলে সেইগুলি মার্ক কর। তবে অবশ্যই মনে রাখ, সেই মুহূর্তে ১০ টির বেশি অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে যাবে না।

কোনও অবস্থায় Maths/ GI এর প্রশ্নে এটি প্রয়োগ করবে না এবং এমন কোনও প্রশ্নের উত্তর দেবে না যে সকল প্রশ্নে ২ টির বেশি অপশন নিয়ে তোমার সন্দেহ রয়েছে।
All The Best Guys

Concept : #MIRAJ_Mohammed (Owner)