Get Mystery Box with random crypto!

বাম দিকের এক্স রে টি একটি ৪ বছরের শিশুর হাতের এক্স রে। ডান দিক | যুহদ

বাম দিকের এক্স রে টি একটি ৪ বছরের শিশুর হাতের এক্স রে। ডান দিকের এক্স রে টি একটি ৭ বছরের শিশুর হাতের এক্স রে।

পার্থক্য টি দেখুন।
চার বছরের বাচ্চাদের হাড় গুলো ডেভোলপিং পর্যায়ে থাকে। পরিপূর্ণভাবে এজন্য তারা সব কাজ করতে পারেনা যেটি সাতবছরের বাচ্চাদের অনেকেই করতে পারে।

অনেক বাবা মা চারবছর এর শিশুকে লিখা শিখানোর জন্য উঠে পড়ে লাগেন, বাচ্চা লিখতে না পারলে মারধর করেন। এটি আপনার বাচ্চার কোন সমস্যা না, সৃষ্টিগত ভাবেই ওদের শরীর তখনো পরিপূর্ণভাবে শক্তিশালী থাকেনা। এই লিখাটি পড়ার পর থেকে একটু সতর্ক হন।

আপনার চার বছরের বাচ্চাকে মুখে মুখে ছড়া শেখান। বুদ্ধিবৃত্তি বৃদ্ধি পায় এমন কাজ বা এমন খেলাগুলো বেশি করে করুন। যেমন বিভিন্ন রঙ চেনানো, গুনতে শিখানো, একই রকম আকৃতি একসাথে জড়ো করার খেলা শিখানো, জীব জন্ত চেনানো, ইত্যাদি । খুব বেশি চাপ দিবেন না। এতে করে বাচ্চাটির উপর মারাত্নক প্রভাব পড়বে এমনকি মানসিক ভারসাম্য পর্যন্ত হারাতে পারে,

হাত পায়ের পেশি সুগঠিত হওয়ার জন্য তাকে খেলতে দিন। পুষ্টিকর খাবার খাওয়ান। বাচ্চাকে ভালোবাসুন। সারাক্ষণ সমাজের চোখে বড় হওয়ার জন্য বাচ্চাকে ঘোড়ার মত রেইসে লাগিয়ে রাখবেন না।

কারণ এই বাচ্চা বড় হয়ে দুয়া করবে
"হে আমার প্রতিপালক, তাদের প্রতি সেভাবে দয়া করো, যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন।"

অতএব আপনি কিভাবে লালন পালন করছেন আপনার সন্তানকে সেদিকে খেয়াল করুন.

Dr. Imtiaz Hossain

Tawakkul

https://t.me/juhod