Get Mystery Box with random crypto!

হয়তো হুট করেই নির্জনে আমরা কোনো গুনাহে লিপ্ত হয়ে যাব। সে গুনাহ | যুহদ

হয়তো হুট করেই নির্জনে আমরা কোনো গুনাহে লিপ্ত হয়ে যাব। সে গুনাহ আমাদের অজান্তেই সবার সামনে প্রকাশও করে ফেলব। নিজের গুনাহের ফল তো নিজেকেই বইতে হবে।
.
কিন্তু গুনাহের শাস্তি থেকে বাঁচার কি কোনো উপায়ই নেই?
.
হাঁ, আছে। ইবনে তাইমিয়া(রঃ) অনেকগুলো উপায়ের কথা বলেছেন। তিনি বলেন,
“যখন কোনো মুমিন গুনাহ করে, দশ উপায়ে উক্ত গুনাহের শাস্তি থেকে সে মুক্ত হতে পারে :
১) সে তওবা করে আর তওবা করার কারণে আল্লাহ তা‘আলা তাকে মাফ করে দেন।
২) কিংবা সে আল্লাহর কাছে ক্ষমা চায়। তাই আল্লাহ তাকে ক্ষমা করে দেন।
৩) সে ভালো ভালো কাজ করে। আর সে ভালো কাজগুলো প্রকৃতিগতভাবেই খারাপ আমলগুলোকে মিটিয়ে দেয়।
৪) ওই ব্যক্তি জীবিত কিংবা মৃত থাকা অবস্থায় কোনো মুমিন ভাই তাকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে দু‘আ করে।
৫) অথবা তাদের মধ্য থেকে কেউ তাকে উত্তম আমল উপহার দেয়।
৬) যখন রাসূল  কিয়ামতের দিন তার জন্যে শাফায়াত করবেন।
৭) যখন আল্লাহ তা‘আলা তাকে দুনিয়ার জীবনে দুঃখ-কষ্ট দেন আর
সেগুলো তার গুনাহসমূহ মুছে দেয়।
৮) অথবা আল্লাহ তা‘আলা তাকে কবরের মধ্যে ফিতনায় ফেলেন আর গুনাহগুলো মাফ করে দেন।
৯) কিংবা আল্লাহ তা‘আলা তাকে কিয়ামতের দিনের ভয়াবহতা দিয়ে ফিতনায় ফেলেন আর তা তার গুনাহগুলো মিটিয়ে দেয়।
১০) আর যখন পরম দয়াময় তার প্রতি দয়া প্রদর্শন করেন।”
.
ইবনে তাইমিয়া (রঃ) এরপর বলেন,
فَمَنْ أَخْطَأَتْهُ هَذِهِ الْعَشَرَةُ فَلَا يَلُومَنَّ إلَّا نَفْسَهُ
“যে এই দশটি কাজে লাগাতে ব্যর্থ হয়, সে যেন কেবল নিজেকেই দোষারোপ করে।”
.
-মাজমু ফতওয়া : ১০/৪৫-৪৬
.
বই: হারিয়ে যাওয়া মুক্তো, পৃ: ৪১-৪৩

সন্দীপন প্রকাশন।

https://t.me/juhod