Get Mystery Box with random crypto!

এসব ‘দীনি বোনেরা’ ফেইসবুকে আসে একটু-আধটু ফেইসবুক চালাতে, ফেইসব | হালাল রোমান্টিসিজম

এসব ‘দীনি বোনেরা’ ফেইসবুকে আসে একটু-আধটু ফেইসবুক চালাতে, ফেইসবুকের মধ্য দিয়ে দুনিয়াটা দেখতে। ফেইসবুক চালাতে এসে নিজেরা যে গভীরভাবে ফেইসবুক দ্বারা চালিত হয়, তা তারা বুঝতেই পারে না। দুনিয়া দেখতে এসে ঘরের মধ্যেই ঘুরপাক খেতে থাকে।

মূলত ফেইসবুক দ্বারা চালিত হয় সবাই—পুরুষরাও, আমিও। পুরুষরা যেহেতু ‘ঘরের বিষয়’ নিয়ে আলাপ করে না, ইতিবাচকও নয়, নেতিবাচকও নয়—ফলে তাদের সংসার-জীবনে এর প্রভাব পড়ে কম। তাদের হয়ত অন্য রকম নেতিবাচক প্রভাব পড়ে। নারীদের তুলনায় কম হলেও সংসার-জীবনেও কিছুটা প্রভাব পড়ে।
স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক সবগুলো একরকম হবে না। বৈচিত্র্য আছে, থাকবেই। আলাদা আলাদাভাবে সবগুলো সম্পর্কই সুন্দর। কারো একটা গুণ আছে, আরেকটা দোষ আছে। সব মিলিয়ে সুন্দর সম্পর্ক। ফেইসবুক দোষটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। //

আপনিও যদি সংসার জীবনটা ভালো রাখতে চান তাহলে সবচেয়ে ভালো হয় যা করলে -

১/ ফেসবুক ছেড়ে দেওয়া। না পারলে,

২/ হোম পেইজ / নিউজ ফিডে স্ক্রল করা ছেড়ে দেওয়া।
৩/ যার লেখা থেকে বিন্দুমাত্র নেগেটিভ ভাইব আসবে তাকে আনফলো করে দেওয়া, আনফ্রেন্ড করলে অনেকেই মাইন্ড করবে।
৪/ বিভিন্ন গ্রুপ থেকে দূরে থাকা।
৫/ ইসলাম নিয়ে সিরিয়াসলি কিছু পড়াশোনা করা। কুরআন শুদ্ধ করে পড়তে শেখেন, মুখস্থ করেন। ফিজিকাল বই পড়েন। অনেক ইচ্ছা করলেও ফেসবুকে ঢুকবেন না। প্রথম প্রথম অ্যাডিকশন জনিত কারণে কষ্ট হবে, পরে ঠিক হয়ে যাবে।

৬/ সিস্টেমেটিকালি ইসলাম নিয়ে পড়তে চাইলে তাইবাহ একাডেমি বা ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিগুলোর মতো প্রতিষ্ঠান বেছে নিতে পারেন।

যা কিছু বললাম নিজের জীবন থেকে বললাম।

শান্তি আর স্বাধীনতা - কোনোটাই অ্যাবসোল্যুট নয়। ধারাল ব্লেডের ওপর শুয়ে থাকার স্বাধীনতার চেয়ে শক্ত মাটিতে শান্তির ঘুমটা আমার কাছে আচ্ছা।

আপনি কোনটা স্যাক্রিফাইস করে কোনটা বেছে নেবেন - এটা আপনার এখতিয়ার। দিনের শেষে অন্যকে দোষ দেওয়া যাবে - কিন্তু তাতে লাভ হবে না।

- মোহাম্মদ শরীফ আবু হায়াত অপু