Get Mystery Box with random crypto!

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী | Bangladesh Islami Chhatrashibir

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী বলেন, পলাশীর ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা ছিলো না। এটি ইহুদি-খ্রিষ্টানদের ডিভাইডেড এন্ড রুলের একটি প্রয়োগ মাত্র। এ প্রয়োগ শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলেই। এর পর থেকে মুসলমানরা যেখানে শক্তিশালি হয়েছে সেখানেই মুসলমানদের মধ্যে থেকে একটি গোষ্ঠৌ তৈরির মাধ্যমে বিভাজন সৃষ্টি করে ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। মুসলমানদের হাত থেকে স্পেন, পর্তুগালসহ ইউরোপকে তারা এভাবেই দখল করে নেয়। পলাশীর ঘটনার পেছনেও একই ষড়যন্ত্র হয়েছে। সেখানে সেনাবাহিনীকে ব্যবহার করে সিরাজউদ্দৌলাকে পরাজিত করা হয়েছে। বর্তমান যুগেও মিশর, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশে একই চিত্র দেখা যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতেও বিভাজনকে প্রতিষ্ঠিত করা হয়েছে। স্বাধীনতার পর থেকে জাতিকে নানাভাবে বিভাজিত করা হয়েছে। এটি সেই ইতিহাসেরই ধারাবাহিকতা মাত্র। যেখানেই বিভাজন সেখানেই পরাজয়। আসুন পলাশীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ হই। ছাত্রশিবির ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে অতীতেও নেতৃত্ব দিয়েছে ভবিষ্যতেও নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম বলেন, বাংলাদেশের এমন একটি প্রেক্ষাপটে আজকে আমরা পলাশী দিবসের আলোচনা সভায় উপস্থিত হয়েছি যখন মনে হচ্ছে সেই আড়াইশত বছর আগের প্রেক্ষাপট এবং আজকের প্রেক্ষাপট হুবহু মিল রয়েছে। পলাশীর ঘটনা বাস্তবায়নের পূর্বে তৎকালীন কৃষ্টিকালচার ও চিন্তা চেতনাকে ভিন্নখাতে প্রবাহিত করা করা হয়েছিল। আজও একই চিত্র দেখা যাচ্ছে। বিশেষ করে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে পাশ্চাত্যমুখী করার ষড়যন্ত্র বহুদূর এগিয়ে গেছে। সুতরাং সে সময়কার সার্বিক বিষয় চিন্তা করা তরুণ প্রজন্মের প্রয়োজন রয়েছে। আমি বিশ্বাস করি, আজকের এ আলোচনা তার খোরাক হবে ইনশাআল্লাহ।