Get Mystery Box with random crypto!

❝লার্নিং এরাবিক❞ কোর্সের চতুর্থ ব্যাচে ভর্তি চলছে। জীবনে কত প | যুহদ

❝লার্নিং এরাবিক❞ কোর্সের চতুর্থ ব্যাচে ভর্তি চলছে।

জীবনে কত পড়াশোনাই তো করলাম! কত মেধা, কত শ্রম, কত অর্থকড়ি ব্যয় করলাম এর পিছনে!!
কিন্তু একটিবারও কি বুঝার চেষ্টা করেছি আমাদের মহান রবের বাণীগুলো ?
জানতে চেয়েছি তাঁর কথাগুলো, যা তিনি আমাকেই উদ্দেশ্য করে বলেছেন??

মহান আল্লাহ আমাদের রব। পবিত্র কুরআন তাঁর কালাম। এ গ্রন্থেই তিনি আমাদের চিরকল্যাণ, চিরশান্তি ও সুখের কথাগুলো সহজ-সুন্দর-বিশদভাবে বর্ণনা করেছেন। বাতলে দিয়েছেন জীবনে চলার সরল সঠিক পথ।

আল্লাহ তাআলা বলেন, উপদেশ গ্রহণের জন্য আমি কুরআনকে সহজ করেছি। আছে কি কোন উপদেশগ্রহণকারী? (কুরআন ৫৪:১৭)

অন্যত্র ইরশাদ করেন, 'নিঃসন্দেহে আমি নাজিল করেছি একে কোরআনরূপে, আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। (কুরআন ৩৪:৩)

পবিত্র কুরআন চৌদ্দশত বছরের এক 'জীবন্ত মুজিযা'। এর মাঝে রয়েছে অলৌকিকতার নানা নিদর্শন। যা মোকাবেলায় অক্ষম করে দিয়েছে তাবৎ দুনিয়াকে।

এই মহাগ্রন্থের প্রতিটি অক্ষরেই রয়েছে নূর ও হেদায়াত। এই নূর ও হেদায়াত অর্জন করার জন্য, এর অর্থ ও মর্ম উপলব্ধি করার জন্য এবং এর ভাব ও অভিব্যক্তি পূর্ণ অনুধাবন করার প্রয়াসে 'আরবি ভাষা' 'শিক্ষা করার' কোন বিকল্প নেই।

আরবি ভাষা জানলে কুরআন হিফজ করা ৬০% সহজ হয়ে যায়। কেননা হারাকাতের এমন অনেক বিষয় রয়েছে যেগুলো ভাষা জানলে এমনিতেই আয়ত্তে এসে যায়, আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন পড়ে না।

দৈনন্দিন ব্যবহৃত অসংখ্য আরবি শব্দ কুরআনে ব্যবহৃত হয়েছে। ফলে আরবি ভাষা জানলে কুরআনের সেই শব্দগুলো নতুন করে মুখস্থ করতে হয় না। তাই অতি অল্প সময়ে কুরআন-হিফজ সম্পন্ন হয়ে যায়।

তাই সকলের জন্য 𝐀𝐧-𝐍𝐚𝐡𝐝𝐚 𝐈𝐬𝐥𝐚𝐦𝐢𝐜 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲- 𝐍𝐈𝐀 এর পক্ষ থেকে শুরু হচ্ছে ❝লার্নিং এরাবিক❞ কোর্সের চতুর্থ ব্যাচ।

এই কোর্সটির প্রধান লক্ষ্য কুরআন বুঝতে পারা এবং সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।

এই কোর্সটিতে খুবই সহজভাবে আরবি ভাষা শেখানো হবে। যে কেউ নিয়মতান্ত্রিকভাবে কোর্সটি সম্পন্ন করার পর কুরআন-হাদীসসহ অন্যান্য আরবি বইপত্র অনুবাদের সাহায্য ছাড়াই নিজে নিজে পড়ে অর্থ বুঝতে সক্ষম হবে এবং হারাকাত ছাড়া আরবী বইপত্র পড়ার যোগ্যতা তৈরি হবে ইন শা আল্লাহ।

কেন আপনি আমাদের এখানেই কোর্স করবেন?

অন্য যেকোন কোর্স অপেক্ষা সবথেকে সহজ এবং পরীক্ষিত উপায়ে আরবি শেখানো হয়।

ভাই ও বোনদের ব্যাচ, দারস এবং যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ আলাদা।

আরবি ভাষার ৪টি দক্ষতা তথা শোনা, বলা, পড়া ও লেখা- এই সবগুলো বিষয়ের উপর সমান গুরুত্বারোপ করা হয়।

নিয়মিত হোমওয়ার্ক দেয়া হয় এবং চেক করা হয়।

নিয়মিত অনুশীলন (তামরীন)-ই হল ভাষা আয়ত্ত করার মূল মন্ত্র। এজন্য দৈনিক বাধ্যতামূলকভাবে নির্বাচিত সাথীর সাথে নির্ধারিত সময় তামরীনের ব্যবস্থা করা হয়। এভাবে ছাত্র-ছাত্রীরা কয়েকদিনের মধ্যেই অনর্গল আরবি বলতে সক্ষম হয় ও তাদের মুখের জড়তা কেটে যায়।

ম্যাসেঞ্জার গ্রুপে নিয়মিত লিখিত তামরীন বা অনুশীলন করানো হয়। ফলে শিক্ষার্থীরা আরবি লেখালেখিতেও দক্ষ হয়ে উঠে।

ল্যাংগুয়েজ ক্লাবে যেকোন সময় সাথীদের সাথে তামরিন ও আরবি কথোপকথনের সুব্যবস্থা ও এই ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

নিয়মিত পরীক্ষা, প্রতিযোগিতা ও পুরষ্কার প্রদান করা হয়।

ম্যাসেঞ্জার ও টেলিগ্রাম গ্রুপে দায়িত্বশীল উস্তাদগনের পক্ষ থেকে সার্বক্ষণিক সাপোর্ট।

প্রতিটি ক্লাস হয় লাইভ সেশন। ফলে শিক্ষার্থীরা প্রশ্ন-উত্তরের মাধ্যমে পূর্ণভাবে পড়া বুঝে নিতে পারে।

গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর জন্য আলাদাভাবে ক্লাস করানো হয়ে থাকে।

মাঝে মাঝে শিক্ষার্থীদের জন্য উৎসাহমূলক বিভিন্ন মজলিসের আয়োজন করা হয়। যাতে শিক্ষার্থীরা ইলম শেখার পাশাপাশি আদব-আখলাকেও উন্নত হয়।

প্রতিটি অধ্যায়ে আরবীভাষার পঠিত বিষয়গুলোকে কুরআনের আয়াত দিয়ে অনুশীলন করানো হয়। ফলে শিক্ষার্থীরা আল্লাহর কালাম বোঝার স্বাদ নিয়ে সামনে অগ্রসর হয়।

কোন কারণে কারো ক্লাস ছুটে গেলে ক্লাসের রেকর্ড প্রদান করা হয়।

দারস পদ্ধতি/ক্লাস সিস্টেম:
দারস হবে জুম কিংবা স্কাইপির মাধ্যমে।

সপ্তাহে মোট ৩টি দারস:
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার।

ভর্তির নূন্যতম যোগ্যতা হলো, কুরআনুল কারীম পড়তে পারা। (পড়া চালু না হলেও চলবে)

ভর্তি তথ্য:
কোটা খালি থাকা সাপেক্ষে ভর্তি করানো হবে। মাসিক ফি: ১০২০ টাকা। তবে এই ব্যাচের জন্য ২০% ছাড়ে মাত্র ৮০০৳।

কোর্সের ভর্তি ফি ৮০০৳। ভর্তি ফি পরিশোধ করে ফরম সংগ্রহ ও পূরণ করার মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে।

আগামী ৪ সেপ্টেম্বর অরিয়েন্টেশন ক্লাস। যারা ভর্তি হতে চান এর আগেই ভর্তি হতে হবে।

ভর্তির জন্য বা অতিরিক্ত তথ্যের জন্য আমাদের পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন।

পোষ্টটি শেয়ার কিংবা ট্যাগ করার অনুরোধ রইল। আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন শিক্ষার্থীও যদি দ্বীনি শিক্ষা লাভ করতে পারে তবে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এই নেকির অংশে শরিক রাখবেন ইনশাআল্লাহ।

https://t.me/juhod