Get Mystery Box with random crypto!

যে ব্যক্তি আল্লাহর হুকুম বাস্তবায়ন করে, আল্লাহ তার কাজকর্ম গুছ | যুহদ

যে ব্যক্তি আল্লাহর হুকুম বাস্তবায়ন করে, আল্লাহ তার কাজকর্ম গুছিয়ে দেন। যে ব্যক্তি তার অধীন সবকিছুকেই আল্লাহর আনুগত্যে নিয়োজিত করে, আল্লাহ তাআলা তার অধীন সবকিছুকে তার অনুগত করে দেন। আর গোটা বিশ্বজগতৎটাই তো আল্লাহর নিয়ন্ত্রণে!
.
আল্লাহ যেমন চান আপনি যদি ঠিক তেমন হয়ে যান, আল্লাহকেও আপনি ঠিক তেমন পাবেন যেমনটি আপনি চান। মনে রাখবেন: জগতের নিয়ম ও সূত্রগুলো মানুষকে শাসন করে, কিন্তু আল্লাহ তাআলা সব ধরনের জাগতিক নীতি ও সূত্রের উর্ধ্বে।’ নেককার বান্দাদের জন্য আল্লাহ তাআলা কখনো জগতের এসব নিয়ম-নীতি ভেঙ্গে ফেলেন।
.
আল্লাহ তাআলা কখনো নেককার বান্দাদেরকে কারামত দান করেন, যেমনটি নবিদেরকে দান করেন মুজিজা। মনে করে দেখুন, আগুনের লেলিহান শিখা কীভাবে ইবরাহিম আ. এর জন্য শীতল ও নিরাপদ হয়ে গিয়েছিল; হিংস্র মাছের পেট কীভাবে ইউনুস আ. এর জন্য আরামদায়ক কোলে পরিণত হয়েছিল; ইসমাঈল আ. এর গলায় ধারালো ছুরি কীভাবে ভোঁতা হয়ে গিয়েছিল!
.
আর আমাদের আজকের গল্পেই দেখুন না, একজন মাত্র ব্যক্তির বাগানে সেচ দেয়ার জন্য ফেরেশতারা আস্ত একটি মেঘ টেনে নিয়ে গেলেন! আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, সেদিন কাউকে বৃষ্টি দেবেন না। কিন্তু তিনি জানতেন, সেখানে তার এমন এক বান্দা আছে যাকে বৃষ্টি থেকে মাহরুম করা যায় না। তাই তিনি এই বিশেষ বান্দার বাগানে বিশেষ ব্যবস্থায় পানি সরবরাহ করলেন। কারণ তার আমল আল্লাহর এতটাই পছন্দনীয় ছিল যে, তিনি তাকে পানি থেকে মাহরুম রাখতে চাননি। তাই তিনি জগতের স্বাভাবিক নিয়ম ভেঙ্গে ফেললেন। মেঘের স্বভাব হলো, যখন বর্ষণ করবে সবাইকে পানি দেবে; কিন্তু এ যে বিশেষ বান্দার জন্য বিশেষ মেঘ! যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে পরিপাটি রাখে, আল্লাহ তাআলা তার দুনিয়াকে গুছিয়ে দেন।

- ড. আদহাম আশ শারকাবি