Get Mystery Box with random crypto!

উমর বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহ এর স্ত্রী ফাতিমা থেকে বর্ণিত, | যুহদ

উমর বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহ এর স্ত্রী ফাতিমা থেকে বর্ণিত, একবার তিনি উমর বিন আব্দুল আযীয এর ঘরে প্রবেশ করেন। তখন তিনি জায়নামাযে গালে হাত চেপে বসে আছেন। চোখ দিয়ে অনবরত অশ্রু বইছে। তিনি বললেন, হে আমীরুল মুমিনীন! কোনো দুর্ঘটনা ঘটেছে?

উমর বিন আব্দুল আযীয বললেন :

“হে ফাতিমা! আমি উম্মাতে মুহাম্মাদীর দায়িত্ব গ্রহণ করেছি। আমি সেসব লোকদের কথা ভাবছি-

যারা অভাবী ও ক্ষুধার্ত, যারা জটিল কোনো রোগে আক্রান্ত, যারা সীমাহীন দরিদ্র, যারা নিপিড়ীত মযলুম, যারা অপরিচিত বন্দী, শহরের উপকন্ঠে অবস্থানরত বৃদ্ধ ও তার পরিবারের কথা। আমি জানি কিয়ামতের দিনে আমাকে তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাদের বাদী হবেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার আশংকা হচ্ছে, সে সময় সে কাঠগড়ায় আমার পক্ষে শক্তিশালী কোনো দলিল থাকবে কি না! থাকলে আমি রেহাই পেতাম!” এ বলে তিনি কান্না করতে থাকেন।