Get Mystery Box with random crypto!

মাশাআল্লাহ! ঢাবি, নর্থ সাউথ, রাবি, ইবি, জাবি... আমাদের দেশীয় | Hujur's Thought

মাশাআল্লাহ!
ঢাবি, নর্থ সাউথ, রাবি, ইবি, জাবি...


আমাদের দেশীয় মোরাল কোড এর বিপরীত পশ্চিমা পোশাকের বিরুদ্ধে আন্দোলন চলুক। সংখ্যাগুরুর মূল্যবোধ- মুসলিম মূল্যবোধ। আর হিন্দুদের, তাদের মূল্যবোধ। অধিকাংশ হিন্দু বাবা মেয়েকে স্যান্ডোগেঞ্জি পরে বেরোতে দেবেন? অধিকাংশ হিন্দু মা কি চাইবেন, তার মেয়ে সন্ধ্যার পর ছেলেদের সাথে অনিরাপদ সব জায়গায় যাক? অধিকাংশ হিন্দু মা-বাবা এসব এল*জি*বিটি, অবাধ ফ্রিমিক্সিং, পশ্চিমা হাইপার-সে*ক্সুলাইজড কালচার মেনে নেবেন না।

শহুরে কিছু অন্ধ পশ্চিমের দা*লাল ছাড়া, বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্ম নির্বিশেষেই পশ্চিমা লিবারেল কালচার মেনে নেবে না। সাহস থাকলে গণভোট দেও।

হিন্দু মেয়েরা আগে শুধু শাড়ি পরতো। নিম্নবর্ণের হিন্দু নারীদের বুক খোলা রাখতে হতো। বুক ঢাকলে দিতে হত স্তনকর। মুসলিমদের সংস্পর্শে এসে হিন্দু মূল্যবোধ প্রভাবিত হয়েছে।

ইতিহাস সাক্ষী, বৃটিশ আসার আগে, এই উপমহাদেশে দাঙ্গা বলে কিছু ছিল না। মুসলিম শাসনে হিন্দুরা যে আরাম আর যে সুবিধায় ছিল, আজকের আওয়ামী আমলেও, সাধারণ হিন্দুরা তেমন নিরাপদে নেই। হিন্দুদের নিজস্ব মূল্যবোধে মুসলিমরা আঘাত করেনি।

সমাজসচেতন একজন হিন্দুরও এই আন্দোলনে শামিল হওয়া উচিত। এই পশ্চিমা লিবারেলিজম, ফেমিনিজমের ছোবলে, সাধারণ ধর্মপ্রাণ হিন্দুও কি সুখে আছে? নেই। সুতরাং সকলে মিলে এই নষ্ট সংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ তুলুন।

ছাত্রলীগের ছেলেদেরও আওয়াজ তোলা উচিত। যদি নিজের বোনকে-মেয়েকে এসব অর্ধনগ্ন পোশাকে দেখতে না চান, আওয়াজ তুলুন। ধর্ষণ, গর্ভপাত, ভিডিও ধারণ- এইসব মহামারি থেকে, যে নিজের পরিবারকে বাঁচাতে চান, এই নষ্টামোর বিরুদ্ধে আওয়াজ উঠানো তার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব।

কামরুল-মামুনরা চায় আমরাও যেন একদিন জার্মান পরিবারটার মত বাপ-মা-ছেলে-মেয়ে সবাই নগ্ন হয়ে ভলিবল খেলি। এই নৈতিকতায় আমাদের না নেয়া পর্যন্ত এরা থামবে না। যদি বাঁচতে চান, পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চান, আওয়াজ তুলুন এদের বিরুদ্ধে। দেশীয় মূল্যবোধের বিপরীত পোশাক, চলাফেরা, ছেলে-মেয়ে কারোর ক্ষেত্রেই মানিনা।

[সংগ্রহীত, ঈষৎ পরিমার্জিত]

#HujursThought