Get Mystery Box with random crypto!

আমরা বলতে থাকি, “আমরা তো স্বাধীন, যা খুশি করার অধিকার আছে।” উ | Hujur's Thought

আমরা বলতে থাকি, “আমরা তো স্বাধীন, যা খুশি করার অধিকার আছে।”

উপরের ছবিটি দেখুন। এই লোক তার প্রাপ্য বুঝে নিয়েছে। অন্য ভাগের সমানই সে নিয়েছে হিসাবে-পরিমানে। কিন্তু তা করতে যেয়ে সে অন্যের প্রাপ্য গ্রহনে বিঘ্ন সৃষ্টি করেছে। এ ছাড়াও সে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যাতে অন্যেরা মানসিক ভাবেও বিরক্ত হচ্ছে।

তার স্বাধীনতার চর্চা, অন্যের মানসিক পীড়নের কারন। এটা হচ্ছে Bad practice of exercising freedom. এবং এটা আপনি করতে পারেন না। এই ধরনের স্বাধীনতার চর্চা করার অধিকার আপনার নাই।

আপনি given even situation এ যেখান থেকে খুশি, আপনার টুকরোটি তুলে নিন - ডান-বাম উত্তর-দক্ষিণ। কিন্তু ডিজাইন ভেংগে অন্যের স্বস্তি চর্চায় বিঘ্ন ঘটিয়ে নয়। বুদ্ধিমানদের জন্য আছে এতে নিদৰ্শন!

আমরা স্বাধীনতা আর উচ্ছৃঙ্খলতার পার্থক্যটাই বুঝিনা ।

-সংগৃহীত