Get Mystery Box with random crypto!

যারা ত্রাণ বিতরণের কাজ করছেন তারা অবশ্যই নিজেদের কার্যক্রমের ঢ | Hujur's Thought

যারা ত্রাণ বিতরণের কাজ করছেন তারা অবশ্যই নিজেদের কার্যক্রমের ঢালাও প্রচারণা চালাবেন। আপনাদের পেইজগুলোতে নিয়মিত আপডেট দিবেন। অনলাইন এক্টিভিস্টদের দায়িত্ব সেগুলো ছড়িয়ে দেয়া।

বর্তমান ত্রাণ বিতরণ কেবলই সদাকা নয়, বরং এগুলো দাওয়াহ এবং সাংস্কৃতিক যুদ্ধও বটে। কালচারালার জমিদারদের বিরুদ্ধ এসব কার্যক্রম মুসলিমদের সাংস্কৃতিক তৎপরতা ও বাংলা ভুখণ্ড অধিকারের নথিপত্র।

ত্রাণ সংগ্রহের নামে যারা কনসার্ট আর গানের মত পশ্চিমা সংস্কৃতির আয়োজন করছে, তারা যে দেশের জন মানুষের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। বিপদের সময় রবের কাছে ফিরে যাওয়াই হল মুসলিম সংস্কৃতি। মুসলিমদের সন্তানরা যেন এসব প্রচারণায় প্রতারিত না হয়।

ত্রাণের বাহনে ছড়িয়ে পড়ুক ইসলামের দাওয়াহ ও মুসলিম সংস্কৃতির মর্মকথা। খেদমতে খলক হোক হিদায়াতে খলকের বাহন।

- উস্তায ইফতিখার সিফাত হাফিজাহুল্লাহ