Get Mystery Box with random crypto!

যিনি যত খাঁটি মুমিন, তিনি তত বড় ধর্ম-ব্যবসায়ী। ধর্মীয় ব্যবসা ক | Hujur's Thought

যিনি যত খাঁটি মুমিন, তিনি তত বড় ধর্ম-ব্যবসায়ী। ধর্মীয় ব্যবসা করেন আল্লাহর সাথে। এই ব্যবসা আল্লাহই শিখিয়েছেন। তিনি বলেছেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ
‘হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলব না, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। তা হলো, তোমার আল্লাহ্‌ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনবে, আল্লাহর রাস্তায় নিজেদের জান ও মাল দিয়ে জিHaদ করবে। যদি তোমাদের জ্ঞান থাকে (তবে বুঝবে যে,) এটিই তোমাদের জন্য উত্তম।’ (সূরা সফ : ১০-১১)

সকল মুমিনের উচিত ধর্ম-ব্যবসায়ী হওয়া। আল্লাহর সাথে ধর্মের ব্যবসা করা। নিজের জান ও মাল ধর্মের জন্য বিলিয়ে দেওয়া। এটি এমন ব্যবসা, যাতে লস খাওয়ার কোন সুযোগই নেই। শুধু লাভই লাভ। আল্লাহ্‌ একে বলেছেন (تِجَارَةً لَنْ تَبُورَ) । মানে এমন ব্যবসা, যা কিছুতেই বরবাদ হবে না। (সূরা ফাতির : ২৯)

আসুন, ধর্ম ব্যবসায়ী হই।

[আলোচনার টেবিল উল্টে দিন। ধর্ম-ব্যবসায়ী কথাটার ধরন পালটে দিন। একে নেগেটিভ থেকে পজেটিভে নিয়ে আসুন। সেক্যুদের অন্যায় সুযোগ গ্রহণের পথে দেয়াল তুলে দিন।]

- উস্তায আবদুল্লাহ আল মাস‌উদ হাফি.