Get Mystery Box with random crypto!

জ*ঙ্গি তকমা কি শুধু মুসলিমদের জন্যই? রাশিয়া-ইউক্রেন যু*দ্ধের | Hujur's Thought

জ*ঙ্গি তকমা কি শুধু মুসলিমদের জন্যই?

রাশিয়া-ইউক্রেন যু*দ্ধের ভিলেন-ভিক্টিম এখনও বোঝা যাচ্ছে না। তবে মিডিয়ার বরাতে যতটুকু জানা যাচ্ছে, রাশিয়া দাবি করছে, ইউক্রেন তাদের। তাই যুদ্ধ করে নিজেদের ভূমি পুনরুদ্ধার করবে। মিডিয়া এখনও পর্যন্ত রাশিয়াকে জ*ঙ্গি, স-ন্ত্রাসী কিছুই বলছে না।

কিন্তু ঠিক এই কাজটা যদি ‘ইমা‘রাতে ইসলা‘মিয়্যাহ করে, মুসলিমদের হারানো ভূখন্ডগুলো উদ্ধারা‘ভিযান শুরু করে, তাহলে বিশ্বমিডিয়া সাথে সাথে তাদের জ*ঙ্গি, স-ন্ত্রাসী আখ্যা দিবে!

কারণ, জ*ঙ্গী, স-ন্ত্রাসী তকমাগুলো মুসলিমদের জন্যই নির্ধারিত। এ জন্য বিশ্বমোড়লদের পৃথিবীময় আধিপত্যের লড়াই ‘জ*ঙ্গিবাদ’ না, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের আগ্রাসন জ*ঙ্গিবাদ না, কাশ্মিরের ওপর দিল্লির আগ্রাসন জ*ঙ্গিবাদ না, জ*ঙ্গিবাদ হলো দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মজলুম মুসলমানদের প্রতি-রোধ, জ*ঙ্গিবাদ হলো মুসলিমদের অধিকার প্রতিষ্ঠার সং-গ্রাম, জ*ঙ্গিবাদ হলো তাওহিদ ও ইনসাফ প্রতিষ্ঠার জি-হা-দ...।

লিখেছেনঃ উস্তাদ মুনিরুল ইসলাম

@HujursThought