Get Mystery Box with random crypto!

নওশাক। আফগানিস্তানের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত ৭,৪৮৫ মিটার | হালাল রোমান্টিসিজম

নওশাক। আফগানিস্তানের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত ৭,৪৮৫ মিটার উচ্চতাবিশিষ্ট এই পর্বতটি আফগানিস্তানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।এটি পাকিস্তানের তিরিচ মির পর্বতশৃঙ্গের একটি শাখা।এই নওশাক পর্বতটি আফগানিস্তানের উত্তর-পূর্বে হিন্দুকুশ পর্বতমালার অংশ।আর হিন্দুকুশ পর্বতমালাটি পামির মালভূমি থেকে উৎপন্ন।
আফগানিস্তানের পার্বত্যাঞ্চলে প্রচুর তুষারপাত হয়।তুষারে ঢেকে যায় পাহাড়ি রাস্তাঘাট।এমনকী পাহাড়ের পাদদেশ বা উপত্যকার কোলঘেঁষে নির্মিত আফগানিদের বাড়িঘরও।কিন্তু হিমশীতল এই বরফকে জীবনের সাথে আপন করে নিয়েছে আফগানিরা।বরফের উপর দিয়েই চলে তাদের জীবন ও জীবীকার চাকা।ছবিতে দৃশ্যমান তুষারাবৃত এই গিরিপথটি নওশাক পর্বতেরই একটি পাহাড়ি পথ।বরফে ঢাকা এই পথ মাড়িয়ে হেঁটে চলছেন একজন আফগানি।কিন্তু গাধার পিঠে বসিয়ে দিব্যি আরামের সাথে নিয়ে যাচ্ছেন নিজের স্ত্রী ও সন্তানকে।বাহ্যিক চোখে তাকালে এটি একটি স্থিরচিত্র বৈ কিছু নয়;কিন্তু অন্তর্দৃষ্টিতে তাকালে এটি নারীজাতির প্রতি একটি জাতির মায়া,দরদ,ভালোবাসা,অধিকার ও সম্মানের জীবন্ত দর্পণ।
কিন্তু অবাক করা বিষয় যে, পশ্চিমারা এই জাতিকেই আবার নারী অধিকারের সবক দেয়!
- আইনুল হক কাসেমী
https://t.me/HalalRomanticism