Get Mystery Box with random crypto!

শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন, একব্যক্তির ঘ | হালাল রোমান্টিসিজম

শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন, একব্যক্তির ঘটনা। মৃত্যুর কাছাকাছি সময়ে লোকেরা তাকে কালেমা পড়তে বলল। লোকটি বললেন, আমার জিহ্বা তো কালেমার জন্যে নড়ে না। জিজ্ঞেস করা হলো, কারণ কী? সে জানালো- "এক মহিলা আমার কাছে এসেছিলো তোয়ালে খরিদ করার জন্যে। আমার তাকে ভালো লেগে উঠে এবং আমি তাকে কামদৃষ্টি দিয়ে দেখেছিলাম।"
.
ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ লিখেছেন, মিসরের জামে মসজিদের মুয়াজ্জিন আযান দেয়ার উদ্দেশ্যে মিনারে উঠলো। পাশের ছাদে দৃষ্টি পড়তে জনৈক সুন্দরী খ্রিষ্টান নারীর প্রতি তার চোখ পড়ল। ভাবলো, নতুন ভাড়াটিয়া মনে হচ্ছে, আযানের পর গিয়ে পরিচিত হবো।
.
আযানের পর মুয়াজ্জিন গেলো ঐ প্রতিবেশীর বাড়িতে। দরজায় কড়া নাড়ার পর মহিলাটির বাবা বের হলো। কথাবার্তার এক পর্যায়ে জানা গেল, এতো মহিলা নয়; বরং কুমারী মেয়ে। এখনও বিয়ে হয়নি। মুয়াজ্জিন বিয়ের প্রস্তাব দিল। মেয়ের বাবা শর্ত জুড়ে দিল, আমাদের ধর্মগ্রহণ করতে হবে। মুয়াজ্জিনের অন্তরে কামনার এমন ভূত চেপে বসেছিল যে, সে 'হ্যাঁ' বলে দিলো। মেয়ের বাবা বলল- চলো, ছাদে গিয়ে বিস্তারিত আলোচনা করি। মুয়াজ্জিন সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। হটাত পা পিছলে সে পড়ে গেলো এবং ঘাড়ের রগ ছিঁড়ে গিয়ে সেখানেই মারা গেলো।
.
আল্লাহ্‌কে পেলনা, প্রতিমারও ঘনিষ্ঠ হল না।
এ কূলও পেলনা, ওই কূলও রইল না।

- মাওলানা জুলফিকার আহমাদ নকশবন্দী