Get Mystery Box with random crypto!

❝ যেসব দরিদ্র মুসলমান ধর্মকর্মের হিফাযাতের জন্য বিবাহ করতে ইচ্ | হালাল রোমান্টিসিজম

❝ যেসব দরিদ্র মুসলমান ধর্মকর্মের হিফাযাতের জন্য বিবাহ করতে ইচ্ছুক, কিন্তু আর্থিক সংগতি নেই আল-কুরআনের আয়াতে তাদের জন্য সুসংবাদ রয়েছে। তারা এরূপ সৎ উদ্দেশ্যে বিবাহ করলে, আল্লাহ তা'আলা তাদেরকে দয়া করে আর্থিক স্বাচ্ছন্দ দান করবেন।
(আল কুরআন, ২৪:৩৩).
.
আব্দুল্লাহ ইবন মাসঊদ [রা.] বলেন, তোমরা যদি ধনী হতে চাও তবে বিবাহ করো, কেননা আল্লাহ তা'আলা বলেন-

'তারা যদি দরিদ্র হয় তবে আল্লাহ তা'আলা তাদেরকে ধনাঢ্য করবেন।'
(আল কুরআন, ২৪:৩২)
.
তাফসীরে মাজহারীতে বলা হয়েছে যে, বিবাহ করার কারণে মহান আল্লাহর পক্ষ থেকে ধনাঢ্য করার ওয়াদা তখনই,যখন পবিত্রতা সংরক্ষণ ও সুন্নাত পালনের নিয়্যতে বিবাহ করা হয়। অতঃপর মহান আল্লাহর উপর তাওয়াক্কুল ও ভরসা করা হয়৷ আল্লাহ তা'আলা বলেন-

"যাদের বিবাহের সামর্থ্য নেই তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ তা'আলা স্বীয় অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন" (আল কুরআন, ২৪:৩৩)
.
এ আয়াতে তাকে ধৈর্য ধরতে বলা হয়েছে। এ ধৈর্যের জন্য হাদীসে একটি কৌশলও বলে দেয়া হয়েছে৷ তা হলো তারা বেশি পরিমাণে রোযা রাখবে৷ তারা এরূপ করলে আল্লাহ তা'আলা স্বীয় অনুগ্রহে তাদেরকে বিবাহের সামর্থ্য পরিমাণ অর্থ-সম্পদ দান করবেন।
(তাফসীরে মাজহারী)। ❞

[ আল কুরআনুল কারীম সংক্ষিপ্ত বিশ্বকোষ: ১/১৭৯; নিবন্ধ : আল-আয়ামা, নং: ১১৯, প্রাবন্ধিক: মোঃ আফজাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ]
https://t.me/SabarForJannah