Get Mystery Box with random crypto!

ভালোবাসা কি নষ্ট হয়ে যায়? বিয়ের পর কি ভালােবাসার অনুভূতিতে প | হালাল রোমান্টিসিজম

ভালোবাসা কি নষ্ট হয়ে যায়?
বিয়ের পর কি ভালােবাসার অনুভূতিতে পরিবর্তন আসে?

মিয়ামি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা জোর দিয়ে বলছে, ভালােবাসার অনুভূতি মস্তিষ্কে 'ডােপামিন' হরমােনের সরবরাহ বাড়িয়ে দেয়, যা ব্যক্তির মধ্যে আগ্রহ ও উদ্দীপনার অনুভূতি জাগ্রত করে।

একইসাথে এটি ভালােবাসার স্নায়বিক পার্শ্বপ্রতিক্রিয়া যেমন হৃদস্পন্দন বেড়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া কিংবা হাত কাঁপার মতাে লক্ষণগুলাের জন্যও দায়ী।

কিন্তু বিয়ের পর নতুন আরেকটি হরমােনের সরবরাহ বৃদ্ধি পায়, এর নাম 'অক্সিটোসিন '! এটি শান্তি, নিরাপত্তা ও প্রণয়ের অনুভূতি জাগ্রত করে। তাহলে দেখাে, অনুভূতির পরিবর্তন হচ্ছে, কিন্তু মূল ভালােবাসাটুকু এখনও অবশিষ্ট আছে!

নবদম্পতি ও পুরােনাে দম্পতির ওপর পরিচালিত এক রাসায়নিক পরীক্ষায় একই রকম ফলাফল এসেছিল, যেখানে দেখা যায় প্রতি দশজনের একজন প্রেমাস্পদকে দেখে একই রকম প্রতিক্রিয়া দেখিয়েছে। গবেষণাটি করা হয়েছিল টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘চিরস্থায়ী সম্পর্কের ভিত’ শিরােনামে পরিচালিত একটি সমীক্ষা থেকে যেখানে ১৯৮১ সাল থেকে দীর্ঘদিন ১৬৮ টি দম্পতির ওপর জরিপ চালানাে হয়!

সত্যিকারের ভালােবাসা, যা আজীবন বহমান থাকে এবং সময়ের প্রলেপে মলিন হয়ে যায় না — আসলেই আছে। এটা এমন একটি অবিসংবাদিত সত্য — যা নারী কিংবা পুরুষের আড়ার আলাপে উঠে আসা দরকার। বিশেষ করে মধ্যবয়স্কদের জন্য তাে অবশ্যই ! চিরস্থায়ী ভালােবাসার জন্য দায়ী মস্তিষ্কের ‘বিস্মরণ অংশ’ জরিপে অংশ নেওয়া। ব্যক্তিদের দাবিকে সত্য প্রমাণ করেছে, এই প্রকারের ভালােবাসা সত্যিই আছে!

কিছু কিছু চল্লিশাের্ধ নারী ও পুরুষ তাদের চারপাশে প্রলয়কাণ্ড ঘটাতে শুরু করেন, যেন তারা এতকাল পর হঠাৎ করে জেগে উঠেছেন। জীবন সায়াহ্নে এসে উপনীত হয়েছেন বিধায় যা হাতছাড়া হয়ে গেছে তা কড়ায় গন্ডায় ফিরে পেতে চান। একপর্যায়ে তা নিজেকে তাে শেষ করেই, তিলে তিলে গড়ে তােলা এতদিনের প্রণয় - প্রাসাদটিও 'আমি আমার যা দায়িত্ব পালন করেছি, এখন একটু একাকী বাঁচতে চাই’ স্লোগানে ভেঙে মিসমার করে ফেলে!

সম্প্রতি মার্কিন বিজ্ঞানীদের এক গবেষণা দেখিয়েছে, নেশা জাগ্রত করে এমন কোনাে কেমিক্যাল যেমন 'কোকেইন'–এর তুলনায় ভালােবাসার অনুভূতি মস্তিষ্কে ১২ গুণ বেশি দায়িত্ববােধ সৃষ্টি করে।

নানান ক্রিয়া প্রতিক্রিয়ার নেপথ্যে মানবমস্তিষ্ক ভূমিকা রাখলেও হৃদয় (যা ভালােবাসার বৈশ্বিক প্রতীকও বটে) এই কার্যকৌশল থেকে বিন্দুমাত্র বেখবর থাকে না।

আদর-স্নেহ, শ্বাস-প্রশ্বাস, স্পর্শ ইত্যাদি রােমান্স পারিবারিক বন্ধন অটুট রাখতে ভূমিকা বামে। ব্যথা উপশমে ভালােবাসা মরফিনের [১] চেয়েও কার্যকরী।
____________

[১] মরফিন একটি জৈব যৌগ। মরফিন হলো আফিং– এর প্রধান উপাদান। এটি একটি উপক্ষার (Alkaloid) এবং প্রবলভাবে কার্যকর অপিওয়েড (Opiate) ব্যথানাশক। এটি সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে বাথার অনুভূতি নাশ করে। এটি অতি নিদ্রাকারকও বটে। এটি প্রাকৃতিকভাবে উৎপাদিত অ্যালকালয়েড জাতীয় পদার্থ যা অপিয়াম পপি নামক উদ্ভিদের অপরিপক্ক বীজের আঠালাে রস থেকে আহরণ করা হয়। — উইকিপিডিয়া

- ড. সালমান আল আওদাহ ফাক্কাল্লাহু আসরহ
https://t.me/SulaimanAlulwanBN