Get Mystery Box with random crypto!

বিয়ের সাথে সচ্ছলতার যেই সম্পর্কঃ আল্লাহ তা'আলা বলেন, আর তোমরা | হালাল রোমান্টিসিজম

বিয়ের সাথে সচ্ছলতার যেই সম্পর্কঃ

আল্লাহ তা'আলা বলেন,
আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী।
[সূরা নূরঃ ৩২]

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদিআল্লাহু তা'আলা আনহুমা) বলেন,
'আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বিয়ের নির্দেশ দিয়েছেন এবং তাতে সবাইকে উৎসাহিত করেছেন। এবং দায়িত্বশীলদের তাদের স্বাধীন ও গোলাম উভয় শ্রেণীকে বিয়ে করিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তারা অসচ্ছল হলে আল্লাহ তাদের এর বিনিময়ে সচ্ছল বানিয়ে দেওয়ার ওয়াদা করেছেন।'
[তাফসীরে ত্ববারী ১৯/১৬৬;আল মুদাউই লি ইলালিল জামেইস সগীর ২/২৩৪; তাফসীরে মারাগী, আহমাদ মুস্তফা আল মারাগী ১৮/১০৪]

ইবনে মাসউদ রাদিআল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত,
'তোমরা বিয়ে করার মাঝে সচ্ছলতা খোঁজ। কেননা আল্লাহ তা'আলা বলেছেন, 'তারা যদি দরিদ্র হয় তাহলে আল্লাহই নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দিবেন।'
[তাফসীরে ত্ববারী ১৯/১৬৬; আল মুদাউই লি ইলালিল জামেইস সগীর ওয়া শারহিল মুনাবী ২/২৩৫- দারুল কুতুব]

ইমাম ইবনু কাসীর রহ. এই আয়াতের তাফসীরে বলেন,
''রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পুরুষকে বিয়ে করিয়েছেন যিনি এতটাই দরিদ্র ছিল যে, তার কাছে একটা লুঙ্গি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি, এমনকি একটি লোহার আংটি খরিদ করারও সামর্থ্য তার ছিল না। এতদসত্ত্বেও তিনি (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঐ নারীর সাথে তার বিবাহ দিয়েছিলেন। স্ত্রীর জন্য মোহর হিসেবে স্বামী কেবল কুরআন থেকে যা মুখস্থ করেছেন তা নিজ স্ত্রীকে শেখাবে এই মর্মে ধার্য্য করেছিলেন।

আর এখানে এই যেই সচ্ছলতার ওয়াদা করা হয়েছে তা হচ্ছে, আল্লাহর তা'আলা অনুগ্রহ, করুণাবশত তাঁর ও তাঁর স্ত্রীর জন্য এমন রিযিকের ব্যবস্থা করবেন যা তাদের উভয়ের জন্য যথেষ্ট।''
[তাফসীরে ইবনু কাসীর ৬/৫১-৫২; সহীহ বুখারীঃ ৫০৩০; সহীহ মুসলিমঃ ১৪২৫]

আল্লামা ইবনু আশূর এই আয়াতের তাফসীরে বলেন,
''আল্লাহ তা'আলা এসকল বিবাহিতদের ওয়াদা দিয়েছেন যে, যদি সে আযাদ ও স্বাধীন থাকা অবস্থায় দরিদ্র হয় তাহলে আল্লাহ তাদের সচ্ছল বানিয়ে দিবেন, তবে এই সচ্ছলতা হচ্ছে হচ্ছে সচ্ছলতার মাধ্যম সহজ করে দিবেন। আর যদি সে গোলাম ও দাস হয় তাহলে তাঁর মুনিবকে আল্লাহ তা'আলা ব্যপক ধন-সম্পদ প্রদান করবেন (যাতে তার দাস ও গোলামের সাংসারিক খাতে ব্যয় করতে পারে)।''
[আত তাহরীর ওয়াত তানউইর ১৮/২১৭]

এর সাথে প্রাসঙ্গিক নিম্নোক্ত হাদীসটি।
রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিন শ্রেণির ব্যক্তিকে সাহায্য করাকে আল্লাহ নিজের উপর অত্যাবশকীয় করেছেন,
(১) আল্লাহর রাস্তায় জিহাদ কারী।
(২) এমন দাস ও গোলাম যে তার মুনিবের সাথে আজাদি আওয়ার জন্য কোন শর্ত আদায় করার ক্ষেত্রে চুক্তিবদ্ধ, এবং
(৩) যে ব্যক্তি নিজের চারিত্রিক পবিত্রতার জন্য বিয়ে করতে চায়।
[সুনানে তিরমিযীঃ১৬৫৫; সুনানে নাসাঈ ৬/৬১; সুনানে ইবনি মাজাহঃ ২৫১৮; মুসনাদে আহমাদ ২/২৫১- হাদীসের সনদ হাসান]

- শাইখ আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহ