Get Mystery Box with random crypto!

সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। | Bangladesh Islami Chhatrashibir

সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধু,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

তোমাকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ফুলেল শুভেচ্ছা। জানি, কাঙ্ক্ষিত জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পাড়ি দেওয়ার অপেক্ষায় প্রহর গুনছো তুমি। পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে এখন অটুট মনোবল আর দৃঢ় আত্মবিশ্বাসকে সঙ্গী করে প্রত্যাশিত সাফল্য অর্জনের একরাশ স্বপ্ন বুকে নিয়ে সাঁতার কেটে চলেছো বাস্তবতার সাগরে। সে সাফল্য সত্যি সত্যিই অর্জন করতে হলে তোমাকে চেষ্টা অব্যাহত রাখতে হবে দৃঢ় প্রত্যয়ের সাথে। কেননা তোমার দিকে গভীর প্রত্যাশার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তোমার পরিবার, সমাজসহ সমগ্র জাতি। সাফল্যের লক্ষ্যে পরীক্ষার পূর্ব মুহূর্তগুলো সঠিকভাবে কাজে লাগানো চাই। আগামীর সবুজ সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব যে তোমারই। বন্ধু! তুমিই হতে পারো সম্ভাবনার সে স্বপ্নচারী।

হে সম্ভাবনাময় সাথী,
বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে মেধা সবচেয়ে অত্যন্ত সম্পদ। অজ্ঞতা, দুর্নীতি ও নৈতিক স্খলনের শেষ সীমায় এসে পৌঁছেছে বর্তমান সমাজ। কলুষিত এ সমাজকে এখন নতুন করে সুন্দরভাবে গড়তে হবে। এর জন্য চাই তোমাদের মতো এমন কিছু মেধাবী; যারা খুলে দেবে সকল সম্ভাবনার দ্বার, যারা হবে সৃষ্টির প্রতি সহানুভূতিশীল ও মানবতার প্রতি দরদি, সেবা নিয়ে নয়; বরং সেবা দিয়ে হবে আনন্দিত। যাদের কাছে সমাজ কিংবা রাষ্ট্রের অর্পিত দায়িত্ব হবে আমানত স্বরূপ। জানি, তুমিও তাদেরই একজন হয়ে সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয়ী।

হে আলোর দিশারী,
অযুত সম্ভাবনার এই সবুজ সোনার দেশ আমাদের। যোগ্য নেতৃত্ব আর সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন আজও সম্ভবপর হয়ে উঠেনি। তুমি তো জানো, প্রাকৃতিক নিয়মে যেকোনো জঙ্গল গড়ে উঠতে পারলেও সুষ্ঠু পরিচর্যা ছাড়া একটি চোখ জুড়ানো প্রাণকাড়া বাগান কখনও গড়া যায় না। তাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যথাযথ পরিচর্যার মাধ্যমে তোমার মত তরুণদের মেধা, যোগ্যতা ও সততার সমন্বয় ঘটিয়ে ফুলে-ফলে সুশোভিত একটি বাগান পৃথিবীকে উপহার দিতে চায়। আর সেজন্যই তোমাদের মতো স্বপ্নচারী প্রজন্মকে গড়তে কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছে ছাত্রশিবির নামের এই আলোর কাফেলাটি। তোমাদের প্রাণপ্রিয় কাফেলা ছাত্রশিবির তোমাকে উজ্জ্বল সাফল্যের পথটি দেখিয়ে দিয়ে তোমার সহযাত্রী ও বন্ধু হয়ে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যেতে চায়। তোমাকেও আহবান করি, চলো, ছাত্রশিবিরের সহযাত্রী হয়ে ক্রমাগত সামনে চলার জন্য সংকল্পবদ্ধ হই।

মহান আল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য দান করুন। আমিন।