Get Mystery Box with random crypto!

☆ ☆ ইসলামী শিক্ষা দিবস উপলক্ষ্যে বই পাঠ প্রতিযোগিতা ২০২২ ☆ ☆ | Bangladesh Islami Chhatrashibir

☆ ☆ ইসলামী শিক্ষা দিবস উপলক্ষ্যে বই পাঠ প্রতিযোগিতা ২০২২ ☆ ☆

ইসলামী আদর্শের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের দাবি পেশ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালেক ভাই সন্ত্রাসীদের হাতে ১৯৬৯ সালের ১২ আগস্ট আহত হয়ে ১৫ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতবরণ করেন। তাঁর শাহাদাতের স্মরণে এবং ইসলামী শিক্ষাব্যবস্থাকে কার্যত এগিয়ে নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

➠পরীক্ষার পরিবর্তিত তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২২ । সময় : রাত ৭- ৮ টা

➠ বই পাঠ প্রতিযোগিতার অংশগ্রহণকারী ও বিষয় :
- অংশগ্রহণকারী : মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী
- বই : "প্রেরণার বাতিঘর" শহীদ আব্দুল মালেক স্মরণিকা

➠ বই পাঠ প্রতিযোগিতার পুরস্কারসমূহ-
প্রথম পুরস্কার : ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)
দ্বিতীয় পুরস্কার : ২০,০০০/- (বিশ হাজার টাকা)
তৃতীয় পুরস্কার : ১৫,০০০/- (পনেরো হাজার টাকা)
চতুর্থ পুরস্কার : ১০,০০০/- (দশ হাজার টাকা)
পঞ্চম পুরস্কার : ৫,০০০/- (পাঁচ হাজার টাকা)
ষষ্ট থেকে দশম : ২,০০০/- (দুই হাজার টাকা)
*পুরস্কারপ্রাপ্ত সবার জন্য থাকবে ক্রেস্ট ও সনদ

➠ পরীক্ষা পদ্ধতি ও নিয়মাবলী :
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।
- এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- মোট প্রশ্ন- ১০০টি।
- মোট সময়- ১ ঘণ্টা।

➠ পরীক্ষা সংশ্লিষ্ট বিস্তারিত নির্দেশনা ০২ সেপ্টেম্বর ২০২২ রাত ৯.৩০মিনিটে অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া হবে ইনশাআল্লাহ্‌।

➠ বইটি সংগ্রহ করতে নিম্নের অর্ডার ফরমটি পূরণ করুন : https://tinyurl.com/PreonarBatigorOrderForm

➠ বই সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন :
টেলিগ্রাম: https://t.me/msrahman2
হোয়াটস্যাপ: 01976520460

#August15
#IslamicEducationDay
#WeAreAbdulMalek
#Bangladesh