Get Mystery Box with random crypto!

মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ঘোষণা করেছে ছাত্রশিবির “একটি হলেও | Bangladesh Islami Chhatrashibir

মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ঘোষণা করেছে ছাত্রশিবির

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে/ সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে" স্লোগানকে সামনে রেখে ২১ জুন থেকে ২০ জুলাই ২০২২ পর্যন্ত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির।

এ উপলক্ষ্যে রাজধানীতে কর্মসূচির উদ্বোধন ও ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম। সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ছাত্র আন্দোলন সম্পাদক হাবিবুর রহমান, স্পোর্টস সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে যে নেয়ামতগুলো দান করেছেন তা গননার বাইরে। স্রষ্টার দেওয়া এ চমৎকার পরিবেশ আমরাই নষ্ট করছি বিভিন্নভাবে। আমাদের ভোগ-বিলাস ও দায়িত্বহীন জীবন যাপনের কারণে আল্লাহর দেওয়া নেয়ামতগুলো ধ্বংস করে ফেলছি। বিশেষ করে নির্বিচারে গাছ ধ্বংস করা হচ্ছে। ফলে মানুষের অতি প্রয়োজনীয় অক্সিজেনের সংকট হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দেশ-বিদেশের বিভিন্ন সংগঠন নানাভাবে কাজ করছে। এমনকি বিষয়টির গুরুত্ব বুঝাতে পানির নিচে পর্যন্ত কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু দূর্ভাগ্যের বিষয় হলো, এসব কর্মসূচি বেশিরভাগই আনুষ্ঠানিকতা কেন্দ্রীক।

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির গতানুগতিক চিন্তাধারার বাইরে গিয়ে কাজ করে। আজকের এ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সবুজ বাংলাদেশের সবুজ চিত্র হারিয়ে যাওয়া থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা প্রতিবছরই এ কর্মসূচি পালন করে আসছি। তবে এবার আমাদের আরেকটি বিশেষ উদ্যোগ হচ্ছে ছাত্রশিবিরের ২৩৪জন শহীদের নামে একটি করে বাগান তৈরি করা হবে। আমরা এর আগে ১ লক্ষ ৪৭ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছিলাম এবং ১ লক্ষ ৫২ হাজার গাছের চারা রোপন করে সেই মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছি। তবে আমরা মনে করি, বৃক্ষরোপণ কোনো সংখ্যায় সীমাবদ্ধ করে ফেলার সুযোগ নেই। এ লক্ষ্যেই ইসলামী ছাত্রশিবির এবার ২৩৪টি বাগান তৈরির বড় উদ্যোগ গ্রহণ করেছে। আমরা গাছে গাছে দেশকে ভরিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। আমরা মনে করি ছাত্রশিবিরের এ উদ্যোগের সাথে দেশের সচেতন নাগরিক ও ছাত্রসমাজকে এগিয়ে আসা দরকার। আমরা আহবান রেখে বলতে চাই, ধরণীকে রক্ষা করার জন্য সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন। আল্লাহর এ জমিনকে পরিপূর্ণভাবে আবাদ করার জন্য গাছের কোন বিকল্প নেই। ছাত্রশিবির উদ্যোগ গ্রহণ করেছে প্রত্যেক জনশক্তি ৫টি করে গাছের চারা রোপন ও বিতরণ করবে। এ উদ্যোগ বাস্তবায়ন হলে এবারও মাইলফলক অর্জিত হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, সবুজ বিপ্লব সাধনে সকল মানুষকে বিশেষ করে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। একই সাথে পরিবেশবাদী সংগঠন ও সংশ্লিষ্ট সকলকে ছাত্রশিবিরের এ কার্যক্রমে সহায়তা করার জন্য আহবান জানাচ্ছি। ইসলামী ছাত্রশিবিরের এ উদ্যোগকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আমি কেন্দ্র থেকে শুরু করে উপশাখা পর্যন্ত সকল জনশক্তির প্রতি আহবান রাখছি।

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে রয়েছে,
- ছাত্রশিবিরের ২৩৪ জন শহীদের নামে ১টি করে বাগান তৈরি করা হবে।
- প্রত্যেক জনশক্তি ১টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করবেন।
- প্রত্যেক জনশক্তি ২টি করে চারা বিতরণ করবেন।
- প্রত্যেক সাংগঠনিক থানা শাখা ১০০টি করে গাছের চারা রোপণ বিতরণ নিশ্চিত করবে।
- সাধারণ ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ করা হবে।
- বৃক্ষনিধন রোধ ও বৃক্ষরোপণের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
- শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের আঙিনায় গাছের চারা রোপণ করা হবে।
- নদী ভাঙ্গনসহ যেকোনো ভাঙ্গন রোধে এবং বেড়িবাঁধে পরিকল্পিতভাবে গাছ লাগানোর ব্যবস্থা করা হবে।
- কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ বৃক্ষরোপণকারী ১০ জন কে বৃক্ষবন্ধু/পরিবেশ বন্ধু এওয়ার্ড প্রদান করা হবে।
- বিগত বছরের রোপিত চারা গাছের পরিচর্যা করা হবে।

#TreePlantation
#Bangladesh
#Shibir