Get Mystery Box with random crypto!

শরিয়তের দৃষ্টিতে প্রথম ইমারত গঠনের মাধ্যমেই খেলাফতের সূচনা হয়ে | আযযাম আল গালিব

শরিয়তের দৃষ্টিতে প্রথম ইমারত গঠনের মাধ্যমেই খেলাফতের সূচনা হয়ে যায়। আর প্রথম আমিরুল মুমিনীনের প্রতি বায়াতই খলিফার প্রতি বায়াত সাব্যস্ত হয়।
.
শরিয়তের দৃষ্টিতে ইমারত ও খেলাফতের পারিভাষিক ভাবে কোনো পার্থক্য নাই। শুধু শব্দগত পার্থক্য বিদ্যমান।
.
প্রথম আমিরুল মুমিনীনের হাতে বায়াত দেয়া প্রত্যেকের জন্যই ওয়াজিব।
.
ইমারতের আমিরের প্রতি বায়াত আর খলিফার প্রতি বায়াত বলে শরিয়তে আলাদা কিছু নাই।মুলত প্রথম ইমারতের আমিরই সবার বায়াতের হকদার। বাকি দ্বিতীয় আলাদা ইমারত সৃষ্টি হলে তারাও প্রথম আমিরের কাছে বায়াত দিবেন এটাই শরিয়তের নির্দেশ।
.
অর্থাৎ শরিয়তের দৃষ্টিতে খিলাফতের সূচনা ৯৬ সালেই হয়ে গেছে আমিরুল মুমিনীন মো ল্লা ও ম র রহ. এর বায়াতের মাধ্যমে।
.
এ ব্যাপারে বিস্তারিত দেখুন- শাইখ আবু মুনযির আশ শানকিতী এর ফতওয়ায়: https://t.me/iolbn/205