Get Mystery Box with random crypto!

আমিরুল মুমিনীন মৌলভি হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফি. এর প্রতি আমি | আযযাম আল গালিব

আমিরুল মুমিনীন মৌলভি হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফি. এর প্রতি আমিরুল মু জা হি দ শাইখ আ য় মা ন আয যা ও য়া হি রি হাফি. এর বায়াত:
.

আল-কা য়ে দার আমীর হিসেবে আমি আপনার কাছে আমাদের বাইয়াত পুনঃব্যক্ত করছি যা কিনা শাইখ উ সা মার (আল্লাহ্‌ তাঁর উপর রহম করুন) প্রদর্শিত পথ। মুসলিম উম্মাহকে তিনি ইসলামী ইমারাতকে সহযোগিতার এবং আনুগত্যের আহবান করতেন। আমিও সেই আহবান পুনঃব্যক্ত করছি।
.
আমরা আপনার নিকট আল্লাহ্‌র কিতাবের উপর, রাসুলুল্লাহ (তাঁর উপর আল্লাহ্‌র শান্তি বর্ষিত হোক)  এর সুন্নাতের উপর, সঠিক পথ নির্দেশিত খিলাফায়ে রাশেদিনের (আল্লাহ্‌ তাদের সকলের উপর সন্তুষ্ট হন)  পথের উপর আনুগত্যের বাইয়াত করছি। আমরা বাইয়াত করছি শরীয়াহ প্রতিষ্ঠার যতক্ষণ না সমস্ত ভূমি ইসলামী শরিয়ার ছায়াতলে না আসে; সেসকল ভুমির যা ইসলামী শরিয়াহ দ্বারা শাসিত এবং যা এখনও শাসিত নয়; পরিচালিত অথবা এখনও পরিচালিত নয় – সেখানে উর্ধ্বে কোন শাসক নেই, নেই কোন বিরুদ্ধ মতের ক্ষমতা। আমরা আপনার নিকট এ মর্মে বাইয়াত করছি যে, আমরা সে সকল ভূমি ও শাসন থেকে মুক্ত যা আল্লাহ্‌ ব্যতিত অপরের আইন দ্বারা শাসিত, সেই চুক্তি থেকে মুক্ত যা শারীয়ার সাথে সাংঘর্ষিক, চাই তা মুসলিম ভূমির ই হোক বা অপর কোন সংস্থার ই হোক।
.
আমরা আপনার নিকট বাইয়াত করছি জি হা দ চালিয়ে যাবার যতক্ষণ না পর্যন্ত শেষ এক ইঞ্চি পরিমান ছিনিয়ে নেয়া মুসলিম ভূমি পর্যন্ত আমরা মুক্ত করতে সক্ষম হই; হোক তা কাশগার থেকে ইন্দোনেশিয়া, ককেসাস থেকে মধ্য আফ্রিকা, কাশ্মীর থেকে কুদস, ফিলিপিন থেকে কাবুল, বুখারা থেকে সমরকান্দ। আমরা বাইয়াত করছি সেই সকল শাসকের বিরুদ্ধে জি হা দ চালিয়ে যাবার যারা শরীয়ার বিপরীত আইন দেয় ও মুসলিমদের উপর সেই কুফরী আইন কায়েম করে, যারা দুর্নীতি ছড়ায় এবং মুসলিমদেরকে মুরতাদ শাসনের গোলামীতে আটকে রেখেছে।
.

এবং এ জি হা দ তাদেরও বিরুদ্ধে যারা শরিয়াহ এর আইনকে হেয় করে এবং কাফেরদের দর্শন প্রচার করে, যারা মুসলিম উম্মাহর সম্পদ শত্রুদের হাতে অর্পণ করে।
.
আমরা আপনার নিকট বাইয়াত করছি এই মর্মে যে, আমরা আমাদের সর্বোচ্চ সাধ্যমত অসহায় মুসলিমদের সাহায্য করব তারা যেখানেই থাকুক, আমরা উত্তম কাজের প্রসার ঘটাবো, যা কিছু খারাপ আমরা তাঁর প্রতিকার করব।
.
আমরা বাইয়াত করছি, আমরা ইসলামিক সাম্রাজ্যের ও তার নেতৃবৃন্দের প্রতিরক্ষা করব যতক্ষণ তারা আমাদের আল্লাহ্‌র কিতাব ও তাঁর রাসুলের (তাঁর উপর আল্লাহ্‌র শান্তি বর্ষিত হোক) সুন্নাহের উপর পরিচালিত করবেন।
.

বাইয়াত করছি এই মর্মে যে, নবুওয়াতের আদলেই আমরা খিলাফা প্রতিষ্ঠা করব যা মুসলিমদের শুরা থেকে তাদের পছন্দ অনুযায়ীই হবে। সেই খিলাফাহ যা ন্যায় প্রতিষ্ঠা করবে, একে অপরকে নাসীহাহ এর জন্য উদ্বুদ্ধ করবে, নিরাপত্তা প্রতিষ্ঠা করবে, জুলুমকে প্রতিহত করবে, ফিরিয়ে দেবে মানুষের অধিকার এবং যারা জি হা দের কালো পতাকা তুলে ধরবে
.
আমরা আপনার নিকট উল্লেখিত সমস্ত বিষয়ের উপর বাইয়াত করছি, বাইয়াত করছি শোনার ও আনুগত্যের খারাপ ও ভাল সময়ে; সহজ ও কঠিন সময়ে; আমাদের সর্বোচ্চ সাধ্যমত
.
আমরা আল্লাহ্‌র নিকট সাহায্য চাই তিনি যেন আমাদের এ বাইয়াত পরিপূর্ণ করার তৌফিক দান করেন এবং আপনাকেও এ গুরুদায়িত্ব পালনে সাহায্য করেন।
.
হে আমাদের নেতা আমিরুল মু’মিনিন মৌলভী হিবাতুল্লাহ, আল্লাহ্‌ আপনাকে হেফাজত করুন ও হেদায়েত দিন। আল্লাহ্‌ আযযা ওয়া যাল আপনাকে ও আপনার দুই পূর্বসূরী আমিরুল মু’মিনিন মো ল্লা মু হা ম্মা দ ও ম র ও মো ল্লা আ ক্তা র মু হা ম্মা দ মা ন সু র (আল্লাহ্‌ তাদের উভয়কে দয়া করেন)  কে মর্যাদা দান করেছেন। আপনাদের হাতে আল্লাহ শিয়া ও কমুনিস্টদের বিরুদ্ধে জি হা দে বিজয় দান করেছেন, প্রতিষ্ঠা করেছেন ইসলামিক রাষ্ট্র। আল্লাহ্‌ আপনাদের হাতেই ওসমানী খেলাফত পতনের পর প্রথম স্বীকৃত ইসলামিক রাষ্ট্র দান করেন আজও যেটি ছাড়া কোন স্বীকৃত ইসলামিক রাষ্ট্র নেই। এটি জি হা দ প্রতিষ্ঠা করেছে সৎ কাজের আদেশ ও মন্দ কাজের প্রতিহত করনে, ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠা করার লক্ষ্যে। মু জা হি দ ও মুহাজিরগন সকলেই এর বৈধতা সম্বন্ধে অবগত এবং তাদের আন্তরিকতার কারনে তারা এর প্রতি আনুগত্যের বাইয়াত করেছেন। আমাদের ইমাম শাইখ উ সা মা বিন লা দে ন (আল্লাহ্‌ তাঁর উপর রহম করুন)  ও এ রাষ্ট্রের বাইয়াত দেন এবং সকল মুসলিমকেই তা করতে আহবান করেন। তিনি তাঁর এ বাইয়াত আনুগত্যের চূড়ান্ত বাইয়াত হিসেবে ঘোষণা করেন এবং যেই মুসলিম মাত্ররই উ সা মা বিন লা দে নের নিকট অথবা আল-কা য়ে দার নিকট আনুগত্যের বাইয়াত রয়েছে তা সবই এর আওতাধীন হয়ে যায়।
.
আল্লাহ্‌ আযযা ওয়া যাল আপনাকে সম্মানিত করেছেন ক্রুসেডারদের অগ্রযাত্রার বিরুদ্ধে দাঁড় করিয়ে, নিজেদের জান ও মাল কুরবানী করে মু জা হি দ ভাইদের নিরাপত্তা দানের বাবস্থা করে। আর এটা আল্লাহ্‌র অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন।