Get Mystery Box with random crypto!

ছাত্রভাইদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইমারতে ইসলামিয়্যা | আযযাম আল গালিব

ছাত্রভাইদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইমারতে ইসলামিয়্যাহকে পুনর্গঠন করা।
.
এতদিন তারা ছিলো একটা গেরিলা দল। জনগনের ব্যাপারে খুব বেশি দায়িত্বশীল ভুমিকা পালন করার প্রয়োজন হয়নি। হিট এবং রান পদ্ধতিতে আক্রামন করে আবার লোকালয়ে হারিয়ে গেছে।
.
কিন্তু আজ তারা ইমারতের শাসক। শাসক হিসেবে রাষ্ট্রের জনগনের সাথে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। জনগনের মৌলিক প্রয়োজন মিটাতে হবে। জনগনের সমস্যার সমাধান করতে হবে। এক্ষেত্রে যে অর্থনৈতিক ভিত্তি দরকার তা বর্তমানে তাদের হাতে নেই।
.
আ ফ গা নের সেন্ট্রাল ব্যাংক প্রায় খালি। দেশের মোট সংরক্ষিত অর্থের এক শতাংশও ছাত্রভাইদের হাতে যাওয়ার সম্ভাবনা নাই। অধিকাংশ অর্থ - স্বর্ণ ইংল্যান্ড আমেরিকার ব্যাংকে রিজার্ভ করা।
.
সেক্ষেত্রে এখন ছাত্রভাইদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠা এবং একটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রকে পুনর্গঠন করা।
.
অধিকাংশ বিপ্লব ও তার উদ্দেশ্য এই পর্যায় গিয়ে ধ্বংস হয়ে যায়। এই পর্যায়টা যেকোনো বিপ্লবী আন্দোলনের জন্য সবচেয়ে ডেঞ্জারাস টাইম।
.
এই মুহুর্তে ছাত্রভাইদের দরকার তাদের দেশে বিনিয়োগকারী ব্যবসায়ী ও সেবাদানকারি অন্যান্য প্রতিষ্ঠানের।
.
যদি মুসলিম উম্মাহ এক্ষেত্রে এগিয়ে আসে তাহলে ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জ ছাত্রভাইয়েরা সফলতার মোকাবেলা করতে পারবে কিন্তু যদি ৯৬ থেকে ২০০০ সালের মত অবস্থা হয় এবং মুসলিম উম্মাহ মুখ ফিরিয়ে রাখে তাহলে সত্যিকার ভাবেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করা ছাত্রভাইদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যেতে পারে।
.
আল্লাহ তা'আলা সব কিছু সহজ করে দিন। এই শরিয়তের ছায়ায় ব্যবসা বানিজ্যে ভরপুর কামিয়াবী দান করুন।