Get Mystery Box with random crypto!

ডাবল গেম! . পাকিস্থানি সাংবাদিক হামিদ মীরের একটা লেখা পড়লাম ও | আযযাম আল গালিব

ডাবল গেম!
.
পাকিস্থানি সাংবাদিক হামিদ মীরের একটা লেখা পড়লাম ওয়াশিংটনপোস্টে। যার শিরনাম ছিলো " তা লে বা ন রা আমাদের সবার সাথে ডাবল গেম খেলছে"।
.
সেখানে হামিদ মীরের যুক্তি ছিলো- তা লে বা নরা একদিকে পশ্চিমাদের সাথে চুক্তি করছে তাদের দেশ থেকে কাউকে আক্রামন করতে দেওয়া হবে না - অপরদিকে তা লে বা নের সহযোগী সংগঠন টিটিপি পাকিস্থানে নিয়মিত আক্রামন চালাচ্ছে!
.
আর বাস্তবতাও তাই!
.
কিন্তু আ ফ গা নে শুধু তা লে বা নরাই ডাবল গেম খেলছে না - ওখানের সব খোলায়াররাই ডাবল গেম খেলতেছে। তা লে বা নের সাথে চুক্তির পরেও আমেরিকা সরকারকে সহযোগীতার জন্য তা লে বা নের উপর বিমান হামলা চালিয়েছে। এটা তো আমেরিকার দ্বিমুখী চরিত্র! একদিকে বলছে যুদ্ধ করবে না অপরদিকে প্রকাশ্যেই সেই চুক্তি ভঙ্গ করে বিমান হামলা করছে!
.
ভারত এই যুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় সহযোগী ছিলো! চুক্তির পরেও সরকারকে সাহায্যের জন্য অর্থ - অস্ত্র সবই দিয়েছে।
.
এভাবে আ ফ গা নে কেউই একমুখী চরিত্রে থাকে নাই! সবাই এখানে ডাবল রোল প্লে করতেছে! পাকিস্থান ইরান চীন আমেরিকা ভারত সবাই!।
.
কারন তা লে বা ন রা ক্ষমতায় যাক এটা কেউই পছন্দ করতেছে না। ভৌগলিক ভাবে আ ফ গা নের গুরুত্ব অনেক। প্রাকৃতিক সম্পদও কম নয়। কেউই এই ভুখন্ড হাতছাড়া করতে রাজি না। এখানে এক সম্প্রাজ্যের মৃত্যু দেখেও অন্য আরেকজন আসে এই মৃতফাদে পতিত হতে! এটা শুধু শুধু না! এখানে কারন আছে!।
.
আ ফ গা ন যার হাতে পুরো এশিয়া তার হাতে!
.
তাই এখানে একদিকে তারা সবাই মিলে তা লে বা ন কে ধ্বংস করতে চাচ্ছে আবার যুদ্ধ চালাতে ব্যর্থ হওয়ার কারনে ওখান থেকে চলে যেতেও বাধ্য হচ্ছে।
.
যদি যুদ্ধ করার সামর্থ্য থাকতো তাহলে আমেরিকা কখনই যেতো না।
.
বাধ্য হয়ে তারা তা লে বা নের হাতে আ ফ গা ন ছেড়ে যাচ্ছে। কিন্তু তা লে বা নের বিরুদ্ধে যুদ্ধ শেষ করেনি। প্রকাশ্যে চুক্তি করে তা লে বা নের সাথে একদিকে কাজ করতে চাইবে অন্য দিকে তা লে বা নকে ধ্বংসের জন্য চেষ্টা চালাবে। আর এই যুদ্ধ চিরন্তন এক যুদ্ধ! চলমান.. চলতে থাকবে!.
.
তা লে বা ন রা ডাবল গেম খেলতেছে বলেই তা লে বা নরা এখন গুরুত্বপূর্ন। আমেরিকা চীন সবাই তাদের সাথে বসতে বাধ্য হচ্ছে। সবাই নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছে তা লে বা নের কাছে!
.
বিশ্ব রাজনীতিতে তা লে বা নের উথান বহু দেশের ভৌগলিক সীমানা বদলে দিবে! সামনের দিনগুলোতে এই ডাবল গেমের খেলা কতটা উপভোগ্য হবে সেটাই দেখার বিষয়!