Get Mystery Box with random crypto!

আকীদা ও তাওহীদ - Aqedah Tawhed

टेलीग्राम चैनल का लोगो aqedahtawhed — আকীদা ও তাওহীদ - Aqedah Tawhed
टेलीग्राम चैनल का लोगो aqedahtawhed — আকীদা ও তাওহীদ - Aqedah Tawhed
चैनल का पता: @aqedahtawhed
श्रेणियाँ: धर्म
भाषा: हिंदी
ग्राहकों: 3.09K
चैनल से विवरण

@AqedahTawhed গ্লোবাল মানহাযের শুধুমাত্র সমর্থক ও অনুসারীদের একটি আনঅফিসিয়াল চ্যানেল।
Highly Recommended:
@IslamicOnlineLibrary
@Tazkiyah17
@UmmahNaseed
@FootstepsOfTheAshaab
@MediaReleases
@ilsbn1
@SawtulUmmah
@ibpbn

Ratings & Reviews

3.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

2

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 3

2021-08-18 11:10:41 আফগানিস্তানে মু জা হি দি ন দের তামকিন লাভের পর, ইতিপূর্বে যাদের কিছুটা বাহ্যত বৈরী মনে হতো (কৌশলগত বা যে কারণেই হোক), তাদের অনেকেই আনন্দিত হয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন।
.
তন্মধ্যে হামাসের প্রধান ইসমাঈল হানিয়া, মাওলানা তাকি উসমানী হাফিঃ, মাওলানা মিজানুর রহমান আজহারী (দা বা) সহ অনেক সম্মানিত ব্যাক্তিবর্গ শামিল আছেন।
.
অথচ, নিজেদের মু জা হি দি ন দের মানহাজের অন্তর্ভুক্ত হওয়ার আত্মশ্লাঘা থেকে অনেকেই এতে শুকরিয়া আদায় না করে, বরং মুসলিমদের মাঝে ব্যাপকভাবে অনুসৃত ও সম্মানিত এসকল ব্যাক্তিবর্গকে হেয় প্রতিপন্ন করছেন। ইন্না লিল্লাহি ওয়া...!
.
হে আমার প্রিয় ভাইয়েরা!
মক্কা বিজয়ের পর আবু সুফিয়ান, সাফওয়ান ইবন উমাইয়াদের ইসলাম কবুল না করে কি ধিক্কার দেয়া হয়েছিল?? অথচ উনারা ইসলামের শত্রুতায় ছিলেন ইমামদের অন্তর্ভুক্ত!!
আর আমাদের কি হলো যে আমরা মুসলিমদের, বরং উলামায়ে কেরাম ও নের্তৃস্থানীয়দের অতীত উপেক্ষা করতে বা ছাড় দিতে প্রস্তুত না!! সুবহান'আল্লাহ।
.
হে আমার ভাই!
ইসলাম, জি হা দ বা তামকিন আমাদের ব্যাক্তিগত বা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদ না। আমাদের কারোরই অধিকার নেই মানুষকে হকের পথ থেকে বীতশ্রদ্ধ করার! মানুষকে ইসলাম বা জি হা দ থেকে বিমুখ করে এমন কিছু বলার বা করার নূন্যতম বৈধতাও আল্লাহ তা আলা আমাদের দেন নি!
.
নিশ্চয়ই অন্যের ভুলের ফলে আপনি পুরস্কৃত হবেন না।
.
.
বিজয়ের পরে হকগ্রহণ সহজ হওয়া একটি চিরাচরিত সুন্নাহ।
বিজয়ের পরে মানুষ দলে দলে হকের দিকে আসে বলেই তো আল্লাহ তা আলার কাছে বিজয়ের আগের খাদেমদের ইজ্জত ও জাযা বেশী।
.
.
আমাদের শায়খ স্বীয় কিতাব "ইদারাতুত তাওয়াহহুশ" এ যা বলেছেন তা লক্ষ্য করুন, উপলব্ধি করুন এবং মেনে চলুন (নিশ্চয়ই এই কিতাবের মানহাজই 'তাওয়াহহুশি' তা-লি-বা-নদের বিজয় এনে দিয়েছে আল্লাহর হুকুম ও অনুগ্রহে):-
.
"লক্ষ্য করুন, যখন আমরা বলছি যে, সাধারণ মানুষের বিষয়টি একটি জটিল সমীকরণ’, তখন আমরা কিন্তু এটা বুঝাচ্ছি না যে, আমাদের আন্দোলন তাদের উপর নির্ভরশীল।
.
আমরা জানি, তা-গু-ত তাদের মানসিকতায় এমনভাবে পরিবর্তন এনেছে যার ফলে সাধারণ জনগণের ওপর তেমন একটা ভরসা করা যায় না।
.
আমরা এও জানি, বিজয় না আসা পর্যন্ত তাদের এ অবস্থার তেমন উন্নতি সম্ভব না। (যাই হােক) আম জনতার মধ্যে যারা আমাদের ডাকে সাড়া দিবে না (সম্ভবত এদের সংখ্যাই বেশি হবে) তাদের ক্ষেত্রে আমাদের পলিসি হবে, তাদের সহানুভূতি আদায় করা, কমপক্ষে তাদেরকে নিরপেক্ষ ভূমিকায় রাখা।"

– লিখেছেন: মুহতারাম হাসান আবদুস সালাম হাফিজাহুল্লাহ্
facebook.com/hasan.abdussalam.3
675 views08:10
ओपन / कमेंट
2021-08-17 07:25:03 Join: https://t.me/FootstepsOfTheAshaab
305 views04:25
ओपन / कमेंट
2021-08-17 07:24:40 সংশয়ঃ "এক ভাই, উনি জেনারেল শিক্ষিত, তো উনি সংশয় প্রকাশ করছেন যে, তালেবান এত অল্প সময়ে এমন বিশাল একটি দেশ কিভাবে বিজয় করে নিতে পারে। আবার আমেরিকা সেখান থেকে হুট করে চলে গেল।" উনি এই দুইটা বিষয় মিলচ্ছেন। উনি মনে করছেন হয়ত হাত থাকতে পারে। বা অন্য কিছু।

জবাবঃ আল্লাহর কুদরতের উপর যাদের পূর্ণ ঈমান ও একীন আছে এবং ইসলামের ইতিহাসের ব্যাপারে মোটামুটি অবগত আছে, তারা কখনোই এমন বিজয় নিয়ে সংশয়ে পড়তে পারেন না।

দ্বিতীয়ত: এ বিষয়টি সর্বজন স্বীকৃত যে, আফগানে তালেবান ও আমেরিকা ২০ বছর যাবৎ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাহলে তালেবানের এই বিজয় হুট করে হলো কিভাবে? আর আমেরিকাই বা কিভাবে হুট করে চলে গেল?!

মোটকথা: এমন অবান্তর সংশয়ের পিছনে পড়া, আমাদের কোন ভাইয়ের কাজ হতে পারে না। আর তাদের খোঁড়া যুক্তির উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করছি না।

বি.দ্র. এখন সর্বমহলে এই বিষয়টি আলোচিত হচ্ছে। সবাই যার যার মত করে বিশ্লেষণ করছে ও নিজেদের মতামত দিচ্ছে। তাই সবার কথার দিকে কান না দিলে ভাল হয়। তাছাড়া দলীলবিহীন কথার দলীল খোঁজা হাস্যকর ব্যাপার মনে হয়।

– দাওয়াহ ইলাল্লাহ্ ফোরাম থেকে
@FootstepsOfTheAshaab
221 views04:24
ओपन / कमेंट
2021-08-16 19:24:17 ১৯১৭ এর অক্টোবর বিপ্লব পরিণামে বিংশ শতাব্দীতে দাবানলের মত কমিউনিজম ছড়িয়ে দিয়েছিল।

কিন্তু আফগান ও আরব মু জা হি দিনদের নের্তৃত্বে পরিচালিত জি হা দের ফলে ১৯৯২ সালে আনুষ্ঠানিকভাবে সমাজতন্ত্রের কবর রচিত হয়। পতন ঘটে সোভিয়েত রাশিয়ার আধিপত্যের।
.
একইভাবে ২০২১ সালের আগস্টে অপর পরাশক্তি আমেরিকার শেষের শুরুও একইভাবে একই স্থানে সংঘটিত হলো। ফা লিল্লাহিল হামদ।
.
খুরাসানের মু জা হি দি ন রা কেমন যেন আবু বকর রাঃ এর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাঃ কর্তৃক তৎকালীন দুই সাম্রাজ্য রোমান ও পারস্যকে পদানত করার ইতিহাসকেই স্মরণ করিয়ে দিল। সুবহান'আল্লাহ!
.
এই শতাব্দী যে ইসলামের প্রভাব ও প্রসারণের শতাব্দী এমনটা আগেও বলা হচ্ছিল, এখন আল্লাহ তা আলার পক্ষ থেকে চাক্ষুষ প্রমাণ দেয়া হলো। যাতে যে বেঁচে থাকে, সে যেন প্রমাণ সহকারেই বেঁচে থাকে।
.
নিশ্চয়ই একবিংশ শতাব্দী তৃতীয় বারের মতো ইসলামের প্রভাব-প্রতিপত্তি ও আদর্শের পুনর্জাগরণের শতাব্দী, যা ইতিপূর্বে ৭ম শতাব্দীতে আমাদের নবী সাঃ ও তাঁর সাহাবায়ে কেরাম এবং ত্রয়োদশ শতাব্দীতে মামলুকদের নের্তৃত্বে এই গ্রহ প্রত্যক্ষ করেছিল!!
.

নিশ্চয়ই শরিয়াহ, বাস্তবতা ও ইতিহাস প্রমাণ করেছে-
দাওয়াহ, ইলম আর অস্ত্রের সুষম প্রয়োগের এই মানহাজেই আছে জীবন ও সম্মান, যদিও গাফেল, ভীরু-কাপুরুষ আর দুনিয়াপ্রেমীরা বিপরীতটাই দাবী করে থাকে।

.
হাকিমুল উম্মত শায়খ আইমান যা বলেছেন দুনিয়াবি ও পরকালীন মুক্তি, তথা তামকীনের পথ ও পন্থার ব্যাপারে সেটাই আসল কথাঃ-
"দাওয়াত ও জি হা দের পথই হচ্ছে মুক্তির পথ। কুরআন-সুন্নাহয় বর্ণিত পথ। বাস্তবতা ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে স্বীকৃত পথ।"
.
ইয়া আল্লাহ! যারা না দেখে আপনার ওয়াদায় আস্থা রাখতে সংকোচ বোধ করতো, তাদেরকে এবার বোঝার তাওফিক দিন।
.
فَإِنَّها لا تَعْمَى الْأَبْصارُ وَلكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ
‘প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়।’ -সূরা হজ্ব ২২ : ৪৬

লিখেছেন: মুহতারাম হাসান আবদুস সালাম হাফিজাহুল্লাহ্
Follow: facebook.com/hasan.abdussalam.3
591 views16:24
ओपन / कमेंट
2021-08-16 19:22:18
@GraphicForDawah
88 views16:22
ओपन / कमेंट
2021-08-16 17:53:22
310 views14:53
ओपन / कमेंट
2021-08-16 16:15:25 আমাদের কিছু ভাই অনেক নিচু মনের। তালিবের বিজয়ের দিনে উনারা নিজেদের নিচু মনের পরিচয় দিচ্ছেন। উনারা মাওলানা আযহারি সহ অনেক আলিমদের তুচ্ছতাচ্ছিল্য করছেন, খোঁটা দিচ্ছেন, যারা পূর্বে তালিবের ব্যাপারে কিছু ভুলভাল বলেছেন, কিন্তু উনারা আজকের এই বিজয়ের দিনে তালিবের প্রশংসা করেছেন।

আরে ভাই তালিব যদি নিজেদের হত্যাকারীদের ক্ষমা করে দিতে পারে, আপনারা এই আলিমদের ক্ষমা করতে পারেন না? যারা নিজেদের ভুল বুঝার কারণেই আজকে প্রশংসা বাক্য বলছেন? আপনারা কবে উচু মনের পরিচয় দিবেন?

– Muhtaram Saeed Abdullah Yusuf
Follow: https://m.facebook.com/profile.php?id=100052940406434
416 viewsedited  13:15
ओपन / कमेंट