Get Mystery Box with random crypto!

আমাদের নিজেদের স্বার্থ মত ইসলামের কিছু গ্রহণ করি আবার কিছু বর্ | আল-জামী

আমাদের নিজেদের স্বার্থ মত ইসলামের কিছু গ্রহণ করি আবার কিছু বর্জন করি। আমাদের মনে রাখা দরকার যে, কিছু গ্রহণ করলাম আর কিছু বর্জন করলাম -- এমন ইসলাম আমাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। আল্লাহ আমাদের জন্য যে ইসলাম মনোনীত করেছেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলাম আমল করে দেখিয়েছেন সেই ইসলামেই রয়েছে আমাদের সমাধান।
.
আপনি যদি বিনোদন হিসেবে নাটক পছন্দ করেন, কিন্তু একই সাথে ক্লোজ আপের কাছে আসার গল্পের বিরোধিতা করেন, আর এ অবস্থানকে খুব সঠিক মনে করেন তাহলে তা বিলাসিতার নামান্তর। আসলে দুইটি একই গন্তব্যের রাস্তা।
.
তাই সমাধান খুঁজে পাবার আগে আমাদের স্বীকার করতে হবে মূল সমস্যাকে। আর তা হচ্ছে, জাতি হিসেবে আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। আমরা আমাদের ধর্ম বিশ্বাস, আদর্শ এবং মৌলিক চেতনা গুলো পরিত্যাগ করে শয়তানের সংস্কৃতি গ্রহন করেছি। আর এজন্য আজ ক্লোজ আপের মত পতিতার দালাল রা আমাদের সামনে, "নিজের ঈমান বেচে দিয়ে কথিত ভালোবাসার সবক শিখিয়ে পার পেয়ে যায়" কিন্তু "ঈমান এবং তাওহিদের কথা বলা" সম্মানিত আলেম উলামা গন অন্ধ প্রকোষ্ঠে বন্দী থাকেন!
.
আমাদের পরিচয় শুধু নিছক কোন জাতি, গোষ্ঠী হিসেবে পরিচয় নয়। বরং আমাদের পরিচয় ওহী নির্ভর পরিচয়। আমাদের পরিচয়ের পক্ষে মহান আল্লাহ তা'আলা ওহী নাজিল করেছেন এবং আমাদের পরিচয় সংরক্ষণের জন্য আল্লাহ ইসলামকে আমাদের জীবন বিধান হিসেবে দিয়েছেন। আপনি যদি নিজের পরিচয় ভুলে যান এবং সৃষ্টিকর্তার দেয়া সমাধান বাদ দিয়ে নিজেই সমাধান খুঁজতে যান তাহলে আপনি কখনই সমাধান খুঁজে পাবেন না।
.
তাই, আমরা আমাদের পরিচয় হারিয়েছি এটা স্বীকার করে নিলে সমস্যা সমাধানের প্রথম ধাপটি সম্পন্ন হয়। আর পরবর্তি ধাপ হচ্ছে, আমাদের মূল পরিচয়ে ফিরে আসা, আল্লাহর কিতাব এবং সুন্নাহর দিকে ফিরে আসা।
.
নিশচয়ই আপনাকে স্মরণ রাখতে হবে যে, বাতিল ও ভ্রান্তি অনেক। তাদের অগণিত চেহারা। বিপরীতে সরল ও হিদায়াতের পথ একটাই। আপনি যদি সেই এক হিদায়াতের রাস্তা না গ্রহণ করেন, অবশ্যই আপনাকে আফসোস করতে হবে ভ্রান্তির পথে থাকার জন্য। সুতরাং, সমাধান হচ্ছেঃ আমাদের আসল পরিচয়ে ফিরে আসা, আল্লাহ নির্ধারিত দ্বীনের উপর পরিপূর্ণভাবে ফিরে আসা।
.
আলোচনার শুরুতে আমরা দিহান আনুশকা নিয়ে এসেছিলাম। আমরা প্রশ্ন করেছিলাম কেন এত বুদ্ধিবৃত্তিক পতিতাবৃত্তির রমরমা ব্যাবসার পরেও সামাজিক অবক্ষয়ের কোন উন্নতি হচ্ছেনা? আশা করি এখন উত্তর পরিষ্কার। আমাদের অতি বুদ্ধিজীবী কিংবা অতি গবেষক মানসিকতা আপাতত প্রয়োজন নেই, বরং আমাদের দরকার আনুগত্য। আল্লাহ আদেশ করেছেন, "তোমরা অশ্লীলতার ধারে পাশেও যেওনা" শুধুমাত্র এই একটি আদেশ মান্য করাই আমাদের সামাজিক অবক্ষয়ের সকল সমস্যার সমাধানের মূল।
.
আল্লাহর আদেশের সামনে নিজেকে সমর্পন করাই আমাদের সকল সমস্যা সমধানের মূল।
===

@Areflectionofthedestructive