Get Mystery Box with random crypto!

~ সামাজিক অবক্ষয়, ক্লোজ আপ, আমরা এবং অনুচ্চারিত সমাধান ~ . দিহ | আল-জামী

~ সামাজিক অবক্ষয়, ক্লোজ আপ, আমরা এবং অনুচ্চারিত সমাধান ~
.
দিহান ও আনুশকার কথা আপনাদের মনে আছে কি?

প্রায় এক বছর আগে ঘটে যাওয়া এই লোমহর্ষক ঘটনার পর মিডিয়া থেকে শুরু করে সুশীল সমাজ সবাই খুব সরব হয়েছিল। কিন্তু প্রশাসন বা সুশীল, প্রগতিশীল দাবীদার বুদ্ধিজীবী ও মিডিয়া কিন্তু এ জাতীয় নোংরা ঘটনার পরিমাণ মোটেও কমাতে পারেনি।
.
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের প্রকাশিত তথ্য মতে, ২০২১ সালে সারাদেশে ১২৩৫ জন ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে কন্যাশিশু ৬২৯ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩১ জনকে, যেখানে কন্যাশিশুই ২২ জন। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন আরও ৭ জন। আর ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৯৩ জন কন্যাশিশুসহ ১৫৫ জনকে। এই সমীক্ষার বাইরে আরও কত সহস্র ঘটনা আড়ালে রয়ে গেছে তা আল্লাহ ভাল জানেন।

ধর্ষণের বিরুদ্ধে এত সরব আন্দোলন, নতুন নতুন আইন প্রণয়ন করা সত্ত্বেও এসব হৃদয়বিদারক ঘটনা ও নোংরামি কমছে না কেন?
.
এর উত্তরে আমরা একটু পরে আসছি ইনশা আল্লাহ।
.
সাম্প্রতিক সময়ের বেশ আলোচিত ইস্যু ছিলো ক্লোজআপ "দ্বিধাহীন কাছে আসার গল্প"। আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে ক্লোজআপ নির্মাণ করছে দ্বিধাহীন কাছে আসার আসার গল্প। ক্লোজ আপ - আমাদের সমাজে বেহায়াপনা ও ব্যাভিচার ছড়ানোর বীজ বপন করে আসছে দীর্ঘদিন ধরেই। "কাছে এসো," "কাছে আসার গল্প," এই স্লোগানগুলোর সাথে হয়তো আপনারা সবাই পরিচিত। এরই ধারাবাহিকতায় ক্লোজ আপ এবার নিয়ে এসেছে নতুন স্লোগান - "দ্বিধাহীন কাছে আসা" যার হ্যাশট্যাগ হচ্ছে #freetolove।
.
দ্বিধাহীন কাছে আসার গল্প এর প্রমোশনাল বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তরুণ বিজ্ঞাপন নির্মাতা ইফতেখার আহমেদ ওশিন। এতে সায়মা ইসলাম ও নকুল চাকমার দ্বিধা ভেঙে কাছে গল্প তুলে ধরা হয়েছে। সায়মা ইসলামের চরিত্রে আছেন নিদ্রা দে নেহা এবং নকুল চাকমার চরিত্রে বিউটি পারাম। নির্মাতা ওশিন বলেন, ভালোবাসার কাছে ধর্ম, জাত, সমাজ, পরিবার হার মানতে বাধ্য। উঁচু পাহাড়ের মত বাঁধা পেরিয়ে ভালোবাসা খুঁজে নেয় পূর্ণতা। আর তেমনই এক দ্বিধার বাঁধা পেরিয়ে সায়মার ভালোবাসা পূর্ণতা পায় নকুল চাকমার কাছে। আলাদা ধর্ম, আলাদা জাতিসত্তার কারণে তাদের বিচ্ছেদ হলেও তা ঘুচিয়ে সায়মা ফিরে যায় নকুলের কাছে।
.
এতদিন বলছিল শুধু "কাছে এসো"। এবার তারা বলছে ঈমান ছেড়ে দিয়ে কাছে এসো।
.
আল্লাহ তা'আলা সূরা বাকারার ২৬৮ নাম্বার আয়াতে বলেন, "শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়।"

তাহলে আপনারাই বলুন, এই সমাজে শয়তানের দোসর কারা? কারা আমাদের সমাজে অশ্লীলতার বীজ বপন করছে? সমাজে ঘটে যাওয়া হাজার হাজার ধর্ষণের জন্য দায়ী কারা?
.
আজ থেকে ২০/২৫ বছর আগেও আমাদের সমাজে বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল একটি অত্যন্ত ঘৃণিত কাজ। অথচ এত অল্প সময়ের ব্যবধানে এখন বিবাহ বহির্ভুত ব্যাভিচার এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে, ক্লোজ আপের মত শয়তানের দোসরা এখন দ্বিধাহীন কাছে আসার বীজ বপন করছে।
.
এর ভবিষ্যত কী?
.
এর উত্তর আমরা দিব না। এর উত্তর আপনি স্বয়ং ক্লোজ আপের ওয়েব সাইটেই পাবেন।
.
ক্লোজ আপের মত পতিতা বৃত্তির দালালরা একদম খোলাখুলিই অশ্লীলতা প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে। তারা এর নাম দিয়েছে, 'সবধরনের ভালোবাসা'-কে উদযাপন করা। ভিন্ন বর্ণ, ধর্ম, সমলিঙ্গ - যাই হোক না কেন।

আর এই নোংরা 'চেতনার আলো' বিস্তারের জন্য তারা মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে সেই শুরু থেকেই। তাদের ওয়েব সাইট থেকে শুরু করে দেশী মিডিয়াগুলোতে প্রচারিত তাদের তাদের বিজ্ঞাপনগুলো মোটামুটি পরিষ্কার মেসেজই দিচ্ছে। আর তাদের বিদেশী ওয়েবসাইট এবং মিডিয়াগুলোতে প্রচারিত তাদের মেসেজ ও বিজ্ঞাপনগুলোর ব্যাপারে তো কিছু বলারই অপেক্ষা রাখে না।
.
এসব নোংরামি ছড়ানোর প্রতিবাদ স্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই ক্লোজ আপ বয়কটের ডাক দিয়েছেন। নিঃসন্দেহে এটি এসব পতিতা দালালদের মুখে জুতার বাড়ির মতই কিন্তু এসব শয়তানদের চক্রান্তের সামনে শুধু বয়কট যথেষ্ট নয়।

আমাদের প্রশ্ন করা দরকার, মূল সমস্যা কী? যদি আমরা মূল সমস্যাই চিহ্নিত না করতে পারি তাহলে কখনই সফলভাবে সমস্যা সমাধান করতে পারব না।
.
মূল সমস্যা হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে বহু দূরে সরে গেছি। এই সমস্যা বা আমাদের সমাজের এই দুরাবস্থা একদিনে তৈরি হয়নি বা শুধু ক্লোজ আপ এই নোংরা খেলার একমাত্র উপকরণ নয়। বরং এ সমস্ত কিছু শুরু হয়েছে যখন আমরা নিজেদের পরিচয় ভুলে গেছি এবং আমাদের ধর্ম বিশ্বাস, ধর্মীয় শিক্ষা ও আদর্শ পরিত্যাগ করেছি। আমরা যেদিন আমাদের পরিচয় ভুলেছি সেদিন থেকে তারা আমাদের নতুন নতুন পরিচয়ের সবক দিয়েছে। যেমন, দ্বিধা ভেঙ্গে কাছে এসে ভালোবাসার জয় ঘটাতে হয়!

.
আমাদের মনে রাখতে হবে শত্রুর জাল অনেক বিস্তৃত। টিভি চ্যানেলের নিছক বিনোদনের নাটক, অশ্লীল ওয়েব সিরিজ, কিংবা ক্লোজ আপের কাছে আসার গল্পের মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই। এই প্রতিটি বিষয়ই আল্লাহর একটি আদেশের লংঘন। আর তা হচ্ছেঃ "তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না।"
.
কিন্তু