Get Mystery Box with random crypto!

Technical Study

टेलीग्राम चैनल का लोगो technicalstudy001 — Technical Study T
टेलीग्राम चैनल का लोगो technicalstudy001 — Technical Study
चैनल का पता: @technicalstudy001
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 26.24K
चैनल से विवरण

🔥Sharing is the best way of learning❤️
🎯 YouTube channel Link 👇 https://youtube.com/c/TechnicalStudyKing
Business Email👇
www.samirancob2030@gmail.com

Ratings & Reviews

2.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

0

2 stars

2

1 stars

0


नवीनतम संदेश 498

2021-07-10 11:20:04 Reasoning calendar chapter live class 2pm join now
328 viewsSamir, 08:20
ओपन / कमेंट
2021-07-10 10:37:47
Calendar Chapter খুব ভালো করে Details এ শিখতে চাইছো?

তাহলে আজ দুপুরের 2টোর
Calender-Class তোমার জন্য

Link| dupur 2টো
Topic: Calendar
https://unacademy.com/class/shuru-theke-shuru-calender/RV5YAPNN

Code : GDSIR10


লিংক গুলো থেকে গিয়ে, "Notify me" করে Enroll করে নাও ! Enroll করে নিলে, ক্লাস শুরু হওয়ার আগে, notification চলে যাবে...


যে সমস্ত Student এর কাছে Unacdemy App নেই তারা প্রথমে দেখে নাও কিভাবে এই FREE ক্লাসটি জয়েন করতে পারবে।

তারপর ওপরে দেয়া ক্লাসের লিংক থেকে তোমরা খুব সহজেই ক্লাসে জয়েন করতে পারবে.


প্রথমে PlayStore থেকে 'UNACADEMY learning app'-ডাউনলোড করতে হবে।

নিজের ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে ফ্রী রেজিস্টার করে নেবে।


এরপর 'WBPSC'-Goal সিলেক্ট করবে।


এরপর নিচে আমার (GOURAB DUTTA) প্রোফাইলটা অবশ্যই Follow করে রাখবে।

PROFILE LINK

GOURAB DUTTA

https://unacademy.com/user/gdsir10

এর পর ওপরে দেওয়া ক্লাসের লিংক এ ক্লিক করে,

GDSIR10 কোড ব‍্যবহার করে ক্লাসটা আনলক করো
478 viewsSamir, 07:37
ओपन / कमेंट
2021-07-10 09:41:27
Telegram link
https://telegram.me/quizgroups
553 viewsSamir, 06:41
ओपन / कमेंट
2021-07-10 09:20:01 সাধারণ জ্ঞান*

কচিপাতার রং হালকা হয়ে যায় কিসের অভাবে?
​উত্তর: Fc
প্রাণীদেহে টিস্যু কত প্রকার?
​উত্তর: ৪।
​ রক্তে রক্তকণিকা কতভাগ?
​উত্তর: ৪৫%।
স্পিরুলিনা কি?
​উত্তর: শৈবাল।
পরিবহন টিস্যু নেই কোনটির?
​উত্তর: ছত্রাক।
বায়ুর মাধ্যমে পরাগায়ন হয় না কোনটির?
​উত্তর: শিম।
জ্যান্থফিল কোন রঙের জন্য দায়ী?
​উত্তর: হলুদ।
​ সালোকসংশ্লেষণের মাধ্যমে কোনটি খাবার তৈরি করে-
​উত্তর: ক্লোরোপ্লাস্ট।
জীনতত্ত্বের জনক বলা হয় কাকে?
​উত্তর: মেন্ডেল।
​ সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোন উদ্ভিদে?
​উত্তর: ফার্ণ
পুলিশের সিলেবাস অনুযায়ী প্রতি শনিবার ফ্রী 100 নম্বরের Mocktest দিতে আমাদের নতুন টেলিগ্রাম জয়েন করুন
https://telegram.me/quizgroups

বংশ গতির ধারক ও বাহক কি?
​উত্তর: ক্রোমোজোম।
​ ক্লোন কিভাবে করা হয়?
​উত্তর: অযৌন প্রজনন প্রক্রিয়ায়।
RNA এর নাইট্রোজেন বেস কতটি?
​উত্তর: ৪
মানুষের করোটিক স্নায়ূ কত জোড়া?
​উত্তর: ১২।
পাকস্থলিতে কোন এসিড পাওয়া যায়?
​উত্তর: HCl
পিত্তরস জমা থাকে পিত্তথলিতে কিন্তু তৈরি হয় কোথায়?
​উত্তর: যকৃতে।
শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় কোথায়?
​উত্তর: মুখে।
চোখের পানি নির্গত হয় কোন গ্রন্থি থেকে?
​উত্তর: ল্যাক্রিমাল গ্রন্থি।
​ সালোকসংশ্লেষণের যন্ত্রপাতি বলা হয় কাকে?
​উত্তর: ক্লোরোপ্লাস্ট।
​ ভাইরাস অর্থ কী?
​উত্তর: বিষ।
পুলিশের সিলেবাস অনুযায়ী প্রতি শনিবার ফ্রী 100 নম্বরের Mocktest দিতে আমাদের নতুন টেলিগ্রাম জয়েন করুন
https://telegram.me/quizgroups

​ অ্যামাইনো এসিড থাকে কিসের প্রাচীরে?
​উত্তর: ব্যাকটেরিয়া।
রাইজয়েড আসে কোন উদ্ভিদের?
​উত্তর: মস।।
জলে কিসমিস রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায়?
​উত্তর: অভিস্রবন।
মুক্ত শক্তির বাহক কোনটি?
​উত্তর: ATP
​ সালোকসংশ্লেষণ হয় পাতার কোথায়?
​উত্তর: মেসোফিল টিস্যুতে।
মূলহীন উদ্ভিদকে কি বলে?
​উত্তর: ঝাঁঝি।
​ ভার্ণালাইজেশনের মাধ্যমে ফুল ফোটে-
​উত্তর: অল্প সময়ে।
​ সবচেয়ে বড় মুকুল হল-
​উত্তর: বাঁধাকপি।
অ্যামিবা কোন পর্বের প্রাণী?
​উত্তর: প্রোটোজোয়া।
পুলিশের সিলেবাস অনুযায়ী প্রতি শনিবার ফ্রী 100 নম্বরের Mocktest দিতে আমাদের নতুন টেলিগ্রাম জয়েন করুন
https://telegram.me/quizgroups

​ দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন কে?
​উত্তর: ক্যারোলাস লিনিয়াস।
​ পেশি কলা কয় ধরণের?
​উত্তর: ৫।
​ সর্বজনীন রক্ত গ্রহিতা কোন গ্রুপ?
​উত্তর: AB
​ খারাপ কোলেস্টেরল বলা হয় কোনটিকে?
​উত্তর: HDL
স্নায়ুতন্ত্র প্রধাণত কয় প্রকার?
​উত্তর: ২
শ্বেত রক্তকণিতাকে কী বলা হয়?
​উত্তর: রক্তের প্রহরী।
পাতার যে কোষে সালোকসংশ্লেষণ ঘটে
​উত্তর: প্যারেনকাইমা।
​ অক্সিজেনর অনুপস্থিতি থাকে কোন শ্বসনে?
​উত্তর: অবাত।
শস্যের ১ম কোষটি কি?
​উত্তর: ত্রিপ্লয়েড।
অন্ধকারের অঙ্কুরিত হয় কোন ফুল?
​উত্তর: গাঁদাফুল।
পুলিশের সিলেবাস অনুযায়ী প্রতি শনিবার ফ্রী 100 নম্বরের Mocktest দিতে আমাদের নতুন টেলিগ্রাম জয়েন করুন
https://telegram.me/quizgroups

দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?
​উত্তর: Copyehus Soularis
লোহিত কনিকার আয়ুকাল কত দিন?
​উত্তর: ১২০।
নাড়ীর স্বাভাবিক স্পন্দন?
​উত্তর: 72/m
লিপিড কোথায় দ্রবণীয়?
​উত্তর: জলে।
​ মানব দেহের সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি?
​উত্তর: সোডিয়াম।
​ দাঁতের ক্ষয় রোধ করে–
​উত্তর: ক্লোরাইড।
​ পাতার সাহায্যে প্রজনন হয় –
​উত্তর: পাথরকুচি।
​ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে?
​উত্তর: সাইটোপ্লাজম।
​ কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?
​উত্তর: নিউক্লিয়াস।

পুলিশের সিলেবাস অনুযায়ী প্রতি শনিবার ফ্রী 100 নম্বরের Mocktest দিতে আমাদের নতুন টেলিগ্রাম জয়েন করুন
https://telegram.me/quizgroups

​ উদ্ভিদের বৃদ্ধি কোথায় সবচেয়ে বেশি ঘটে?
​উত্তর: মূলে ও কাণ্ডের অগ্রেভাগে।
যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
উত্তর: প্যাথজেন
656 viewsSamir, 06:20
ओपन / कमेंट
2021-07-10 09:11:18
CRP Academy পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি!!
বিগত বছরে আমাদের প্রস্তুতি ক্লাস থেকে 80-90% প্রশ্ন হুবহু কমন, প্রমান সহ ভিডিও-



KP & WBP 2nd ব্যাচ কোর্স
80 টি প্যাকটিস সেট, 4000+ মক প্রশ্ন, ডাউট ক্লিয়ারিং ক্লাস
Gk, Math, Reasoning, English আলাদা আলাদা শিক্ষকমন্ডলীর গাইডেন্স
ক্লাস শুরু 10 july, সীমিত সিট সংখ্যা
Demo Class
https://youtube.com/c/CRPAcademy
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করো- 9647553612
77 viewsSamir, 06:11
ओपन / कमेंट
2021-07-10 08:50:05 51। মানুষের লোহিত কণিকার আয়ু কত?
উত্তরঃ 120 দিন।
52। কোন রোগের অপর নাম Slim Disease?
উত্তরঃ AIDS।
53। মানবদেহের কোন অঙ্গকে Mirror of Disease বলা হয়?
উত্তরঃ জিহবা।
54। বিড়াল কোন স্বাদ গ্রহণ করতে অপারগ?
উত্তরঃ মিষ্টি।
55। কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে?
উত্তরঃ ভিটামিন B।
56। কোন রোগের জন্য BCG টিকা দেওয়া হয়?
উত্তরঃ যক্ষারোগ।
57। ভিটামিন শব্দটি কে প্রথম ব্যাবহার করেন?
উত্তরঃ বিজ্ঞানী ফ্রাঙ্ক।
58। সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি?
উত্তরঃ রেমি উদ্ভিদের তন্তু কোষ।
59। কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?
উত্তরঃ ককলিয়া।
60। ব্রঙ্কাইটিস মানদেহের কোন অংশকে আক্রান্ত করে?
উত্তরঃ শ্বাসনালি।
পুলিশের সিলেবাস অনুযায়ী প্রতি শনিবার ফ্রী 100 নম্বরের Mocktest দিতে আমাদের নতুন টেলিগ্রাম জয়েন করুন
https://telegram.me/quizgroups

61। আরশোলার হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
উত্তরঃ 13 টি।
62। কোন প্রাণীর স্নায়ুতন্ত্র ফাঁপা থাকে?
উত্তরঃ মাছ।
63। রক্তে কোন ধাতব পদার্থ থাকার কারণে অক্সিজেন পরিবাহিত হয়?
উত্তরঃ লোহা।
618 viewsSamir, 05:50
ओपन / कमेंट
2021-07-10 08:50:05 * জীবনবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন*

1। কোন রাজ্য সরকার বিবাহের পূর্বে AIDS Test বাধ্যতামূলক করেছেন?
উত্তরঃ বিহার।
2। প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
উত্তরঃ প্যাসটিউরেল্লা পেসটিস।
3। দেহের সবচেয়ে বড় পেশি কোনটি?
উত্তরঃ সারটোরিয়াম (উরুতে থাকে)।
4। মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়?
উত্তরঃ শর্করা।
5। কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
উত্তরঃ বেগুনি। সবচেয়ে কম লাল।
6। স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু কি?
উত্তরঃ গ্যালিয়াম।
7। সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
উত্তরঃ হাইড্রোজেন।
8। উদ্ভিদের বৃদ্ধির হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়?
উত্তরঃ আর্ক ইন্ডিকেটর।
9। রক্তে বিলিরুবিন পরিমান বেশি হলে কোন রোগ হয়?
উত্তরঃ জন্ডিস।
পুলিশের সিলেবাস অনুযায়ী প্রতি শনিবার ফ্রী 100 নম্বরের Mocktest দিতে আমাদের নতুন টেলিগ্রাম জয়েন করুন
https://telegram.me/quizgroups

10। উদ্ভিদের কোশপ্রাচীর স্থূল হয় কি সঞ্চিত হওয়ার ফলে?
উত্তরঃ সেলুলোজ, পেকটিন, লিগনিন।
11। কিসের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়?
উত্তরঃ বৃদ্ধিবলয়/ বর্ষবলয়।
12। পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ নিষেক।
13। নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে?
উত্তরঃ জাইগেট।
14। সমআয়তন ও সমপ্রকৃতির জননকোশের মিলনকে কী বলে?
উত্তরঃ আইসোগ্যামি।
15। শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ স্পার্মাটোজেনেসিস।
16। ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ উজেনেসিস।
17। ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?
উত্তরঃ ইথিলিন।
18। অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়?
উত্তরঃ বিটা।
পুলিশের সিলেবাস অনুযায়ী প্রতি শনিবার ফ্রী 100 নম্বরের Mocktest দিতে আমাদের নতুন টেলিগ্রাম জয়েন করুন
https://telegram.me/quizgroups

19। অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়?
উত্তরঃ আলফা।
20। প্রতি 100 ml. রক্তে শর্করার স্বাভাবিক পরিমান কত?
উত্তরঃ 80-120 mg।
21। রক্তে শর্করার পরিমান বৃদ্ধির হারকে কি বলে?
উত্তরঃ হাইপারগ্লাইসিমিয়া।
22। রক্তে শর্করার পরিমান বৃদ্ধিজনিত রোগকে কি বলে?
উত্তরঃ ডায়াবেটিস মেলিটাস।
23। কোন রোগের ওপর নাম Big C ?
উত্তরঃ ক্যানসার।
24। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়?
উত্তরঃ ADH।
25। SI পদ্ধতিতে তাপের একক কি?
উত্তরঃ কেলভিন।
26। PV = RT সমীকরণ মেনে চলে যে গ্যাসগুলি তাদের কি বলে?
উত্তরঃ আদর্শ গ্যাস।
27। সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে?
উত্তরঃ বিউটেন।
28। LPG কিসের মিশ্রণ?
উত্তরঃ বিউটেন ও প্রোপেন।
29। কোন বর্ণের আলোকে সালোকসংশ্লেষ বন্ধ হয়?
উত্তরঃ সবুজ বর্ণের আলোয়।
30। অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী?
উত্তরঃ সুপ্রারেনাল গ্রন্থি।
31। মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ 8/10 মিঃ।
32। জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়?
উত্তরঃ যকৃতে।
পুলিশের সিলেবাস অনুযায়ী প্রতি শনিবার ফ্রী 100 নম্বরের Mocktest দিতে আমাদের নতুন টেলিগ্রাম জয়েন করুন
https://telegram.me/quizgroups

33। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়?
উত্তরঃ জীবাশ্মের বয়স নির্ণয়ে।
34। যৌন ক্রোমোজোম ছাড়া অন্য 44 টি ক্রোমোজোমকে কি বলে?
উত্তরঃ অটোজোম।
35। কাকে রাসায়নিক দূত বলা হয়?
উত্তরঃ হরমোনকে।
36। মিউটেশম তত্বের প্রবক্তা কে?
উত্তরঃ দ্য ভ্রিস।
37। রক্ত তঞ্চনের সময়সীমা কত?
উত্তরঃ 3 থেকে 7 মিনিট।
38। ছত্রাকে কোন জাতীয় পুষ্টি দেখা যায়?
উত্তরঃ মৃতজীবী।
39। মানবদেহে সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি কোনটি?
উত্তরঃ লিভার।
40। চার্লস ডারউইন কোন বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন?
উত্তরঃ প্রাকৃতিক নির্বাচনবাদ।
41। গরুর দুধে হালকা হলুদ বর্ণের হয় এর কারণ কী?
উত্তরঃ রাইবোফ্লোবিন থাকে।
42। কোন বিভাগের রক্তকে সার্বিকদাতা বলে?
উত্তরঃ O।
43। কোন মশা Yellow Fever এর বাহক?
উত্তরঃ এডিস মশা।
44। কোনও শিশুর 14 বছর বয়স পর্যন্ত বৃদ্ধিতে কোন জিনিসের গুরুত্ব সর্বাধিক দেখা যায়?
উত্তরঃ প্রোটিন।
পুলিশের সিলেবাস অনুযায়ী প্রতি শনিবার ফ্রী 100 নম্বরের Mocktest দিতে আমাদের নতুন টেলিগ্রাম জয়েন করুন
https://telegram.me/quizgroups

45। কোনও শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা?
উত্তরঃ পিতার ক্রোমোজোম দ্বারা।
46। মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয়?
উত্তরঃ ভিটামিন D।
47। রক্তে জলের পরিমান কত
উত্তরঃ 91.92%।
48। 100 CC রক্তে মানবদেহে হিমোগ্লোবিনের পরিমান কত?
উত্তরঃ 14. 5 gm.।
49। পতঙ্গদের কত জোড়া পা আছে?
উত্তরঃ 3 জোড়া।
50। মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতিতে?
উত্তরঃ বিলিরুবিন।
610 viewsSamir, 05:50
ओपन / कमेंट