Get Mystery Box with random crypto!

#JOBS DESTINATION Current_Events 'ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার | JOBS DESTINATION ACADEMY (OFFCIAl),

#JOBS DESTINATION Current_Events

'ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩’ বিজয়ী হয়েছেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার (১৫ এপ্রিল) রাতে মণিপুরে বসেছিল এবারের গ্র্যান্ড ফিনালে।
১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী সিনি শেঠি। এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন দিল্লির শ্রেয়া পুঞ্জা। দ্বিতীয় রানার আপ মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং।
ভারতের ২৯টি রাজ্য থেকে মোট ৩০ জন প্রতিযোগীকে গ্র্যান্ড ফিনালের জন্য চূড়ান্ত করা হয়েছিল। নানা প্রশিক্ষণের মাধ্যমে প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করেন আয়োজকরা। সবাইকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন নন্দিনী। ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।