Get Mystery Box with random crypto!

জেনে নিন গুচ্ছে কোন ইউনিটে কোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষা @We_Ca | 𝗪𝗲 𝗖𝗮𝗿𝗲 - 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝗶𝗰 & 𝗔𝗱𝗺𝗶𝘀𝘀𝗶𝗼𝗻 𝗖𝗮𝗿𝗲

জেনে নিন গুচ্ছে কোন ইউনিটে কোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষা

@We_Care_TG

‘ক‘, ‘খ’ ও ‘গ’ এই তিন ইউনিটে কোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।

বিজ্ঞান বিভাগ (ক ইউনিট):

বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থ এবং রসায়ন বিষয়ের বাধ্যতামূলক উত্তর দিতে হবে। গণিত এবং জীববিজ্ঞানের যেকোন একটি বিষয়ের উত্তর করতে হবে। তবে কেউ চাইলে গণিত এবং জীববিজ্ঞান দুটো বিষয়েরই উত্তর করতে পারবে। জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করলে তাকে বাংলা অথবা ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।

মানবিক বিভাগ (খ ইউনিট):

মানবিকের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ের ওপর।

ব্যবসায় শিক্ষা বিভাগ (গ ইউনিট):

ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলা এবং ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।