Get Mystery Box with random crypto!

যারা আশুরার রোজা রাখতে চান... (বাংলাদেশে আগামী শুক্রবার আশুরার | Tazkiyah

যারা আশুরার রোজা রাখতে চান...
(বাংলাদেশে আগামী শুক্রবার আশুরার দিন)
.
❑ আশুরার রোজা রাখার সঠিক পদ্ধতি:
.
আশুরার রোজা তিনভাবে রাখা যায়।
.
✿ সর্বোত্তম পদ্ধতি হলো, আশুরার আগের দিন (৯ মুহাররাম) ও আশুরার দিন (১০ মুহাররাম) রোজা রাখা। খ্রিস্টীয় তারিখ হিসাবে, আগামী ১৯ ও ২০ আগস্ট।
.
ইবনু আব্বাস (রা.) বর্ণনা করেন, ‘যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন এবং (অন্যদের) রোজা রাখার নির্দেশ দিলেন, তখন লোকেরা বললো, ‘হে আল্লাহর রাসুল! এটিতো এমন দিন, যাকে ইহুদি ও খ্রিস্টানরা বিশেষ মর্যাদা দেয় (তাহলে এমন দিনে আমরা রোজা রাখবো কেনো?)!’ তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘আগামী বছর এই দিন আসলে, আমরা (আশুরার দিনের সাথে) ৯ তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ।’’ বর্ণনাকারী বলেন, পরের বছর আসার আগেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। [মুসলিম, আস-সহিহ: ১৯১৬]
.
✿ কেউ চাইলে আশুরার দিন এবং এর পরের দিনও রোজা রাখতে পারেন। অর্থাৎ, মুহাররামের ১০ ও ১১ তারিখ। খ্রিস্টীয় তারিখ হিসাবে, ২০ ও ২১ আগস্ট।
.
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমরা ই[হু~দি]দের বিরোধিতা কোরো—আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো।’’ [আহমাদ, আল-মুসনাদ: ২১৫৫; বাইহাকি, আস-সুনানুল কুবরা: ৪৩১৫; হাদিসটি হাসান (শায়খ আহমাদ শাকিরের তাহকিক)]
.
তবে, আলিমগণের মতে, ৯ ও ১০ মুহাররাম (১৯ ও ২০ আগস্ট) রাখাই অধিক উত্তম।
.
✿ শুধু আশুরার দিন (১০ মুহাররাম) রোজা রাখাও জায়েয; এতে কোনো সমস্যা নেই। তবে, উত্তম হলো, দুইটি রোজা রাখা। [ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ]
.
আশুরা মানে ‘দশম’। অর্থাৎ, মুহাররামের দশ তারিখের (২০ আগস্ট) রোজাটি হলো আশুরার রোজা। তাই, কেবল ২০ আগস্টের রোজাটিই আশুরার নিয়তে রাখবেন। এর আগের দিন বা পরের দিনের রোজা সাধারণ নফলের নিয়তে রাখবেন।
.
#Tasbeeh