Get Mystery Box with random crypto!

আমরা কেমন সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখি ? ------------------ | আন নুসরাহ - النصرة

আমরা কেমন সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখি ?
------------------------------------------------------------
প্রত্যেক মা - বাবা নিজের সন্তানদের সফলতার সর্বোচ্চ শিখরে সমাসীন দেখতে চান । সন্তানদের উজ্জল ভবিষ্যতের প্রত্যাশায় তারা নানান স্বপ্ন দেখেন । ছোটবেলা থেকেই আদরের সন্তানের প্রতিটি প্রদক্ষেপ যেন হয়— কাঙ্খিত সেই স্বপ্ন পূরণের পথে ; এ প্রচেষ্টায় মা - বাবা কোন ত্রুটি করেন না ।
তবে সন্তানকে ঘিরে বাবার চেয়ে মায়ের মাঝেই থাকে বেশি আশা - আকাঙ্খা । আর মায়ের সান্নিধ্যেই তো তারা বেড়ে ওঠে একটা দীর্ঘ সময় ৷ এ সময় তাদের ওপর মায়ের মেজাজ ও রুচির প্রতিফলন ঘটে । বাস্তবিকই , মায়ের সান্নিধ্য হচ্ছে সন্তানদের জন্যে একটি উত্তম শিক্ষালয় । একটি ছোট্ট শিশু ধীরে ধীরে খুব সহজেই মায়ের মাঝে বিদ্যমান প্রতিটি স্বভাব গুণে গুণান্বিত হয়ে ওঠে । মাকে দেখেই যখন সন্তানরা শিখে থাকে ; তাহলে একজন মায়ের মাঝে কেমন রুচিবোধ ও মেজাজ থাকা জরুরী ?

সন্তানদের ব্যাপারে একজন মায়ে মন স্বপ্ন আর আশা - আকাঙ্খা পোষণ করা উচিত ? কিন্তু আফসোস ! অধিকাংশ মা - ই এ ক্ষেত্রে মরীচিকাময় স্বপ্নে বিভোর থাকেন । খুব কম মা - ই আছেন ; যারা প্রকৃত পরিণামের কথা ভেবে সঠিক স্বপ্নটি দেখেন , বা সন্তানদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন ।

বর্তমানে আমাদের মা - বোনেরা পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থার প্রচলিত জীবনাচারের সাথে তাল মিলিয়ে চলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন । আশপাশের অন্য দশজন যেভাবে চলতে পছন্দ করে ; সেভাবেই নিজের পরিবার সাজাতে পছন্দ করেন । অধিকাংশ মায়েরই ইচ্ছে- আপন সন্তান ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে ; অথবা দেশ জুড়ে বাহ্হ্বা পায় , এমন একজন মডেল - তারকা হিসেবে প্রসিদ্ধি কুড়াবে । বর্তমান মায়েদের কাছে ইসলামের ইতিহাসের আলোকিত ব্যক্তিত্বদের জীবনী এতটাই অপরিচিত যে , তারা হয়তো অনেক মহা মানবের নাম পর্যন্তও শোনেননি । তারা ভালোভাবে জানেনও না- মুসলিম উম্মাহর জন্যে সে সব বীর পুরুষদের কুরবানীর কথা । অনেক মা - বাবা নিজেদের সন্তানের নাম খালিদ , তারেক , সালাউদ্দীন রাখেন ; কিন্তু কয়জন জানেন , এ নামের মহান ব্যক্তিদের কীর্তির কথা ? আর যদি এমন বীর পুরুষদের জীবন

চরিত সম্পর্কে কোন ধারণাই না থাকে ; তাহলে কিভাবে নিজের সন্তানদেরকে এ মহা বীরদের পদাংক অনুসরণ করে চলার শিক্ষা দিবেন ?
আজকের মায়েরা সন্তানদের সামনে শেক্সপীয়র , রবীন্দ্রনাথ , জীবনান্দদাশ , এ ধরনের অমুসলিম পন্ডিতদের কল্প কাহিনী শোনাতে অভ্যস্ত ; কিন্তু তারা আপন সন্তানদের আম্বিয়া আ . , সাহাবায়ে কেরাম রা . , ও উম্মাহর মহান ব্যক্তিত্বদের আলোকিত জীবন কাহিনী শোনাতে অভ্যস্ত নয় । আজকের মায়েরা সন্তানদের চার - ছক্কার মার দেখে আনন্দিত হয় ; সেঞ্চুরি আর নিত্য নতুন রেকর্ড দেখে গর্বিত হয় ; গান আর নাচের প্রতিযোগিতায় সন্তানদের পারফর্ম আর সিরিয়াল দেখে পুলকিত হয় । আর কেনইবা এমন হবে না ? আমাদের মায়েরা কি পরকালের চূড়ান্ত ফলাফল নিয়ে কখনো ভাবেন ?
হে সন্তানের জননী ! একটু ভাবুন , দ্বীন বিমুখ হওয়ার কারণে সন্তানরা আজ যে পাপাচার আর অশ্লীলতায় মত্ত হয়ে ওঠেছে ; কেমন হবে এমন সন্তানদের অন্তিম পরিণতি ? এরাই তো এক সময় দ্বীনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে ।
আর এমন সন্তানরাই তো নিজের মা - বাবার জন্যে জাহান্নামে যাওয়ার পথকে সুগম করে দিবে । আর আমরা যদি হতে পারি- দ্বীন বিজয়ের বীর সৈনিকদের গর্বিত মা ; তাহলে তা কেবল আমাদের জন্যেই কল্যাণকর হবে , এমন নয় ; বরং আমাদের বীর সন্তানরা পুরো উম্মতের জন্যেই কল্যাণ বয়ে আনবে । চূড়ান্ত পরিণামে তথা পরকালে এমন সন্তানরাই মা - বাবার কাজে আসবে । তাহলে হে মা ! অন্তত নিজেদের কল্যাণার্থে তো আমরা সন্তানদের ব্যাপারে সঠিক স্বপ্ন দেখতে পারি ; তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি । আর স্বপ্ন দেখতে পারি- তারেক বিন যিয়াদ , সালাউদ্দীন আইয়ুবী , মুহাম্মাদ বিন কাসিমের মতো বীর সন্তানদের মা হওয়ার ! এমন স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনাময় পরিস্থিতিই আমরা এখন অতিক্রম করছি । গযওয়াতুল হিন্দের কাফেলা তো বিজয়ের পথে সম্মুখ পানেই অগ্রসর হয়ে চলছে । আল্লাহ আমাদের হৃদয় প্রশান্তকারী বীর মুজাহিদের গর্বিত মা হওয়ার সৌভাগ্য নসীব করুন ।

-উনাইসা আহ্সান বুশরা