Get Mystery Box with random crypto!

ক্লোজআপ কাছে আসার গল্পের মাধ্যমে খুব সূক্ষ্মভাবে মুসলিম সমাজে | আন নুসরাহ - النصرة

ক্লোজআপ কাছে আসার গল্পের মাধ্যমে খুব সূক্ষ্মভাবে মুসলিম সমাজে হারাম রিলেশন বিস্তার করে আসছে। তাদের এই কাছে আসার গল্পের প্রজেক্টের নাম হল ফ্রী টু লাভ বা ভালবাসার প্রতি উদারতা। ফ্রী টু লাভ দ্বারা তাদের উদ্দেশ্য হল, অবৈধ ভালবাসার মাঝে দ্বীন, ধর্ম, সমাজ, লিঙ্গ কোন কিছু বাঁধা না মানা।

কোন মুসলিম ও মুশরিক ছেলে মেয়ে পরস্পরে প্রেমে জড়ানোর ক্ষেত্রে দ্বীনকে পরোয়া করবে না। ছেলে ছেলের সাথে, মেয়ে মেয়ের সাথে যৌন রিলেশনে যেতে পারবে। মুসলিম ছেলে মেয়ের সাধারণ হারাম রিলেশন ছাপিয়ে তাদের এজেন্ডার মাঝে সমকামিতা, এলজিবিটি ও ইন্টারফেইথ লাভ বা মেরিজকে সমাজে স্বাভাবিকরণ অন্যতম ব্যাপার। ফিলিপাইন সহ বিভিন্ন দেশে প্রকাশ্যে এলজিবিটির প্রচারণা চালিয়েছে।

বাংলাদেশেও তারা সেই দিকে এগুচ্ছে। আজ থেকে ৭/৮ বছর আগে তারা সাধারণ হারাম রিলেশনের প্রমোট করেছে "কাছে আসার গল্প" এই প্রজেক্টের মধ্য দিয়ে। এবং বাংলাদেশে নাটক, সিনেমা ইত্যাদির মাধ্যমে এই রিলেশন এখন স্বাভাবিক যেটা ছোটবেলায় আমরা অস্বাভাবিক ভাবতাম।

এখন তারা সরাসরি ইন্টারফেইথ তথা আন্তধর্মীয় ভালবাসা ও বিবাহকে প্রমোট করছে। ২০১৯ সালে তারা এক হিজাব পরিহিত মডেল ও খ্রিষ্টান ধর্মালম্বী ছেলের মাঝে কাছে আসার গল্প নিয়ে ভিডিও ক্রিয়েট করে। এবারো তারা নতুন আরেকটি এড তৈরি করেছে। যেখানে হিজাব পরিহিত মুসলিম তরুণীর অভিনেত্রীর সাথে ক্রুশ পরিহিত খ্রিষ্টান ছেলের ভালবাসার গল্প ছড়িয়েছে।এটাকেই ইন্টারফেইথ লাভ বলে। এটাকে ক্লোজআপ ফ্রী টু লাভ বা দ্বিধাহীন কাছে আসার গল্প হিসেবে নাম দিয়েছে।

ভয়াবহ ব্যাপার হল, ইন্টারফেইথ লাভ বা মেরিজ ইদানিং বাংলাদেশে স্বাভাবিক হতে শুরু করেছে। তাদের কার্যক্রমের গতি দেখলে সহজেই বুঝা যাচ্ছে, খুব শীঘ্রই তারা সমকামিতা, এলজিবিটির মত ভয়াবহ সমাজ বিধ্বংসী সম্পর্ক নিয়ে ব্যাপক প্রচারণায় অবতীর্ণ হবে। অলরেডি বিবিসি সহ বিভিন্ন নাটক ও গ্রুপে এগুলোর প্রচারণা স্বাভাবিক হয়ে গেছে। মুসলিমদের কেউ কেউ ব্যাপারগুলোকে স্বাভাবিক হিসেবে নিতে শুরু হয়ে করে।

পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আগেই আমাদেকে সতর্ক হতে হবে। তাই বিষয়গুলো নিয়ে সমাজের সর্বত্র সচেতনা তৈরি করুন। মুসলিমদের ভিতর এসব ফ্রী লাভ ও সমকামি মিশনারীদের মুখোশ উন্মোচন করুন। ইন্টারফেইথ লাভ, ফ্রী লাভ এসবের ব্যাপারে বর্তমান প্রজন্মের ভিতর ঘৃণাবোধ তৈরি করুন।

#Pornographyisatooltosilently

@Talibtimes2bn