Get Mystery Box with random crypto!

গুপ্তচরদের চক্রান্ত বুঝার এবং তা নস্যাৎ করার ১০টি পদ্ধতি  ---- | আন নুসরাহ - النصرة

গুপ্তচরদের চক্রান্ত বুঝার এবং তা নস্যাৎ করার ১০টি পদ্ধতি
 -----------------------------------------------------------
ঘটনার শুরু
গত বছর কানাডীয় ভাই আবদুর রহমান আলব বাহনাসাবি, পাকিস্তানে থাকা মার্কিন নাগরিক ভাই তালহা হারুন, এবং ফিলিপিনের ভাই রাসেল সালিচ নিউইয়র্কে চমৎকার একটি হামলার পরিকল্পনা গ্রহণ করেন। উনাদের পরিকল্পনায় ছিল নিউইয়র্কের টাইমস স্কোয়ার এবং পাতাল রেলে বোমা বিস্ফোরণ ঘটানো, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমবেত হওয়া মার্কিনীদের ওপর গুলি চালানো। প্যারিসের বাটাক্লান কনসার্ট এবং বেলজিয়ামের মেট্রোর ওপর আক্রমণ থেকে অনুপ্রাণিত হয়ে রমজান মাসে এ হামলার পরিকল্পনা করেছিলেন তাঁরা। একটি চ্যাট এ্যাপ ব্যবহার করে এই তিন ভাই পরিকল্পনাটি নিয়েছিলেন। কিন্তু ভাইদের অসতর্কতা হোক বা অন্য কোন কারণ হোক, তাঁদের এই পরিকল্পনায় মুজাহিদ সমর্থক সেজে এক এফবিআই এজেন্ট অনুপ্রবেশ করে এবং ভাইদের ধরিয়ে দেয়। এবং এই তিন ভাইকে যুক্তরাষ্ট্রে, এবং পাকিস্তানে ও ফিলিপাইনে গ্রেফতার করা হয়েছে। ফাক্কাল্লাহু আসরাহুম।

উল্লেখ্য এই ধরণের লোন উলফ হামলা নিয়ে সাধারণদের মাঝে অনেক সংশয় রয়েছে, আমি সে সকল ভাইকে আল্লামা হামুদ আত তামিমি’র ‘একাকী জিহাদের বিধিবিধান’ নামক বইটি পড়ার অনুরোধ করবো।

শিক্ষা গ্রহণ
ইতিপূর্বেও বেশ কয়েকবার ভাইদের অসতর্কতার ফলে বেশ কিছু ভাই গ্রেফতার হয়েছেন, বাংলাদেশি এক ভাইও এভাবে গ্রেফতার হয়েছিলেন। যাই হোক কাভকাজ মিডিয়া সেন্টারে একজন মুজাহিদ গোয়েন্দা লোন উলফ হামলার ভাইদের জন্য কিছু টিপস দিয়েছিলেন, যা অবলম্বন করলে আল্লাহর ইচ্ছায় ভাইয়েরা গোয়েন্দাদের থেকে নিরাপদ থাকতে পারবেন।

বাংলাদেশেও ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে জিহাদ নিয়ে লেখালেখি করা ভাইয়েরা অসতর্কতার ফলে এই ধরণের সমস্যায় পড়েন, তাই কাভকাজ মিডিয়া সেন্টারের সেই প্রবন্ধটি ভাইদের কাছে পেশ করা মুনাসিব মনে হচ্ছে। বাংলা অনুবাদটি ৪/৫ বছর আগে বাবুল ইসলাম ফোরামে প্রকাশিত হয়েছিল, আল্লাহ মুল লেখক ও অনুবাদক ভাইকে উত্তম প্রতিদান দিন। আমিন। এখানে জিহাদি তানজিমের সাথে যুক্ত নয়, এমন জিহাদপ্রেমী ভাইয়েরা নিরাপত্তা গ্রহণের মৌলিক কিছু মূলনীতি হিসেবে গ্রহণ করতে পারেন। অতিরিক্ত সমস্যা আশা করি আপনি নিজে নিজেই গ্রহণ করতে পারবেন।

 

গুপ্তচরদের চক্রান্ত বুঝার এবং তা নস্যাৎ করার ১০টি পদ্ধতি

পরম করুনাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
সমস্ত প্রশংসা মহাবিশ্বের স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ তা’আলার। সমস্ত প্রশংসা তাঁরই, তিনি বলেন-

وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ ۖ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
“এবং তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তর্যামী।” (সূরা মু্লক-৬৭ঃ১৩)

এবং শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম), তার পরিবারবর্গ, তার সাহাবীগণ ও তার অনুসারীদের উপর; তিনি বলেন-
“নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের দিকে পথ নির্দেশনা করে। আর মানুষ সত্য কথা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর নিকট তাকে মহাসত্যবাদী রুপে লিপিবদ্ধ করা হয়। আর নিঃসন্দেহে মিথ্যাবাদিতা নির্লজ্জতা ও পাপাচারের দিকে নিয়ে যায়। আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর নিকট তাকে মহামিথ্যাবাদী রুপে লিপিবদ্ধ করা হয়। (বুখারী, মুসলিম, আবু দাউদ এবং আল-তিরমিজি)।”

আল্লাহ তা’আলা কুরআনে বলেন-

وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
“এবং যখন কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করার জন্য, হত্যা করার অথবা নির্বাসিত করার জন্য এবং তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ্ও কৌশল করেন, কিন্তু আল্লাহ্*ই সর্বশ্রেষ্ঠ কৌশলী।” (সূরা আনফাল(৮ঃ৩০)

সাম্প্রতিক ঘটনার আলোকে, বিশেষ করে আমাদের ওরিগন (আমেরিকার একটি অঙ্গরাজ্য)-এর ভাইয়ের (আল্লাহ তাকে অবিচল রাখুন এবং মুক্ত করুন) বন্দী হওয়ার ঘটনার প্রেক্ষিতে; আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে মুসলিমদের আটকানো এবং পরে বন্দী করার উদ্দেশ্যে গুপ্তচর ও সংবাদদাতারা যেসব কৌশল অবলম্বন করে সেগুলো এড়ানো এবং তাদের সেই সমস্ত চক্রান্ত নস্যাৎ করার ১০টি উপায় লিখবো এবং রেকর্ড করবো।

এক
একটা গুপ্তচর সবসময় চিত্ত আকর্ষন (বা গ্রুমিং) দিয়ে শুরু করে। এই চিত্ত আকর্ষন (বা গ্রুমিং) প্রক্রিয়াটি কয়েক মাস ধরে চলতে পারে। যাকে তারা ধরতে চায় তার সাথে সাক্ষাৎ করারও পূর্বে কখনো কখনো তারা (গুপ্তচররা) কয়েক মাসের জন্য একাকী (গোপনে) তথ্য সংগ্রহ করে এবং ফোরামে অথবা মসজিদে সক্রিয় থাকে। প্রথমবার সাক্ষাতে তারা সাধারনত ছোটখাট বিষয় নিয়ে আলোচনা করে। যেমন ধরুন, কোন অনুবাদ চাওয়া, নাসিদ খোঁজা, বিবাহ উপযুক্ত বর/কনের খোঁজ করা অথবা হালাল খাদ্যের জন্য বিখ্যাত কোন