Get Mystery Box with random crypto!

বন্ধু , আড্ডা , গান , জিএফ , বিএফ , সিরিয়াল , ফেইসবুকিং , সেল | আন নুসরাহ - النصرة

বন্ধু , আড্ডা , গান , জিএফ , বিএফ , সিরিয়াল , ফেইসবুকিং , সেলফি , ডিএসএলআর , কেএফসি , পিত্যা হাট এগুলো নিয়েই কেটে যাচ্ছে আপনার অষ্টপ্রহর ।
ভাবছেন , বেশ তো ! সুখেই আছি । বুকে হাত রেখে একবার সত্যি করে বলুন তো , আপনি কি আসলেই শান্তিতে আছেন , সুখে আছেন ? কেন এক বিকেলে ঘুম থেকে উঠে শেষ বিকেলের মরা আলোয় অজানা কারণে আপনার মন খারাপ হয়ে যায় ? গভীর রাতে কী যেন ভেবে আপনার চোখ ভিজে যায় । দলাবাঁধা কষ্টগুলো ভিড় জমায় বুকের ভেতর । অন্তরটা শূন্য মনে হয় । কী যেন নেই আপনার ! কোথায় যেন একটা অপরিপূর্ণতা , অসম্পূর্ণতা ! কোথায় যেন কিসের একটা অভাব ! জীবনটা বড্ড বেশি জটিল মনে হয় !

আইটেম গার্লদের কোমর দোলানি আর দেহের ভাঁজ দেখে আপনার মন কি অস্থির , অশান্ত হয়ে যায় না ? মনের ভেতরের পশুটা কি আপনাকে কুঁড়ে কুঁড়ে খায় না ?

প্রত্যেকবার পর্ন ভিডিও দেখার পর , হস্তমৈথুন করার পর আপনার কি মরে যেতে ইচ্ছে করে না ? মনে হয় না কেন করলাম , কেন ? কিসের নেশায় ডুবে আছেন ভাই আপনি ? কিসের নেশায় ? পর্নস্টারের নিটোল দেহ , গার্লফ্রেন্ডের “ মনে ঝড় তোলা চোখ ” , আইটেম গার্লদের লাস্যময়ী হাসি ? আপনি এদের কি একেবারে নিজের মতো করে কখনো পাবেন ? পাবেন না । এরা তো মরীচিকা ছাড়া কিছুই না । এরা একদিন বুড়িয়ে যাবে । দেহে ভাঁজ পড়বে , চামড়া কুঁচকে যাবে , দাঁত পড়ে যাবে , চোেখ ধূসর হয়ে যাবে , চুল পাটের শণের মতো হয়ে যাবে । সবশেষে মাটির নিচে পোকামাকড়ে খুবলে খুবলে খাবে এদের দেহ , পচে গলে দুর্গন্ধ ছড়াবে । এ নিয়েই আপনার এত আকর্ষণ !

এদের কারণেই আপনি সে জাহান্নামের আগুনকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন , যা অন্তর পর্যন্ত পুড়িয়ে ফেলবে আর যার ইন্ধন হবে মানুষ ও পাথর । আপনি ভুলে যাচ্ছেন আপনার সেই “ আয়তনয়না ”
জান্নাতি স্ত্রীর কথা , যিনি আপনার জন্য শত সহস্র বছর ধরে অপেক্ষা করে আছেন । যাঁর মাথার স্কার্ফ এ দুনিয়া এবং আকাশের মধ্যবর্তী সবকিছুর থেকেও উত্তম । প্রবাল ও পদ্মরাগ - সদৃশ জান্নাতের স্ত্রীদের সৌন্দর্যের ব্যাপারে স্বয়ং আল্লাহ্ ( ৬ ) সার্টিফিকেট দিয়েছেন । ঝুম বৃষ্টিতে স্ত্রীকে নিয়ে রিকশায় বসে লক্ষ কোটি বছরের বৃষ্টিবিলাস , হাঁ করে জ্যোৎস্না গেলা , শেষ বিকেলের মরে আসা নরম হলুদ আলোয় দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে হাজার হাজার বছর কাটিয়ে দেয়া – আপনি যা কিছু কল্পনা করতে পারেন , আর যা কিছু পারেননা , জান্নাতের সুখ ছাড়িয়ে যাবে তার সব কিছুকেই । ইচ্ছে হলে দুজনে ঘুরে বেড়াবেন জান্নাতের বাগানে । মাথার ওপর থেকে আলতো করে পড়বে গাছের ঝরা পাতা । আপনার স্ত্রী আপনার কাঁধে মাথা রেখে হাঁটবেন , আপনি তাঁকে শোনাবেন শাশ্বত প্রেমের কোন কবিতা ...

এ অসীমকে এ আমরা কিসের জন্য ছুড়ে ফেলছি ?
কিসের মোহে বিকিয়ে দিচ্ছি ? আমি , আপনি কত পাগল , কত পাগল ! “ ..
নারী জাতির প্রতি ভালোবাসা , সন্তানসন্ততি , রাশিকৃত সোনা - রুপা , চিহ্নিত অশ্বরাজি , গৃহপালিত জন্তু ও খেতখামার মানুষের জন্য লোভনীয় করে রাখা হয়েছে । অথচ এ সবই হচ্ছে পার্থিব জীবনের কিছু ভোগের সামগ্রী মাত্র । ( কিন্তু ) স্থায়ী পরিণামের সৌন্দর্য কেবল আল্লাহ্ই কাছে । ” ( সূরা আলে ইমরান ; ৩:১৪ )

বই: মুক্ত বতাসের খুঁজে
@Pornographyisatooltosilently